ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দামুড়হুদায় আ.লীগের প্রার্থী নির্ধারণে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
  • / ২৯৮ বার পড়া হয়েছে

কেন্দ্র যাকেই নমিনেশন দেবে তার পক্ষে কাজ করতে হবে
দামুড়হুদা প্রতিবেদক: দামুড়হুদায় আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্ধারণের লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশিরা কেউ কাউকে ছাড় না দেয়ায় সমঝোতা ছাড়াই সভা শেষ করা হয়েছে। তবে কেন্দ্র যাকেই নমিনেশন দেবে তার পক্ষে এক হয়ে কাজ করতে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন নেতৃবৃন্দ। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ চত্তরে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক, মোশারফ হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজি শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু।
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল কুদ্দুস, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুল্লাহ বাহার, রবিউল হোসেন, শহিদুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি শহিদুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ২নং যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল আলম রান্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টার, দর্শনা নাগরিক ফোরামের সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য জাফর আলী, জেলা পরিষদ সদস্য দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শফিউল কবির ইউসুফ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, শাহ মোহা. এনামুল করীম ইনু, জেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাপু, আ.লীগ নেতা সেলিম উদ্দীন বগা, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক, সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকুসহ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভার শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের জন্য সকল পর্যায়ের নেতাকর্মীকে ধন্যবাদ জানানো হয়। সেই সাথে দলীয় শৃংখলার বিষয়টিও তুলে ধরা হয়। এরপর প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও বিশেষ অতিথি হাজি আলী আজগার টগর দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে গোপন কক্ষে বসেন এবং আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের পর্যায়ক্রমে সাক্ষাৎকার গ্রহন করেন। প্রথমেই মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশিদের গোপন কক্ষে ডাকা হয়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে সাবেক ভাইস চেয়ারম্যান রওশন আকবর লাইলী, সাবেক ইউপি সদস্য রাশিদা মমতাজ, বর্তমান ইউপি সদস্য সাহিদা সুলতানা শামীমা, দামুড়হুদা দশমীপাড়ার শিক্ষিকা সাহিদা খাতুন এবং দর্শনা পৌরসভার মহিলা কাউন্সিলর আম্বিয়া খাতুন ফুট্টুরী এই ৫ জন প্রার্থী আবেদনপত্র জমা দেন। এর মধ্যে আম্বিয়া খাতুন ফুট্টুরী উপস্থিত না থাকায় তার আবেদন বাতিল করা হয়। বাকি ৪ জনের মধ্যে ৩ জনের নাম প্রস্তাবের জন্য বলা হলে কেউ কাউকে ছাড় না দেয়ায় সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।
এরপর গোপন কক্ষে ডাকা হয় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. রফিকুল আলম রান্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবলীগ নেতা হযরত আলী এবং গোবিন্দপুরের আসাদুজ্জামান ওল্টু এই ৫ জন প্রার্থী আবেদনপত্র জমা দেন। ৫ জনের মধ্যে ৩ জনের নাম প্রস্তাবের জন্য বলা হলে কেউ কাউকে ছাড় না দেয়ায় সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। সর্বশেষ গোপন কক্ষে ডাকা হয় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাজি শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল কুদ্দুস, দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, এ্যাড. আলমগীর হোসেন এবং দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা এ্যাড. আবু তালেব এই ৭ জন প্রার্থী আবেদনপত্র জমা দেন। এরমধ্যে জাকারিয়া আলম উপস্থিত না থাকায় তার আবেদনটি বাতিল করা হয়। বাকি ৬ জনের মধ্যে ৩ জনের নাম প্রস্তাবের জন্য বলা হলে কেউ কাউকে ছাড় না দেয়ায় শেষমেষ সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। সাক্ষাতকার শেষে আবারও মঞ্চে উঠেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গোপন কক্ষে নেয়া সাক্ষাতকারের বিষয়টি উপস্থিত নেতৃবৃন্দের সামনে তুলে ধরে বলেন, সমঝোতার চেষ্টা করা হয়েছে। কিন্ত কেউ কাউকে ছাড় না দেয়ায় এক প্রকার ব্যর্থই হয়েছি বলতে হবে। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে ৩টি পদের জন্য ৩ জন করে মোট ৯ জনের নাম কেন্দ্রে পাঠানো হবে। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলের জন্য কার কেমন আবদান আছে তা বিবেচনায় নিয়েই কেন্দ্রে নাম পাঠানা হবে। এ ছাড়া মাঠ পর্যায়ে গ্রহনযোগ্যতার বিষয়টিও যাচাই করা হবে। তবে সর্বশেষ কথা হচ্ছে এই, কেন্দ্র যাকেই নমিনেশন দেবে তার পক্ষে সকলকে এক হয়ে কাজ করতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদায় আ.লীগের প্রার্থী নির্ধারণে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ১০:২৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯

কেন্দ্র যাকেই নমিনেশন দেবে তার পক্ষে কাজ করতে হবে
দামুড়হুদা প্রতিবেদক: দামুড়হুদায় আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্ধারণের লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশিরা কেউ কাউকে ছাড় না দেয়ায় সমঝোতা ছাড়াই সভা শেষ করা হয়েছে। তবে কেন্দ্র যাকেই নমিনেশন দেবে তার পক্ষে এক হয়ে কাজ করতে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন নেতৃবৃন্দ। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ চত্তরে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক, মোশারফ হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজি শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু।
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল কুদ্দুস, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুল্লাহ বাহার, রবিউল হোসেন, শহিদুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি শহিদুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ২নং যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল আলম রান্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টার, দর্শনা নাগরিক ফোরামের সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য জাফর আলী, জেলা পরিষদ সদস্য দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শফিউল কবির ইউসুফ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, শাহ মোহা. এনামুল করীম ইনু, জেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাপু, আ.লীগ নেতা সেলিম উদ্দীন বগা, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক, সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকুসহ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভার শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের জন্য সকল পর্যায়ের নেতাকর্মীকে ধন্যবাদ জানানো হয়। সেই সাথে দলীয় শৃংখলার বিষয়টিও তুলে ধরা হয়। এরপর প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও বিশেষ অতিথি হাজি আলী আজগার টগর দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে গোপন কক্ষে বসেন এবং আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের পর্যায়ক্রমে সাক্ষাৎকার গ্রহন করেন। প্রথমেই মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশিদের গোপন কক্ষে ডাকা হয়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে সাবেক ভাইস চেয়ারম্যান রওশন আকবর লাইলী, সাবেক ইউপি সদস্য রাশিদা মমতাজ, বর্তমান ইউপি সদস্য সাহিদা সুলতানা শামীমা, দামুড়হুদা দশমীপাড়ার শিক্ষিকা সাহিদা খাতুন এবং দর্শনা পৌরসভার মহিলা কাউন্সিলর আম্বিয়া খাতুন ফুট্টুরী এই ৫ জন প্রার্থী আবেদনপত্র জমা দেন। এর মধ্যে আম্বিয়া খাতুন ফুট্টুরী উপস্থিত না থাকায় তার আবেদন বাতিল করা হয়। বাকি ৪ জনের মধ্যে ৩ জনের নাম প্রস্তাবের জন্য বলা হলে কেউ কাউকে ছাড় না দেয়ায় সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।
এরপর গোপন কক্ষে ডাকা হয় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. রফিকুল আলম রান্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবলীগ নেতা হযরত আলী এবং গোবিন্দপুরের আসাদুজ্জামান ওল্টু এই ৫ জন প্রার্থী আবেদনপত্র জমা দেন। ৫ জনের মধ্যে ৩ জনের নাম প্রস্তাবের জন্য বলা হলে কেউ কাউকে ছাড় না দেয়ায় সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। সর্বশেষ গোপন কক্ষে ডাকা হয় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাজি শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল কুদ্দুস, দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, এ্যাড. আলমগীর হোসেন এবং দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা এ্যাড. আবু তালেব এই ৭ জন প্রার্থী আবেদনপত্র জমা দেন। এরমধ্যে জাকারিয়া আলম উপস্থিত না থাকায় তার আবেদনটি বাতিল করা হয়। বাকি ৬ জনের মধ্যে ৩ জনের নাম প্রস্তাবের জন্য বলা হলে কেউ কাউকে ছাড় না দেয়ায় শেষমেষ সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। সাক্ষাতকার শেষে আবারও মঞ্চে উঠেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গোপন কক্ষে নেয়া সাক্ষাতকারের বিষয়টি উপস্থিত নেতৃবৃন্দের সামনে তুলে ধরে বলেন, সমঝোতার চেষ্টা করা হয়েছে। কিন্ত কেউ কাউকে ছাড় না দেয়ায় এক প্রকার ব্যর্থই হয়েছি বলতে হবে। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে ৩টি পদের জন্য ৩ জন করে মোট ৯ জনের নাম কেন্দ্রে পাঠানো হবে। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলের জন্য কার কেমন আবদান আছে তা বিবেচনায় নিয়েই কেন্দ্রে নাম পাঠানা হবে। এ ছাড়া মাঠ পর্যায়ে গ্রহনযোগ্যতার বিষয়টিও যাচাই করা হবে। তবে সর্বশেষ কথা হচ্ছে এই, কেন্দ্র যাকেই নমিনেশন দেবে তার পক্ষে সকলকে এক হয়ে কাজ করতে হবে।