ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দামুড়হুদায় ওষুধ ব্যবসায়ী ও গাঁজা সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৪৫২ বার পড়া হয়েছে

দামুড়হুদা প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দামুড়হুদা চ-িপুরের ন্যাশনাল ফার্মেসির মালিক ফারুক হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১১টার দিকে চন্ডিপুরে ফারুক হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান এই দ-াদেশ প্রদান করেন। দ-িত ফারুক হোসেন জরিমানার টাকা সাথে সাথে পরিশোধ করেন।
সূত্রে জানা গেছে, চন্ডিপুর গ্রামের কেরামত আলীর ছেলে ফারুক হোসেনের ন্যাশনাল ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে বলে অভিযোগ পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ রোববার রাতে ওই ওষুধের দোকানে অভিযান চালায়। দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ আলাদা করে জব্দ করা হয় এবং দোকান মালিক ফারুক হোসেনকে আটক করা হয়। বিষয়টি জানানো হয় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এলাকার লোকজন ও সাক্ষীদের সাথে কথা বলেন। দন্ডিত ফারুক হোসেন নিজেও স্বীকার করেন তিনি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করেন। সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে ফারুক হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। ফারুক হোসেন দন্ডের টাকা পরিশোধ করে মুক্তি পান। অপরদিকে, পৃথক অভিযানে দামুড়হুদা থানা পুলিশ দামুড়হুদার মজারপোতা গ্রাম থেকে সোমবার সকালে গাঁজা সেবন অবস্থায় মজারপোতা গ্রামের মৃত হারেজ মন্ডলের ছেলে সাদেক আলীকে (৫০) আটক করে। তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান সাদেক আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। সাদেক আলী জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদায় ওষুধ ব্যবসায়ী ও গাঁজা সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপলোড টাইম : ০৫:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭

দামুড়হুদা প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দামুড়হুদা চ-িপুরের ন্যাশনাল ফার্মেসির মালিক ফারুক হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১১টার দিকে চন্ডিপুরে ফারুক হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান এই দ-াদেশ প্রদান করেন। দ-িত ফারুক হোসেন জরিমানার টাকা সাথে সাথে পরিশোধ করেন।
সূত্রে জানা গেছে, চন্ডিপুর গ্রামের কেরামত আলীর ছেলে ফারুক হোসেনের ন্যাশনাল ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে বলে অভিযোগ পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ রোববার রাতে ওই ওষুধের দোকানে অভিযান চালায়। দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ আলাদা করে জব্দ করা হয় এবং দোকান মালিক ফারুক হোসেনকে আটক করা হয়। বিষয়টি জানানো হয় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এলাকার লোকজন ও সাক্ষীদের সাথে কথা বলেন। দন্ডিত ফারুক হোসেন নিজেও স্বীকার করেন তিনি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করেন। সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে ফারুক হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। ফারুক হোসেন দন্ডের টাকা পরিশোধ করে মুক্তি পান। অপরদিকে, পৃথক অভিযানে দামুড়হুদা থানা পুলিশ দামুড়হুদার মজারপোতা গ্রাম থেকে সোমবার সকালে গাঁজা সেবন অবস্থায় মজারপোতা গ্রামের মৃত হারেজ মন্ডলের ছেলে সাদেক আলীকে (৫০) আটক করে। তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান সাদেক আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। সাদেক আলী জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।