ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যাকাণ্ড মামলার ৩ আসামির বিরুদ্ধে বাদীপক্ষের লোকজনকে হুমকির অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • / ১৯২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যাকাণ্ডের ঘটনায় বাদী পক্ষের লোকজনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন আসামির বিরুদ্ধে। ১৩ জানুয়ারি সোমবার উচ্চআদালত থেকে ওই তিন আসামি জামিনে বের হয়ে বাদী পক্ষের লোকজনকে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার পর গত শনিবার দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিহত পল্টুর ভাই মইনুদ্দিন ওরফে মণ্টু।
জানা যায়, গত বছরের ২৩ আগস্ট দর্শনা পুরাতন বাজার রেল ইয়ার্ডে যুবলীগ কর্মী পল্টুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনা মামলার এজাহারভুক্ত সাত আসামি ১৩ জানুয়ারি উচ্চআদালতে জামিন আবেদন করলে তোতা, বাংলা ও আশিকের জামিন মঞ্জুর করেন আদালত। জামিনে ছাড়া পেয়ে তাঁরা বাদী পক্ষের লোকজনকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন নিহত পল্টুর পরিবারের লোকজন। পরে গত শনিবার নিহত পল্টুর ভাই মণ্টু দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
উল্লেখ্য, গত বছরের ২৩ আগস্ট দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত. আব্দুর রউফের ছেলে যুবলীগ কর্মী নঈমউদ্দিন আহম্মেদ পল্টুকে (৩৫) লোহার রড দিয়ে নৃশংসভাবে খুঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন নিহত পল্টুর বড় ভাই মঈনউদ্দীন মণ্টু বাদী হয়ে সাতজনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যাকাণ্ড মামলার ৩ আসামির বিরুদ্ধে বাদীপক্ষের লোকজনকে হুমকির অভিযোগ

আপলোড টাইম : ০৯:২৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০

সমীকরণ প্রতিবেদন:
দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যাকাণ্ডের ঘটনায় বাদী পক্ষের লোকজনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন আসামির বিরুদ্ধে। ১৩ জানুয়ারি সোমবার উচ্চআদালত থেকে ওই তিন আসামি জামিনে বের হয়ে বাদী পক্ষের লোকজনকে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার পর গত শনিবার দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিহত পল্টুর ভাই মইনুদ্দিন ওরফে মণ্টু।
জানা যায়, গত বছরের ২৩ আগস্ট দর্শনা পুরাতন বাজার রেল ইয়ার্ডে যুবলীগ কর্মী পল্টুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনা মামলার এজাহারভুক্ত সাত আসামি ১৩ জানুয়ারি উচ্চআদালতে জামিন আবেদন করলে তোতা, বাংলা ও আশিকের জামিন মঞ্জুর করেন আদালত। জামিনে ছাড়া পেয়ে তাঁরা বাদী পক্ষের লোকজনকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন নিহত পল্টুর পরিবারের লোকজন। পরে গত শনিবার নিহত পল্টুর ভাই মণ্টু দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
উল্লেখ্য, গত বছরের ২৩ আগস্ট দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত. আব্দুর রউফের ছেলে যুবলীগ কর্মী নঈমউদ্দিন আহম্মেদ পল্টুকে (৩৫) লোহার রড দিয়ে নৃশংসভাবে খুঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন নিহত পল্টুর বড় ভাই মঈনউদ্দীন মণ্টু বাদী হয়ে সাতজনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা করেন।