ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দেশের প্রবৃদ্ধিকল্পে প্রাণিসম্পদের দিকে সকলের নজর দিতে হবে -হুইপ ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
  • / ৩৩৩ বার পড়া হয়েছে

র‌্যালি ও আলোচনাসভার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা মেহেরেপুর ও ঝিনাইদহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে সারাদেশে একযোগে প্রানিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, দেশের প্রবৃদ্ধিকল্পে প্রাণি সম্পদের দিকে সকলের নজর দিতে হবে। উৎপাদন বৃদ্ধি করে তা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করতে। বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। এমন স্বপ্ন দেখতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বেঁচে থাকলে দেশ এতদিনে থাইল্যান্ড-মালয়েশিয়ার মত উন্নত দেশে পরিণত হতো। জেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি আরো বলেন, প্রাণীসম্পদ কৃষির একটি অংশ। সরকার কৃষি সেবাই বিশেষ নজর দিচ্ছে। তাই সরকার সেবা দিচ্ছে আপনারা নেবেন না কেনো। সমন্বিত খামার গড়ে তুলুন; প্রয়োজনে সুদমুক্ত ঋণ নিন। যে কোন ধরণের কৃষি সহায়তা পেতে আমি আপনাদেরকে সহায়তা করবো।
হুইপ ছেলুন বলেন, সরকারি সেবা নিয়ে সমন্বিত ও পরিকল্পিত খামার তৈরী করে গাভী-ছাগল পালন করতে হবে। একই সাথে মাছ চাষে গুরুত্ব দিতে হবে। মাছ চাষে বাংলাদেশ বিশ্বে ৪র্থ স্থানে রয়েছে। চুয়াডাঙ্গায়ও সেদিক দিয়ে পিছিয়ে নেই। এখনও বাড়িতে থাকলে সকালে মাছ পট্টিতে ঘুরতে যায়। মনটা ভালো হয়ে যায় রমরমা এ বাজার দেখলে। আসুন সবাই মিলে প্রাণীজ সম্পদ বৃদ্ধি করি; আমিষের চাহিদা পূরণ করি।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রাণি সম্পদ কার্যালয় থেকে “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ প্রতিপাদ্যে একটি র‌্যালি বের হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় একই স্থানে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডা. মো. খায়রুল ইসলাম, পৌর প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. এ এইচ এম শামিুজ্জামান।
সমাপণী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গায় একটি দুধের হাট বসানো হবে। আপনারা স্থান ঠিক করুন; আমরা সহযোগিতা করবো। এতে করে জেলাবাসীর পর্যাপ্ত দুধের চাহিদা মেটানো সহজ হবে।


আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উদযাপনে এক বর্ণাঢ্য র‌্যালি, খামারি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গতকাল বেলা ১১ টার দিকে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, মৎস অফিসার জেডএম তৌহিদুর রহমান, মহিলা বিষয় কর্মকর্তা মাখসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শাইলা শারমীন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, পৌর প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন। স্বাগত বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান। ভেটেনারী সার্জন ডা. আব্দুল্লাহ হিল কাফির উপস্থাপনায় অন্যদের বক্তব্য রাখেন প্রাণি সম্পদ অফিসের কম্পাউন্ডার মাসুদ আলী খান, ঔষধ কম্পানির প্রতিনিধি সাহাবুল ইসলাম, বিশিষ্ট খামারী আশরাফুল আলম, এফএএআই সিরাজুল হক ও মাওলানা মাসুদ কামাল।
জীবননগর অফিস জানিয়েছে, “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেইন বাসস্ট্যান্ডের টাইগার চত্বরে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সফল খামারীদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক শামনুর রহমান।


মেহেরপুর অফিস জানিয়েছে, জেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮-এর উদ্বোধন করা হেেয়ছে। উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ। “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধি বাংলাদেশ” এই প্রতিপাদ্যে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে শুরু করে শহরের হোটেল বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন পুলিশ সুপার আনিছুর রহমান। র‌্যালি শেষে এক মনোজ্ঞ আলোচনা সভা জেলা প্রাণিসম্পদ অফিসের চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আজিজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক স্বপন কুমার খাঁ, ওজোপাডিকলি’র নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম। অন্যান্যের মধ্যে দুজন খামারী মিলন হোসেন ও খলিলুর রহমান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেটিনারী সার্জন ডা. নুর আলম। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং খামারীরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাণি সম্পদ অফিস প্রাঙ্গণে ১০টি ষ্টল স্থাপন করা হয়েছে।


ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘বাড়াবো প্রাণীজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে এ উপলক্ষে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, সরকারি ভেটেরিনারী কলেজের প্রাধ্যক্ষ ড. অমলেন্দু কুমার ঘোষ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার। এসময় জেলার ৬ উপজেলার খামারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দেশের প্রবৃদ্ধিকল্পে প্রাণিসম্পদের দিকে সকলের নজর দিতে হবে -হুইপ ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ১১:৪৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮

র‌্যালি ও আলোচনাসভার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা মেহেরেপুর ও ঝিনাইদহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে সারাদেশে একযোগে প্রানিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, দেশের প্রবৃদ্ধিকল্পে প্রাণি সম্পদের দিকে সকলের নজর দিতে হবে। উৎপাদন বৃদ্ধি করে তা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করতে। বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। এমন স্বপ্ন দেখতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বেঁচে থাকলে দেশ এতদিনে থাইল্যান্ড-মালয়েশিয়ার মত উন্নত দেশে পরিণত হতো। জেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি আরো বলেন, প্রাণীসম্পদ কৃষির একটি অংশ। সরকার কৃষি সেবাই বিশেষ নজর দিচ্ছে। তাই সরকার সেবা দিচ্ছে আপনারা নেবেন না কেনো। সমন্বিত খামার গড়ে তুলুন; প্রয়োজনে সুদমুক্ত ঋণ নিন। যে কোন ধরণের কৃষি সহায়তা পেতে আমি আপনাদেরকে সহায়তা করবো।
হুইপ ছেলুন বলেন, সরকারি সেবা নিয়ে সমন্বিত ও পরিকল্পিত খামার তৈরী করে গাভী-ছাগল পালন করতে হবে। একই সাথে মাছ চাষে গুরুত্ব দিতে হবে। মাছ চাষে বাংলাদেশ বিশ্বে ৪র্থ স্থানে রয়েছে। চুয়াডাঙ্গায়ও সেদিক দিয়ে পিছিয়ে নেই। এখনও বাড়িতে থাকলে সকালে মাছ পট্টিতে ঘুরতে যায়। মনটা ভালো হয়ে যায় রমরমা এ বাজার দেখলে। আসুন সবাই মিলে প্রাণীজ সম্পদ বৃদ্ধি করি; আমিষের চাহিদা পূরণ করি।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রাণি সম্পদ কার্যালয় থেকে “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ প্রতিপাদ্যে একটি র‌্যালি বের হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় একই স্থানে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডা. মো. খায়রুল ইসলাম, পৌর প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. এ এইচ এম শামিুজ্জামান।
সমাপণী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গায় একটি দুধের হাট বসানো হবে। আপনারা স্থান ঠিক করুন; আমরা সহযোগিতা করবো। এতে করে জেলাবাসীর পর্যাপ্ত দুধের চাহিদা মেটানো সহজ হবে।


আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উদযাপনে এক বর্ণাঢ্য র‌্যালি, খামারি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গতকাল বেলা ১১ টার দিকে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, মৎস অফিসার জেডএম তৌহিদুর রহমান, মহিলা বিষয় কর্মকর্তা মাখসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শাইলা শারমীন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, পৌর প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন। স্বাগত বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান। ভেটেনারী সার্জন ডা. আব্দুল্লাহ হিল কাফির উপস্থাপনায় অন্যদের বক্তব্য রাখেন প্রাণি সম্পদ অফিসের কম্পাউন্ডার মাসুদ আলী খান, ঔষধ কম্পানির প্রতিনিধি সাহাবুল ইসলাম, বিশিষ্ট খামারী আশরাফুল আলম, এফএএআই সিরাজুল হক ও মাওলানা মাসুদ কামাল।
জীবননগর অফিস জানিয়েছে, “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেইন বাসস্ট্যান্ডের টাইগার চত্বরে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সফল খামারীদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক শামনুর রহমান।


মেহেরপুর অফিস জানিয়েছে, জেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮-এর উদ্বোধন করা হেেয়ছে। উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ। “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধি বাংলাদেশ” এই প্রতিপাদ্যে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে শুরু করে শহরের হোটেল বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন পুলিশ সুপার আনিছুর রহমান। র‌্যালি শেষে এক মনোজ্ঞ আলোচনা সভা জেলা প্রাণিসম্পদ অফিসের চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আজিজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক স্বপন কুমার খাঁ, ওজোপাডিকলি’র নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম। অন্যান্যের মধ্যে দুজন খামারী মিলন হোসেন ও খলিলুর রহমান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেটিনারী সার্জন ডা. নুর আলম। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং খামারীরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাণি সম্পদ অফিস প্রাঙ্গণে ১০টি ষ্টল স্থাপন করা হয়েছে।


ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘বাড়াবো প্রাণীজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে এ উপলক্ষে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, সরকারি ভেটেরিনারী কলেজের প্রাধ্যক্ষ ড. অমলেন্দু কুমার ঘোষ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার। এসময় জেলার ৬ উপজেলার খামারীরা উপস্থিত ছিলেন।