ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনা অনির্বাণ থিয়েটার নাটক মঞ্চস্থ করবে ভারতে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮
  • / ৩৮০ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দর্শনা অনির্বাণ থিয়েটারের একঝাঁক নাট্যকর্মী ভারতের তিনটি স্থানে জিষ্ণুযারা নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে। আগামী ৫ ডিসেম্বর দর্শনা সীমান্ত দিয়ে ভারতের কলকাতার উদ্দেশ্যে গমন করবেন জানা গেছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার অনির্বাণ থিয়েটার মঞ্চে ব্যাপক প্রস্তুতি ও নাটকের মহড়া দিতে দেখা যায়। দর্শনা অনির্বাণ থিয়েটারের ২৫ জন অভিনেতা ও কলা-কুশলীসহ ৩০ জনের একটি দল আগামী ৫ ডিসেম্বর ভারতে উদ্দেশ্যে রওনা হয়ে ৬ ডিসেম্বর কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় মঞ্চে ৭ ডিসেম্বর দমদম অজিতোশ মঞ্চ এবং ৮ ডিসেম্বর মহিত মিত্র মঞ্চে জিষ্ণুযারা নাটক পরিবেশন করে বাংলাদেশে ফিরে আসবে বলে অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক জানান। জিষ্ণুযারা নাটক সম্পর্কে নাটকের লেখক ও নাট্য নির্দেশক ও নাট্যজন আনোয়ার হোসেন বলেন- মুক্তিযুদ্ধ ও বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে এবং স্বাধীনতার ৩৭ বছর পরও এদেশে এখনো প্রভাবশালী রাজাকার ও তাদের সন্তানরা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে তা এই নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। রাজনীতিতে অর্থ ব্যবহার ও তার প্রভাবে সাধারণ মানুষের মধ্যে দেশত্ববোধকে মুছে ফেলা হচ্ছে এবং সঠিক নেতৃত্ব শূন্য করা হচ্ছে, এ সব বিষয়ে নিয়ে নাটকটি রচনা করা হয়েছে। এ নাটকের আবহ সংগীতে আছেন ইসরাইল হোসেন খান টিটো, প্রভাষক সায়মুল হক টিপু, মামুন আল রাজি, বাংলা ঢোলে খাইরুল ইসলাম, বাঁশিতে আব্দুর রহমান। লাইটিং করেছেন রেজাউল করিম ও আবুল হোসেন। অভিনয়ে হাসমত কবির, মাহবুবুর রহমান মুকুল, মিরাজ উদ্দিন, সাজ্জাদ হোসেন, শামীম আজাদ, সাব্বির আলিম, মিলন, লিটন, টিটন, হাবিবুর রহমান, চুমকি, স্বপ্না, জগনাথ, পপি, পূর্বা ও অপু।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনা অনির্বাণ থিয়েটার নাটক মঞ্চস্থ করবে ভারতে

আপলোড টাইম : ০৯:৩৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮

দর্শনা অফিস: দর্শনা অনির্বাণ থিয়েটারের একঝাঁক নাট্যকর্মী ভারতের তিনটি স্থানে জিষ্ণুযারা নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে। আগামী ৫ ডিসেম্বর দর্শনা সীমান্ত দিয়ে ভারতের কলকাতার উদ্দেশ্যে গমন করবেন জানা গেছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার অনির্বাণ থিয়েটার মঞ্চে ব্যাপক প্রস্তুতি ও নাটকের মহড়া দিতে দেখা যায়। দর্শনা অনির্বাণ থিয়েটারের ২৫ জন অভিনেতা ও কলা-কুশলীসহ ৩০ জনের একটি দল আগামী ৫ ডিসেম্বর ভারতে উদ্দেশ্যে রওনা হয়ে ৬ ডিসেম্বর কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় মঞ্চে ৭ ডিসেম্বর দমদম অজিতোশ মঞ্চ এবং ৮ ডিসেম্বর মহিত মিত্র মঞ্চে জিষ্ণুযারা নাটক পরিবেশন করে বাংলাদেশে ফিরে আসবে বলে অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক জানান। জিষ্ণুযারা নাটক সম্পর্কে নাটকের লেখক ও নাট্য নির্দেশক ও নাট্যজন আনোয়ার হোসেন বলেন- মুক্তিযুদ্ধ ও বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে এবং স্বাধীনতার ৩৭ বছর পরও এদেশে এখনো প্রভাবশালী রাজাকার ও তাদের সন্তানরা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে তা এই নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। রাজনীতিতে অর্থ ব্যবহার ও তার প্রভাবে সাধারণ মানুষের মধ্যে দেশত্ববোধকে মুছে ফেলা হচ্ছে এবং সঠিক নেতৃত্ব শূন্য করা হচ্ছে, এ সব বিষয়ে নিয়ে নাটকটি রচনা করা হয়েছে। এ নাটকের আবহ সংগীতে আছেন ইসরাইল হোসেন খান টিটো, প্রভাষক সায়মুল হক টিপু, মামুন আল রাজি, বাংলা ঢোলে খাইরুল ইসলাম, বাঁশিতে আব্দুর রহমান। লাইটিং করেছেন রেজাউল করিম ও আবুল হোসেন। অভিনয়ে হাসমত কবির, মাহবুবুর রহমান মুকুল, মিরাজ উদ্দিন, সাজ্জাদ হোসেন, শামীম আজাদ, সাব্বির আলিম, মিলন, লিটন, টিটন, হাবিবুর রহমান, চুমকি, স্বপ্না, জগনাথ, পপি, পূর্বা ও অপু।