ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দুই দিনে ১৫ রোগী ভর্তি, ওষুধ-সংকট!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • / ১৯০ বার পড়া হয়েছে

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা
মিঠুন মাহমুদ:
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা। গত দুই দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওষুধ না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে দরিদ্র রোগীরা।
জানা গেছে, আবহাওয়া পরিবর্তন ও খাবারের সমস্যার কারণে জীবননগর উপজেলার বিভিন্ন স্থান থেকে গত ২ দিনে ১৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। পর্যাপ্ত বেড না থাকায় বেশির ভাগ রোগীদের হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। পাশাপাশি ডায়রিয়া রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধের সরবরাহও নেই। রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। এতে করে বিপাকে পড়েছে দরিদ্র পরিবারের লোকজন।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কয়েকজন বলেন, হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য যে কয়টি বেড দেওয়া হয়েছে, তা একেবারে অল্প। ফলে বারান্দায় বেড করে চিকিৎসা নিতে হচ্ছে। তা ছাড়া হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য ওষুধের ব্যবস্থা নেই। সব ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়। যদি সরকারিভাবে ডায়রিয়া রোগীদের জন্য হাসপাতাল থেকে কিছু ওষুধ দেওয়া হতো, তাহলে অনেক ভালো হতো।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, ‘গত দুই দিনে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফুড পয়জনিংয়ের কারণে এ সময় মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ডায়রিয়ার ওষুধের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করি, খুব শিগগিরই এর সমাধান হয়ে যাবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দুই দিনে ১৫ রোগী ভর্তি, ওষুধ-সংকট!

আপলোড টাইম : ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা
মিঠুন মাহমুদ:
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা। গত দুই দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওষুধ না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে দরিদ্র রোগীরা।
জানা গেছে, আবহাওয়া পরিবর্তন ও খাবারের সমস্যার কারণে জীবননগর উপজেলার বিভিন্ন স্থান থেকে গত ২ দিনে ১৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। পর্যাপ্ত বেড না থাকায় বেশির ভাগ রোগীদের হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। পাশাপাশি ডায়রিয়া রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধের সরবরাহও নেই। রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। এতে করে বিপাকে পড়েছে দরিদ্র পরিবারের লোকজন।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কয়েকজন বলেন, হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য যে কয়টি বেড দেওয়া হয়েছে, তা একেবারে অল্প। ফলে বারান্দায় বেড করে চিকিৎসা নিতে হচ্ছে। তা ছাড়া হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য ওষুধের ব্যবস্থা নেই। সব ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়। যদি সরকারিভাবে ডায়রিয়া রোগীদের জন্য হাসপাতাল থেকে কিছু ওষুধ দেওয়া হতো, তাহলে অনেক ভালো হতো।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, ‘গত দুই দিনে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফুড পয়জনিংয়ের কারণে এ সময় মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ডায়রিয়ার ওষুধের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করি, খুব শিগগিরই এর সমাধান হয়ে যাবে।’