ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনা অনির্বাণ থিয়েটার আয়োজনে ৮দিন ব্যাপী একুশে নাট্যমেলা চতুর্থ দিনে আলোচনা সভায় বক্তারা অনির্বান থিয়েটার বার বার বাংলা ভাষার ইতিহাস স্মরণ করিয়ে দেয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:২৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৩১০ বার পড়া হয়েছে

20170224_210038   দর্শনা অফিস: দর্শনা অনির্বাণ থিয়েটারের আয়োজনে “একুশের ঐক্যতানে বাঙ্গালী আজ বিশ্বমানে”এই স্লোগানে ৮দিন ব্যাপী একুশে নাট্যমেলার চতুর্থ দিনে নজরুল সংগীত ও নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা ও নাটক নীলাখ্যান মঞ্চস্থ হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় দর্শনা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশনার মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ভৈরবী শিল্পগোষ্ঠীরDSCN7566 পরিবেশনায় নজরুল সংগীত ও নৃত্যানুষ্ঠান। অনির্বান থিয়েটার কর্মি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আওয়াল হোসেনের সভাপতিত্বে রাত ৮টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মন্জু। অতিথি ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দর্শনা DSCN7585গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান। এছাড়া বিষয় ভিত্তিক আলোচক ছিলেন চলচ্চিত্র সমালোচক আব্দুস সবুর। এর আগে প্রধান অতিথি মাহফুজুর রহমান মন্জু বলেন একুশ আমাদের শিক্ষা দেয়, একুশের চেতনায় আমরা মহান স্বাধীনতা পেয়েছি। অতিথি নাজমুল হক স্বপন বলেন, একুশের চেতনায় স্বঅধীন হয়েছিলো এই দেশ। তাই আমাদের সবার সামাজিক দায়কদ্ধতা রয়েছে। নিজেদের কিভাবে সামাজিক 20170224_214632ও সাংস্কৃতি উন্নয়নে ব্রত করা যায় সেটা অর্নিবান থিয়েটারের এই আয়োজনই প্রশান করে। প্রধান আলোচক আব্দুস সবুর বলেন সিনেমা শুধু বিনোদনই নয়, সামাজিকভাবে বিভিন্ন বার্তা জনসাধারণের মাঝে পৌছে দেয়। আলোচনা শেষে ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় নাটক নীলাখ্যান মঞ্চস্থ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে ছিলেন ইসরাইল হোসেন খান, মিল্টন কুমার সাহা ও আব্দুর রহমান। আলোচনা শেষে ঢাকা মহাকাল নাট্যসম্প্রদায়ের পরিবেশনায় নাটক নীলাখ্যান পরিবেশিত হয়। নাটকটি রচনা করেন আনন জামান। নির্দেশনায় ইউসুফ হাসান অর্ক। নাটকে অভিনয় করেন তিন্নী, এ্যানী, রাসেল, বিথী, টুলু, রমা, বাবু, সুমন ও আরিফ। অনুষ্ঠান পরিচালনা করেন অনির্বাণের সদস্য মাহবুবুর রহমান মুকুল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনা অনির্বাণ থিয়েটার আয়োজনে ৮দিন ব্যাপী একুশে নাট্যমেলা চতুর্থ দিনে আলোচনা সভায় বক্তারা অনির্বান থিয়েটার বার বার বাংলা ভাষার ইতিহাস স্মরণ করিয়ে দেয়

আপলোড টাইম : ০৬:২৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭

20170224_210038   দর্শনা অফিস: দর্শনা অনির্বাণ থিয়েটারের আয়োজনে “একুশের ঐক্যতানে বাঙ্গালী আজ বিশ্বমানে”এই স্লোগানে ৮দিন ব্যাপী একুশে নাট্যমেলার চতুর্থ দিনে নজরুল সংগীত ও নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা ও নাটক নীলাখ্যান মঞ্চস্থ হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় দর্শনা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশনার মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ভৈরবী শিল্পগোষ্ঠীরDSCN7566 পরিবেশনায় নজরুল সংগীত ও নৃত্যানুষ্ঠান। অনির্বান থিয়েটার কর্মি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আওয়াল হোসেনের সভাপতিত্বে রাত ৮টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মন্জু। অতিথি ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দর্শনা DSCN7585গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান। এছাড়া বিষয় ভিত্তিক আলোচক ছিলেন চলচ্চিত্র সমালোচক আব্দুস সবুর। এর আগে প্রধান অতিথি মাহফুজুর রহমান মন্জু বলেন একুশ আমাদের শিক্ষা দেয়, একুশের চেতনায় আমরা মহান স্বাধীনতা পেয়েছি। অতিথি নাজমুল হক স্বপন বলেন, একুশের চেতনায় স্বঅধীন হয়েছিলো এই দেশ। তাই আমাদের সবার সামাজিক দায়কদ্ধতা রয়েছে। নিজেদের কিভাবে সামাজিক 20170224_214632ও সাংস্কৃতি উন্নয়নে ব্রত করা যায় সেটা অর্নিবান থিয়েটারের এই আয়োজনই প্রশান করে। প্রধান আলোচক আব্দুস সবুর বলেন সিনেমা শুধু বিনোদনই নয়, সামাজিকভাবে বিভিন্ন বার্তা জনসাধারণের মাঝে পৌছে দেয়। আলোচনা শেষে ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় নাটক নীলাখ্যান মঞ্চস্থ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে ছিলেন ইসরাইল হোসেন খান, মিল্টন কুমার সাহা ও আব্দুর রহমান। আলোচনা শেষে ঢাকা মহাকাল নাট্যসম্প্রদায়ের পরিবেশনায় নাটক নীলাখ্যান পরিবেশিত হয়। নাটকটি রচনা করেন আনন জামান। নির্দেশনায় ইউসুফ হাসান অর্ক। নাটকে অভিনয় করেন তিন্নী, এ্যানী, রাসেল, বিথী, টুলু, রমা, বাবু, সুমন ও আরিফ। অনুষ্ঠান পরিচালনা করেন অনির্বাণের সদস্য মাহবুবুর রহমান মুকুল।