ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দামুড়হুদায় ত্রিমুখী সংঘর্ষ দলিল লেখকসহ আহত ৬

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮
  • / ২৫৫ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দামুড়হুদায় অটো-পাওয়ারট্রিলার-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের সম্পাদক ও দর্শনার দলিল লেখকসহ ৫ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদরে মধ্যে রবিউল ইসলামের অবস্থা গুরুত্বর। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে দর্শনা-দামুড়হুদা সড়কের জয়রামপুর শেখ ব্রিক্সের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল বিকাল সোয়া ৩টার দিকে দর্শনা-দামুড়হুদা সড়কের জয়রামপুর শেখ ব্রিক্সের সন্নিকটে দামুড়হুদা অভিমুখে যাওয়া যাত্রীবাহী অটো ইজিবাইককে পিছন দিক থেকে একটি বেপরোয়া গতিতে যাওয়া পাওয়ারট্্িরলার ধাক্কা দেয়। এসময় অটো ইজিবাইকটি ছিটকে দামুড়হুদা অভিমুখ হতে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ইজিবাকের যাত্রী ও মোটরসাইকেলের চালকসহ আরোহীরা সড়কের ধারে ছিটকে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ারট্রিলারটি তাদেরকে চাপা দেয়। এ ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক দামুড়হুদা সাবরেজিষ্ট্রার অফিসের দলিল লেখক ও সদাবরি গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে দর্শনা মোবারকপাড়ার বাসিন্দা রবিউল ইসলাম ওরফে রবিউল মুহুরী, মোটরসাইকেলের যাত্রী দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের সম্পাদক বরকত আলী ও দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ড মাস্টারপাড়ার আব্দুস ছাত্তার মাষ্টারের ছেলে রবিউল মুহুরীর সহকারি আশাবুল আলমসহ ৬ জন আহত হয়।
আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদের মধ্যে আশাবুল আলমের দুটি পা আঘাতপ্রাপ্ত হয়। এছাড়া বরকত আলী শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হলেও গুরুত্বর আহত হয় রবিউল মুহুরী। এ দুর্ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইকের যাত্রীরা সকলে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মোটরসাইকেল চালক রবিউল মুহুরী গুরুত্বর আহত হওয়ায় তাকে রাজশাহী বা ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হতে পারে বলে জানা গেছে। দুর্ঘটনা খবর শুনে দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এসময় এক আনারী মোটরসাইকেল চালকের ধাক্কায় মনিরুজ্জামান (৩০) নামের এক ফায়ারম্যান আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসময় দুর্ঘটনার শিকার অটো ইজিবাইক, মোটরসাইকেল ও পাওয়ারট্রিলার দামুড়হুদা থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ দুর্ঘটনায় সকলে সামান্য আহত হয়। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া দুর্ঘনার শিকার যানবাহনগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদায় ত্রিমুখী সংঘর্ষ দলিল লেখকসহ আহত ৬

আপলোড টাইম : ১১:২৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮

দর্শনা অফিস: দামুড়হুদায় অটো-পাওয়ারট্রিলার-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের সম্পাদক ও দর্শনার দলিল লেখকসহ ৫ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদরে মধ্যে রবিউল ইসলামের অবস্থা গুরুত্বর। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে দর্শনা-দামুড়হুদা সড়কের জয়রামপুর শেখ ব্রিক্সের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল বিকাল সোয়া ৩টার দিকে দর্শনা-দামুড়হুদা সড়কের জয়রামপুর শেখ ব্রিক্সের সন্নিকটে দামুড়হুদা অভিমুখে যাওয়া যাত্রীবাহী অটো ইজিবাইককে পিছন দিক থেকে একটি বেপরোয়া গতিতে যাওয়া পাওয়ারট্্িরলার ধাক্কা দেয়। এসময় অটো ইজিবাইকটি ছিটকে দামুড়হুদা অভিমুখ হতে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ইজিবাকের যাত্রী ও মোটরসাইকেলের চালকসহ আরোহীরা সড়কের ধারে ছিটকে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ারট্রিলারটি তাদেরকে চাপা দেয়। এ ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক দামুড়হুদা সাবরেজিষ্ট্রার অফিসের দলিল লেখক ও সদাবরি গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে দর্শনা মোবারকপাড়ার বাসিন্দা রবিউল ইসলাম ওরফে রবিউল মুহুরী, মোটরসাইকেলের যাত্রী দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের সম্পাদক বরকত আলী ও দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ড মাস্টারপাড়ার আব্দুস ছাত্তার মাষ্টারের ছেলে রবিউল মুহুরীর সহকারি আশাবুল আলমসহ ৬ জন আহত হয়।
আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদের মধ্যে আশাবুল আলমের দুটি পা আঘাতপ্রাপ্ত হয়। এছাড়া বরকত আলী শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হলেও গুরুত্বর আহত হয় রবিউল মুহুরী। এ দুর্ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইকের যাত্রীরা সকলে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মোটরসাইকেল চালক রবিউল মুহুরী গুরুত্বর আহত হওয়ায় তাকে রাজশাহী বা ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হতে পারে বলে জানা গেছে। দুর্ঘটনা খবর শুনে দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এসময় এক আনারী মোটরসাইকেল চালকের ধাক্কায় মনিরুজ্জামান (৩০) নামের এক ফায়ারম্যান আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসময় দুর্ঘটনার শিকার অটো ইজিবাইক, মোটরসাইকেল ও পাওয়ারট্রিলার দামুড়হুদা থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ দুর্ঘটনায় সকলে সামান্য আহত হয়। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া দুর্ঘনার শিকার যানবাহনগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।