ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনার সদাবরি মাঠে চার ভুয়া পুলিশ আটক!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
  • / ১৪৮ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে চার ভুয়া পুলিশকে আটক করেছে। গত শনিবার মধ্যরাতে দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি মাঠে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে। আটককৃতরা হলেন- কুড়ুলগাছি গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মাসুদ রান (৩৫), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে মানিক (২২), হাবিবুর রহমানের ছেলে ইকরামুল হক (২০) ও দর্শনা হঠাৎপাড়ার রানা বিশ্বাস (৩৫)।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি মাঠের মধ্যে রাস্তার ওপর কয়েকজন দুষ্কৃতিকারী অবস্থান করছে। তাঁরা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে পথচারীদের গতিরোধ করে তাদের চেক করছে। এসময় থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযানে পাঠালে তিনি তাঁদেরকে আটক করতে সক্ষম হয়।’ এদিকে, গতকালই আটককৃতদের বিরুদ্ধে উদ্দেশ্য সাধনকল্পে পরিকল্পিতভাবে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করার অপরাধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনার সদাবরি মাঠে চার ভুয়া পুলিশ আটক!

আপলোড টাইম : ১১:০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০

দর্শনা অফিস:
দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে চার ভুয়া পুলিশকে আটক করেছে। গত শনিবার মধ্যরাতে দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি মাঠে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে। আটককৃতরা হলেন- কুড়ুলগাছি গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মাসুদ রান (৩৫), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে মানিক (২২), হাবিবুর রহমানের ছেলে ইকরামুল হক (২০) ও দর্শনা হঠাৎপাড়ার রানা বিশ্বাস (৩৫)।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি মাঠের মধ্যে রাস্তার ওপর কয়েকজন দুষ্কৃতিকারী অবস্থান করছে। তাঁরা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে পথচারীদের গতিরোধ করে তাদের চেক করছে। এসময় থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযানে পাঠালে তিনি তাঁদেরকে আটক করতে সক্ষম হয়।’ এদিকে, গতকালই আটককৃতদের বিরুদ্ধে উদ্দেশ্য সাধনকল্পে পরিকল্পিতভাবে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করার অপরাধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।