ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • / ১০৮ বার পড়া হয়েছে

রিয়াজ মোল্যা, কালীগঞ্জ:
দৈনিক সময়ের সমীকরণ-এর ঝিনাইদহ ব্যুরো প্রধান, জেলার সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল এবং কালীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগের নামে মিথ্যা মামলার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কালীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গত মঙ্গলবার সকালে সাংবাদিকরা যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন। কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দীন আল আজাদ, দৈনিক জনতার ঝিনাইদহ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম, কালীগঞ্জের সিনিয়র সাংবাদিক কলামিস্ট আব্দুল কাদের, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, বৈশাখী টিভি ও ইত্তেফাক প্রতিনিধি রফিকুল ইসলাম মণ্টু ও আরটিভির জেলা প্রতিনিধি শিপলু জামান।
এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মানবাধিকার কর্মী ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল প্রমূখ। পরে উপস্থিত সাংবাদিকেরা মিথ্যা মামলার প্রতিবাদ হিসেবে মহাসড়কের ওপর ক্যামেরা রেখে বসে দুই মিনিটের প্রতীকি প্রতিবাদ পালন করেন। এছাড়াও এ কর্মসূচিতে কালীগঞ্জের ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কালীগঞ্জের অগ্রণী ব্যাংক শাখায় সম্প্রতি জাল-জালিয়াতির মাধ্যমে সাময়িক বরখাস্তকৃত শাখা ব্যবস্থাপক শৈলেন্দ্রনাথ বিশ্বাস, ক্রেডিট কর্মকর্তা আব্দুস সালাম ও মাঠ সহকারী (অস্থায়ী) আজির আলী অসংখ্য কৃষকের নামে ঋণ তুলে আত্মসাৎ করার খবর পত্রিকায় প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ দুর্নীতির প্রমাণ পেয়ে ২ জনকে সাময়িক বরখাস্ত ও একজনকে অব্যাহতি প্রদান করেছেন। এরপর দুর্নীতিবাজ আব্দুস সালাম ও আজির আলী ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও শাহারিয়ার আলম সোহাগের নামে ৫০০/৫০১ ধারায় মিথ্যা মামলা দায়ের করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

আপলোড টাইম : ০৯:০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

রিয়াজ মোল্যা, কালীগঞ্জ:
দৈনিক সময়ের সমীকরণ-এর ঝিনাইদহ ব্যুরো প্রধান, জেলার সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল এবং কালীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগের নামে মিথ্যা মামলার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কালীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গত মঙ্গলবার সকালে সাংবাদিকরা যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন। কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দীন আল আজাদ, দৈনিক জনতার ঝিনাইদহ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম, কালীগঞ্জের সিনিয়র সাংবাদিক কলামিস্ট আব্দুল কাদের, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, বৈশাখী টিভি ও ইত্তেফাক প্রতিনিধি রফিকুল ইসলাম মণ্টু ও আরটিভির জেলা প্রতিনিধি শিপলু জামান।
এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মানবাধিকার কর্মী ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল প্রমূখ। পরে উপস্থিত সাংবাদিকেরা মিথ্যা মামলার প্রতিবাদ হিসেবে মহাসড়কের ওপর ক্যামেরা রেখে বসে দুই মিনিটের প্রতীকি প্রতিবাদ পালন করেন। এছাড়াও এ কর্মসূচিতে কালীগঞ্জের ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কালীগঞ্জের অগ্রণী ব্যাংক শাখায় সম্প্রতি জাল-জালিয়াতির মাধ্যমে সাময়িক বরখাস্তকৃত শাখা ব্যবস্থাপক শৈলেন্দ্রনাথ বিশ্বাস, ক্রেডিট কর্মকর্তা আব্দুস সালাম ও মাঠ সহকারী (অস্থায়ী) আজির আলী অসংখ্য কৃষকের নামে ঋণ তুলে আত্মসাৎ করার খবর পত্রিকায় প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ দুর্নীতির প্রমাণ পেয়ে ২ জনকে সাময়িক বরখাস্ত ও একজনকে অব্যাহতি প্রদান করেছেন। এরপর দুর্নীতিবাজ আব্দুস সালাম ও আজির আলী ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও শাহারিয়ার আলম সোহাগের নামে ৫০০/৫০১ ধারায় মিথ্যা মামলা দায়ের করে।