ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনায় সড়ক দুর্ঘটনায় কেরুজ টাইম কিপার গুরুতর আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • / ১২৪ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনায় সড়ক দুর্ঘটনায় কেরুজ টাইম কিপার ইছাহাক আলী গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে একটি ক্লিনিকে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা দেখে ঢাকায় রেফার্ড করেছেন।
জানা গেছে, দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার বাসিন্দা মৃত হাজি কলিমুদ্দিনের ছেলে দর্শনা কেরুজ চিনিকলের টাইমকিপার বীর মুক্তিযোদ্ধা ইছাহাক আলী গত বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে কর্মস্থল হতে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির নিকট পৌঁছালে দর্শনা-দামুড়হুদা সড়ক পারাপার হওয়ার সময় দামুড়হুদা অভিমুখ হতে আসা একটি মোটরসাইকেল তাঁর সজোরে ধাক্কা দেয়। এতে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে সড়কের ওপর লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজনসহ পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। এরপর ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। এ সময় পরিবারের লোকজন খবর পেয়ে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে নেওয়ার পর চিকিৎসা প্রদানের এক পর্যায়ে রাতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
দর্শনা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক এস এম ওসমান জানান, আহত ইছাহাক আলী তাঁর বড় দুলাভাই। তিনি মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকার মোহাম্মদপুর শঙ্কর এলাকার আল মানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার তাঁর মাথায় অস্ত্রপোচার করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনায় সড়ক দুর্ঘটনায় কেরুজ টাইম কিপার গুরুতর আহত

আপলোড টাইম : ০৮:২৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০

দর্শনা অফিস:
দর্শনায় সড়ক দুর্ঘটনায় কেরুজ টাইম কিপার ইছাহাক আলী গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে একটি ক্লিনিকে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা দেখে ঢাকায় রেফার্ড করেছেন।
জানা গেছে, দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার বাসিন্দা মৃত হাজি কলিমুদ্দিনের ছেলে দর্শনা কেরুজ চিনিকলের টাইমকিপার বীর মুক্তিযোদ্ধা ইছাহাক আলী গত বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে কর্মস্থল হতে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির নিকট পৌঁছালে দর্শনা-দামুড়হুদা সড়ক পারাপার হওয়ার সময় দামুড়হুদা অভিমুখ হতে আসা একটি মোটরসাইকেল তাঁর সজোরে ধাক্কা দেয়। এতে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে সড়কের ওপর লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজনসহ পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। এরপর ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। এ সময় পরিবারের লোকজন খবর পেয়ে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে নেওয়ার পর চিকিৎসা প্রদানের এক পর্যায়ে রাতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
দর্শনা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক এস এম ওসমান জানান, আহত ইছাহাক আলী তাঁর বড় দুলাভাই। তিনি মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকার মোহাম্মদপুর শঙ্কর এলাকার আল মানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার তাঁর মাথায় অস্ত্রপোচার করা হবে।