ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনায় মাদক ব্যবসায়ী দম্পতির আত্মসমর্পণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • / ২৮৭ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায় পুনরায় জড়ালে কঠোর ব্যবস্থা : এসপি জাহিদ
সমীকরণ প্রতিবেদক:
দর্শনার রাঙ্গিয়ারপোতা নতুন পাড়ার মাদক ব্যবসায়ী দম্পত্তি আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীরা হলেন নবগঠিত দর্শনা থানাধীন রাঙ্গিয়াপোতা নতুনপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সোনা মিয়া (৩৮) ও তাঁর স্ত্রী মোছা. ঝরনা বেগম। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট আত্মসমর্পণ করেন।
জানা যায়, সোনা মিয়া ও তাঁর স্ত্রী ঝরনা বেগম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সোনা মিয়ার নামে পাঁচটি মাদক মামলা বিচারধীন আছে। তাঁদের সংসার জীবনে সোহান হোসেন (১৮), সোহাগ হোসেন (১৫), সোহরাব হোসেন (৪) ও স্বাধীন হোসেন (২) নামের চারটি পুত্রসন্তান রয়েছে। তাঁদের ছেলেরা বড় হয়ে বুঝতে শিখেছে মাদক ব্যবসা করা ঠিক না। ফলে ছেলেদের কথা এবং বর্তমান মাদকবিরোধী অভিযানের তৎপরতা অনুধাবন করে সোনা মিয়া ও তাঁর স্ত্রী স্বাভাবিক জীবনে ফিরে আশার সিদ্ধান্ত নেন। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সোনা মিয়া ও তাঁর পরিবার চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট হাজির হয়ে তাঁরা আর কখনো মাদকের সঙ্গে জড়িত না হওয়ার প্রতিজ্ঞা পূর্বক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসপি জাহিদুল ইসলামের হস্তক্ষেপে পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরে আশার সুযোগ পেল।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোনা মিয়া দম্পতির মতো মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আশার আহ্বান জানান। এছাড়াও তিনি কঠোর হুঁশিয়ারী দিয়ে বলেন, যেসব মাদক ব্যবসায়ী ইতিমধ্যে আত্মসমর্পণ করেছেন, তাঁদেরকে নিরক্ষণে রাখা হয়েছে। কোনো আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী পুনরায় মাদক ব্যবসায় জড়িত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনায় মাদক ব্যবসায়ী দম্পতির আত্মসমর্পণ

আপলোড টাইম : ১০:১৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০

মাদক ব্যবসায় পুনরায় জড়ালে কঠোর ব্যবস্থা : এসপি জাহিদ
সমীকরণ প্রতিবেদক:
দর্শনার রাঙ্গিয়ারপোতা নতুন পাড়ার মাদক ব্যবসায়ী দম্পত্তি আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীরা হলেন নবগঠিত দর্শনা থানাধীন রাঙ্গিয়াপোতা নতুনপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সোনা মিয়া (৩৮) ও তাঁর স্ত্রী মোছা. ঝরনা বেগম। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট আত্মসমর্পণ করেন।
জানা যায়, সোনা মিয়া ও তাঁর স্ত্রী ঝরনা বেগম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সোনা মিয়ার নামে পাঁচটি মাদক মামলা বিচারধীন আছে। তাঁদের সংসার জীবনে সোহান হোসেন (১৮), সোহাগ হোসেন (১৫), সোহরাব হোসেন (৪) ও স্বাধীন হোসেন (২) নামের চারটি পুত্রসন্তান রয়েছে। তাঁদের ছেলেরা বড় হয়ে বুঝতে শিখেছে মাদক ব্যবসা করা ঠিক না। ফলে ছেলেদের কথা এবং বর্তমান মাদকবিরোধী অভিযানের তৎপরতা অনুধাবন করে সোনা মিয়া ও তাঁর স্ত্রী স্বাভাবিক জীবনে ফিরে আশার সিদ্ধান্ত নেন। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সোনা মিয়া ও তাঁর পরিবার চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট হাজির হয়ে তাঁরা আর কখনো মাদকের সঙ্গে জড়িত না হওয়ার প্রতিজ্ঞা পূর্বক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসপি জাহিদুল ইসলামের হস্তক্ষেপে পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরে আশার সুযোগ পেল।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোনা মিয়া দম্পতির মতো মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আশার আহ্বান জানান। এছাড়াও তিনি কঠোর হুঁশিয়ারী দিয়ে বলেন, যেসব মাদক ব্যবসায়ী ইতিমধ্যে আত্মসমর্পণ করেছেন, তাঁদেরকে নিরক্ষণে রাখা হয়েছে। কোনো আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী পুনরায় মাদক ব্যবসায় জড়িত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।