ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনায় সন্ধ্যারাতে আবারও প্যাখিভ্যান ছিনতাই!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • / ১৪৮ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনা-হিজলগাড়ী সড়কে সন্ধ্যারাতে আবারও প্যাখিভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা-হিজলগাড়ী সড়কের আরাম ইটভাটা-সংলগ্ন পাকা সড়কের ওপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় ভ্যানচালক দৌঁড়ে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন।
জানা যায়, দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদি গ্রামের ক্যাম্পপাড়ার নাজমুল হোসেনের ছেলে মুন্না হোসেন (১৭) প্রতিদিনের ন্যায় গতকাল সকালের দিকে প্যাখিভ্যান নিয়ে ভাড়া মারতে আসে দর্শনায়। এ সময় দর্শনায় তিনজন অপরিচিত ব্যক্তি মুন্নার প্যাখিভ্যানটি সারা দিনের জন্য রিজার্ভ হিসেবে ভাড়া করে। অপরিচিত ওই তিন ব্যক্তি তক্ষক সাপ ধরার জন্য ভ্যানযোগে দর্শনার পৌর এলাকাসহ দর্শনা থানার বিভিন্ন স্থানে যায়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দর্শনা-হিজলগাড়ী সড়কের দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের শেষে কবরস্থান শেষে আরাম ইটভাটার সংলগ্ন পাকা সড়কের ওপর ভ্যানচালককে দাঁড়াতে বলে। পরে ভ্যানচালক মুন্না ভ্যান থামালে তারা মুন্নার ওপর মারমুখী হয়। এ সময় মুন্না ভাবগতি দেখে দৌঁড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায়। পরে ভ্যানচালক মুন্না দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়ায় এসে বেশ কয়েকজনকে ঘটনা বলেন। এছাড়া হল্ট স্টেশনে এসে আরও বেশ কয়েকজনকে ঘটনাটি জানায়।
এবিষয়ে প্যাখিভ্যানের মালিক পারকৃষ্ণপুর গ্রামের বাবু জানায়, ‘ভ্যান ছিনতাইয়ের বিষয়ে চালক মুন্না আমার বাড়িতে এসেছিল এবং ঘটনা সম্পর্কে আমাকে জানিয়েছে। আমি রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নকে বিষয়টি জানিয়েছি।’
এবিষয়ে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দ্দার জানান, ‘ভ্যান ছিনতাইয়ের ঘটনাটি ভ্যানের মালিক বাবু আমাকে বলেছে। আজ বিষয়টি চালককে নিয়ে ঘটনাস্থলে যাওয়া হবে।’
এবিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল বলেন, ‘এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। থানার এসআই শরিফুল আমাকে এ ধরনের একটি ঘটনার কথা বলেছে। তবে কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনায় সন্ধ্যারাতে আবারও প্যাখিভ্যান ছিনতাই!

আপলোড টাইম : ১০:০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০

দর্শনা অফিস:
দর্শনা-হিজলগাড়ী সড়কে সন্ধ্যারাতে আবারও প্যাখিভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা-হিজলগাড়ী সড়কের আরাম ইটভাটা-সংলগ্ন পাকা সড়কের ওপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় ভ্যানচালক দৌঁড়ে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন।
জানা যায়, দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদি গ্রামের ক্যাম্পপাড়ার নাজমুল হোসেনের ছেলে মুন্না হোসেন (১৭) প্রতিদিনের ন্যায় গতকাল সকালের দিকে প্যাখিভ্যান নিয়ে ভাড়া মারতে আসে দর্শনায়। এ সময় দর্শনায় তিনজন অপরিচিত ব্যক্তি মুন্নার প্যাখিভ্যানটি সারা দিনের জন্য রিজার্ভ হিসেবে ভাড়া করে। অপরিচিত ওই তিন ব্যক্তি তক্ষক সাপ ধরার জন্য ভ্যানযোগে দর্শনার পৌর এলাকাসহ দর্শনা থানার বিভিন্ন স্থানে যায়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দর্শনা-হিজলগাড়ী সড়কের দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের শেষে কবরস্থান শেষে আরাম ইটভাটার সংলগ্ন পাকা সড়কের ওপর ভ্যানচালককে দাঁড়াতে বলে। পরে ভ্যানচালক মুন্না ভ্যান থামালে তারা মুন্নার ওপর মারমুখী হয়। এ সময় মুন্না ভাবগতি দেখে দৌঁড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায়। পরে ভ্যানচালক মুন্না দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়ায় এসে বেশ কয়েকজনকে ঘটনা বলেন। এছাড়া হল্ট স্টেশনে এসে আরও বেশ কয়েকজনকে ঘটনাটি জানায়।
এবিষয়ে প্যাখিভ্যানের মালিক পারকৃষ্ণপুর গ্রামের বাবু জানায়, ‘ভ্যান ছিনতাইয়ের বিষয়ে চালক মুন্না আমার বাড়িতে এসেছিল এবং ঘটনা সম্পর্কে আমাকে জানিয়েছে। আমি রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নকে বিষয়টি জানিয়েছি।’
এবিষয়ে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দ্দার জানান, ‘ভ্যান ছিনতাইয়ের ঘটনাটি ভ্যানের মালিক বাবু আমাকে বলেছে। আজ বিষয়টি চালককে নিয়ে ঘটনাস্থলে যাওয়া হবে।’
এবিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল বলেন, ‘এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। থানার এসআই শরিফুল আমাকে এ ধরনের একটি ঘটনার কথা বলেছে। তবে কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’