ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দামুড়হুদায় ফেনসিডিল, ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • / ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার পৃথকস্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার পৃথক সময়ে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড ও জয়রামপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উজ্জ্বল হোসেন (৪০) ও মাসদুল হক (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের চিলেপাড়া এলাকায় এক ব্যক্তি ফেনসিডিলসহ অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইবনে খালিদ হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ছয় বোতল ফেনসিডিলসহ উজ্জ্বল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেন তিনি। গ্রেপ্তার হওয়া উজ্জ্বল একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
অপর দিকে, গতকাল রাত সাড়ে আটটার দিকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১০ পিস ইয়াবাসহ মাসদুল হক নামের একজনকে গ্রেপ্তার করেন তিনি। গ্রেপ্তার হওয়া মাসদুল হক জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের সফি উদ্দীনের ছেলে।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে সংশ্লিষ্ট থানায় তাঁদের সোপর্দ করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদায় ফেনসিডিল, ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার পৃথকস্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার পৃথক সময়ে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড ও জয়রামপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উজ্জ্বল হোসেন (৪০) ও মাসদুল হক (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের চিলেপাড়া এলাকায় এক ব্যক্তি ফেনসিডিলসহ অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইবনে খালিদ হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ছয় বোতল ফেনসিডিলসহ উজ্জ্বল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেন তিনি। গ্রেপ্তার হওয়া উজ্জ্বল একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
অপর দিকে, গতকাল রাত সাড়ে আটটার দিকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১০ পিস ইয়াবাসহ মাসদুল হক নামের একজনকে গ্রেপ্তার করেন তিনি। গ্রেপ্তার হওয়া মাসদুল হক জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের সফি উদ্দীনের ছেলে।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে সংশ্লিষ্ট থানায় তাঁদের সোপর্দ করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।