ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনায় বাড়িঘর ভাংচুর : লক্ষাধিক টাকার ক্ষতি!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮
  • / ৩০৮ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকা শ্যামপুর গ্রামের ক্যাম্প পাড়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শ্যামপুর ক্যাম্প পাড়ার আবুল কাশেমের সাথে একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মিজার সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে উভয়ের মধ্যে মনমালিন্য চলছিলো। এর এক পর্যায়ে শনিবার সকালে হঠাৎ মিজা কাশেমের বাড়িতে এসে বাড়ির সকলকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, আর তার সামনে আসলে কুপিয়ে মারারা হুমকি দেয়। এ সময় বাড়িতে উপস্থিত থাকা কাশেমের স্ত্রী চায়না ও ছেলে রায়হানকে হুমকি প্রদান করে এবং মারধর করে। এরপর রুমে ঢুকে রুমের সকল আসবাবপত্র ও দেশীয় অস্ত্র লাঠি সোটা দিয়ে বাড়ি ভাংচুর করে বাইরে ছুড়ে ফেলে দেয়। ঘটনার পর কাশেমের ছেলে রায়হান সাংবাদিকদের জানান, তাদের যে সকল আসবাবপত্রসহ বাড়ি ঘড় ভাঙচুর হয়েছে তার ক্ষতিপূরণসহ তাদের উপযুক্ত শাস্তির দাবী জানায়। রায়হান বলেন, মিজা আমাদের মেরে ফেলার হুমকি দেয় এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ হয়নি। উল্লেখ্য, এর আগেও একবার এ ধরনের ঘটনা ঘটে। তখন বিষয়টি কাশেমসহ কয়েকজন ব্যক্তি দর্শনা পৌর মেয়রকে জানান। পৌর মেয়র বিষয়টি দেখবে বলেন কয়েকদিন পর সালিশ বসারও কথা বলেন। কিন্তু সে সময় আসার আগেই আবারো তাদের উপর হামলা হয়েছে। এ ঘটনার পর রাত ৮টার দিকে চায়না খাতুন বাদী হয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনায় বাড়িঘর ভাংচুর : লক্ষাধিক টাকার ক্ষতি!

আপলোড টাইম : ১০:০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮

দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকা শ্যামপুর গ্রামের ক্যাম্প পাড়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শ্যামপুর ক্যাম্প পাড়ার আবুল কাশেমের সাথে একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মিজার সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে উভয়ের মধ্যে মনমালিন্য চলছিলো। এর এক পর্যায়ে শনিবার সকালে হঠাৎ মিজা কাশেমের বাড়িতে এসে বাড়ির সকলকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, আর তার সামনে আসলে কুপিয়ে মারারা হুমকি দেয়। এ সময় বাড়িতে উপস্থিত থাকা কাশেমের স্ত্রী চায়না ও ছেলে রায়হানকে হুমকি প্রদান করে এবং মারধর করে। এরপর রুমে ঢুকে রুমের সকল আসবাবপত্র ও দেশীয় অস্ত্র লাঠি সোটা দিয়ে বাড়ি ভাংচুর করে বাইরে ছুড়ে ফেলে দেয়। ঘটনার পর কাশেমের ছেলে রায়হান সাংবাদিকদের জানান, তাদের যে সকল আসবাবপত্রসহ বাড়ি ঘড় ভাঙচুর হয়েছে তার ক্ষতিপূরণসহ তাদের উপযুক্ত শাস্তির দাবী জানায়। রায়হান বলেন, মিজা আমাদের মেরে ফেলার হুমকি দেয় এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ হয়নি। উল্লেখ্য, এর আগেও একবার এ ধরনের ঘটনা ঘটে। তখন বিষয়টি কাশেমসহ কয়েকজন ব্যক্তি দর্শনা পৌর মেয়রকে জানান। পৌর মেয়র বিষয়টি দেখবে বলেন কয়েকদিন পর সালিশ বসারও কথা বলেন। কিন্তু সে সময় আসার আগেই আবারো তাদের উপর হামলা হয়েছে। এ ঘটনার পর রাত ৮টার দিকে চায়না খাতুন বাদী হয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ করেছেন।