ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দামুড়হুদা বহুল আলোচিত সেই দামুড়হুদা (প্রাঃ) ক্লিনিকে আবারো রোগীর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০১৬
  • / ১৪৩৩ বার পড়া হয়েছে

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদা শহরের আলোচিত দামুড়হুদা প্রাঃ ক্লিনিকে আবারো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোগীর স্বজনেরাসহ স্থানীয়রা ক্লিনিকের সামনে জড় হয়ে বিক্ষোভ করেছে । জানা যায়,গত শুক্রবার সকালে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের দেওলী গ্রামের গোডাউনপাড়ার দরিদ্র আলমসাধু চালক মিজানুরের স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে দামুড়হুদা শহরের অবস্থিত দামুড়হুদা (প্রাঃ) ক্লিনিকে ভর্তি করে। পরে ডাঃ হাসানুজ্জামান নুপুর সিজার করে। সেই মিজানুর ও নাজমা দম্পতির ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান আসে। সিজার করার সময় সাবধানতা অবলম্বন না করায় গতকাল হঠাৎ নাজমার অবস্থার অবনতি হয়। গতকাল তাকে আবারো দামুড়হুদা (প্রাঃ) ক্লিনিকে ভর্তি করা হলে ক্লিনিকের কর্তব্যরত  চিকিৎসক এবং ক্লিনিক মালিক চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম গরীব বলে আমলে নেননি। পরবর্তীতে রোগী স্বজনেরা নাজমাকে নিয়ে চুয়াডাঙ্গা সদর ভর্তি করলে ভর্তির ৫মিনিটের মদ্যে নাজমার মৃত্যু হয়। এবিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অবস্থা আশংকাজনক ছিলো আমরা খুব চেষ্টা করেছি তাকে বাচাঁনোর, প্রথম পর্যায়ে যদি রোগীর গুরুত্তসহকারে চিকিৎসা দেওয়া হলে হয়ত রোগীকে বাঁচানো সম্ভব হত। এবিষয়ে দামুড়হুদা (প্রাঃ) ক্লিনিকের মালিক ডাঃ জাহাঙ্গীর আলমের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবইল রিসিব করেননি। এবিষয়ে মিজানুর সাংবাদিকদের জানান, আমার বউকে ওরা মেরে ফেলেছে, আমি জাহাঙ্গীর ডাক্তারের বিচার চাই। আজ ভুল চিকিৎসায় মৃত্যু হওয়া নাজমার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদা বহুল আলোচিত সেই দামুড়হুদা (প্রাঃ) ক্লিনিকে আবারো রোগীর মৃত্যু

আপলোড টাইম : ০৮:২৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০১৬

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদা শহরের আলোচিত দামুড়হুদা প্রাঃ ক্লিনিকে আবারো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোগীর স্বজনেরাসহ স্থানীয়রা ক্লিনিকের সামনে জড় হয়ে বিক্ষোভ করেছে । জানা যায়,গত শুক্রবার সকালে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের দেওলী গ্রামের গোডাউনপাড়ার দরিদ্র আলমসাধু চালক মিজানুরের স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে দামুড়হুদা শহরের অবস্থিত দামুড়হুদা (প্রাঃ) ক্লিনিকে ভর্তি করে। পরে ডাঃ হাসানুজ্জামান নুপুর সিজার করে। সেই মিজানুর ও নাজমা দম্পতির ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান আসে। সিজার করার সময় সাবধানতা অবলম্বন না করায় গতকাল হঠাৎ নাজমার অবস্থার অবনতি হয়। গতকাল তাকে আবারো দামুড়হুদা (প্রাঃ) ক্লিনিকে ভর্তি করা হলে ক্লিনিকের কর্তব্যরত  চিকিৎসক এবং ক্লিনিক মালিক চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম গরীব বলে আমলে নেননি। পরবর্তীতে রোগী স্বজনেরা নাজমাকে নিয়ে চুয়াডাঙ্গা সদর ভর্তি করলে ভর্তির ৫মিনিটের মদ্যে নাজমার মৃত্যু হয়। এবিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অবস্থা আশংকাজনক ছিলো আমরা খুব চেষ্টা করেছি তাকে বাচাঁনোর, প্রথম পর্যায়ে যদি রোগীর গুরুত্তসহকারে চিকিৎসা দেওয়া হলে হয়ত রোগীকে বাঁচানো সম্ভব হত। এবিষয়ে দামুড়হুদা (প্রাঃ) ক্লিনিকের মালিক ডাঃ জাহাঙ্গীর আলমের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবইল রিসিব করেননি। এবিষয়ে মিজানুর সাংবাদিকদের জানান, আমার বউকে ওরা মেরে ফেলেছে, আমি জাহাঙ্গীর ডাক্তারের বিচার চাই। আজ ভুল চিকিৎসায় মৃত্যু হওয়া নাজমার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।