ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দামুড়হুদায় বিজিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • / ৩৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্রপুর ও ছয়ঘড়িয়া গ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা, ৬৬ বোতল ফেনসিডিল এবং একটি বাইসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় আকন্দবাড়ীয়া গ্রামের হাবিবুর রহমানকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ঈশ্বরচন্দ্রপুর কানকাটা ব্রীজের উপর হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি পুরাতন বাইসাইকেল আটক করে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। এ ব্যাপারে সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত খলিলের ছেলে হাবিবুর রহমানকে (৩৫) পলাতক আসামী করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ছয়ঘড়িয়া মাঠ নামক স্থান হতে ৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্দার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ হাজার ৪০০ টাকা। উদ্ধারকৃত ৬৬ বোতল ফেন্সিডিল, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাইসাইকেল সর্বমোট মুল্য ৪৬ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদায় বিজিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

আপলোড টাইম : ১০:২০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্রপুর ও ছয়ঘড়িয়া গ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা, ৬৬ বোতল ফেনসিডিল এবং একটি বাইসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় আকন্দবাড়ীয়া গ্রামের হাবিবুর রহমানকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ঈশ্বরচন্দ্রপুর কানকাটা ব্রীজের উপর হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি পুরাতন বাইসাইকেল আটক করে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। এ ব্যাপারে সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত খলিলের ছেলে হাবিবুর রহমানকে (৩৫) পলাতক আসামী করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ছয়ঘড়িয়া মাঠ নামক স্থান হতে ৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্দার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ হাজার ৪০০ টাকা। উদ্ধারকৃত ৬৬ বোতল ফেন্সিডিল, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাইসাইকেল সর্বমোট মুল্য ৪৬ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।