ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দামুড়হুদায় প্রতিপক্ষের ছোড়া এসিডে নারী দগ্ধ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
  • / ৩৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার দলকা লক্ষীপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে এক নারীকে এসিড নিক্ষেপ করার অভিযোগ উঠেছে তারই তালাকপ্রাপ্ত স্বামী ও তার চাচাতো ভাইদের বিরুদ্ধে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই নারীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় আহত নারীর পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি বলে জানা গেছে। আহত নারী দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলকা লক্ষীপুর গ্রামের সিদ্দিক মল্লিকের মেয়ে রুশিয়া খাতুন (৩৫)। অভিযুক্তরা হলেন- উপজেলার ইব্রাহিমপুরের মজিবর মন্ডলের ছেলে জাহাঙ্গীর (৪৫), একই এলাকার সুবহানের ছেলে বেল্টু (৪০), নুরু মন্ডলের ছেলে আয়য়ুব (৫০) ও লক্ষিপুরের বাক্কুর ছেলে সাত্তার (৫০)।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৫টার দিকে ইব্রাহিমপুরে তালাকপ্রাপ্ত স্বামীর চাচাতো ভাই জাহাঙ্গীরের নিকট জমির বন্ধক বাবদ পাওনা ১ লাখ টাকা আনতে যায় রুশিয়া। এসময় জাহাঙ্গীর বেল্টু ও রুশিয়ার তালাকপ্রাপ্ত স্বামী ইসলাম টাকা না দেয়ার বিভিন্ন রকমের ফন্দি করে। এসময় রুশিয়ার সাথে তাদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আয়য়ুব একটি গাছের ডাল দিয়ে রুশিয়ার বাম হাতে আঘাত করে। রুশিয়া যখন টাকা না নিয়ে ফিরে আসছিলো তখন রামনগর নামক স্থানে প্রতিপক্ষরা এসে হাজির হয়। রুশিয়ার হাত থেকে বন্ধককৃত জমির দলিলটি ছিনিয়ে নিতে চাইলে রুশিয়া তাতে বাঁধা দেয় এবং হাতাহাতির সৃষ্টি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর ও বেল্টু তাদের কাছে থাকা কাঁচের বোতলের এসিড নিক্ষেপ করে। এতে রুশিয়ার বাম হাত ও বাম পা দগ্ধ হয় এবং তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদায় প্রতিপক্ষের ছোড়া এসিডে নারী দগ্ধ!

আপলোড টাইম : ০৯:৩৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার দলকা লক্ষীপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে এক নারীকে এসিড নিক্ষেপ করার অভিযোগ উঠেছে তারই তালাকপ্রাপ্ত স্বামী ও তার চাচাতো ভাইদের বিরুদ্ধে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই নারীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় আহত নারীর পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি বলে জানা গেছে। আহত নারী দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলকা লক্ষীপুর গ্রামের সিদ্দিক মল্লিকের মেয়ে রুশিয়া খাতুন (৩৫)। অভিযুক্তরা হলেন- উপজেলার ইব্রাহিমপুরের মজিবর মন্ডলের ছেলে জাহাঙ্গীর (৪৫), একই এলাকার সুবহানের ছেলে বেল্টু (৪০), নুরু মন্ডলের ছেলে আয়য়ুব (৫০) ও লক্ষিপুরের বাক্কুর ছেলে সাত্তার (৫০)।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৫টার দিকে ইব্রাহিমপুরে তালাকপ্রাপ্ত স্বামীর চাচাতো ভাই জাহাঙ্গীরের নিকট জমির বন্ধক বাবদ পাওনা ১ লাখ টাকা আনতে যায় রুশিয়া। এসময় জাহাঙ্গীর বেল্টু ও রুশিয়ার তালাকপ্রাপ্ত স্বামী ইসলাম টাকা না দেয়ার বিভিন্ন রকমের ফন্দি করে। এসময় রুশিয়ার সাথে তাদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আয়য়ুব একটি গাছের ডাল দিয়ে রুশিয়ার বাম হাতে আঘাত করে। রুশিয়া যখন টাকা না নিয়ে ফিরে আসছিলো তখন রামনগর নামক স্থানে প্রতিপক্ষরা এসে হাজির হয়। রুশিয়ার হাত থেকে বন্ধককৃত জমির দলিলটি ছিনিয়ে নিতে চাইলে রুশিয়া তাতে বাঁধা দেয় এবং হাতাহাতির সৃষ্টি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর ও বেল্টু তাদের কাছে থাকা কাঁচের বোতলের এসিড নিক্ষেপ করে। এতে রুশিয়ার বাম হাত ও বাম পা দগ্ধ হয় এবং তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।