ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনার রিয়াদ আবাসিক হোটেলে ঢোকার গোপন সুড়ঙ্গ পথ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • / ১৩৭২ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দর্শনা রিয়াদ আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের। ইতোমধ্যে, বেশ কয়েকবার হোটেল থেকে অনৈতিক কাজের সময় কয়েকজনকে আটকও করে স্থানীয়রা। দামুড়হুদার দর্শনা হল্ট স্টেশন সংলগ্ন বহুল আলোচিত আবাসিক হোটেল রিয়াদে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েনের নির্দেশে এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই লাভলু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। পুলিশ আবাসিক হোটেলের প্রধান গেটের সামনে গিয়ে বিভ্রান্তিতে পড়ে যায় বাইরে থেকে তালাবদ্ধ দেখে। আবাসিক হোটেলের পাশেই রয়েছে একই মালিকের রিয়াদ খাবার হোটেল। পরে খাবার হোটেলের সামনে যায় পুলিশ। এসময় অভিযানের জন্য পুলিশ আবাসিক হোটেলের গেইট খুলতে বললে, হোটেল মালিক শাহিন তার খাবার হোটেলের ভিতর দিয়ে সুড়ঙ্গ পা পথে আবাসিক হোটেলের মধ্যে নিয়ে যায়। যে পথটি পুলিশেরও অজানা ছিলো। অভিযান শেষে অবশ্য কাউকে না পেয়ে ওই গোপন পা রাস্তা দিয়ে বের হয়ে আসে পুলিশ।
এদিকে, অভিযানের খবর পেয়ে সাংবাদিক দায়িত্ব পালনের জন্য খাবার হোটেলে গিয়ে হোটেল মালিক শাহিনের ছোট ভাই তুহিনকে এ অভিযানের বিষয়ে জিজ্ঞাসা করলে তুহিন বলেন, পুলিশ এসেছিলো, চলে গেছে। খাবার হোটেলের ভিতর দিয়ে আবাসিক হোটেলে প্রবেশের রাস্তার কথাও অস্বীকার করেন তিনি। সাংবাদিকের সাথে এ মিথ্যা ও বিভ্রান্তিমুলক কথা বলার কারণে সন্দেহের সৃষ্টি হয়েছে সাংবাদিক ও স্থানীয় জনগনের মধ্যে।
স্থানীয় জনগণ ও পুলিশের ধারণা, পুলিশ যখন আবাসিক হোটেলের মেইন গেটে যায়, ঠিক তখনই চতুর হোটেল ব্যবসায়ী শাহিন পুলিশের উপস্থিতি টের পেয়ে খাবার হোটেলের ভিতর ওই গোপন রাস্তা দিয়ে অপকর্মকারীদের বের করে দিয়েছে। এছাড়া জনশ্রুতি রয়েছে, বিভিন্ন ধরনের অনৈতিক কাজের জন্য রিয়াদ আবাসিক হোটেল উপযুক্ত স্থান। স্থানীয়রা জানায়, রিয়াদ আবাসিক হোটেলে বিগত দিনে এ ধরনের অনৈতিক কাজের সময় হাতেনাতে কয়েকজন আটকও হয়েছে। তবুও টাকার গরম দেখিয়ে সবাইকে ম্যানেজ করে থাকে হোটেল মালিক শাহিন ও তার ভাই তুহিন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনার রিয়াদ আবাসিক হোটেলে ঢোকার গোপন সুড়ঙ্গ পথ!

আপলোড টাইম : ১১:০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭

দর্শনা অফিস: দর্শনা রিয়াদ আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের। ইতোমধ্যে, বেশ কয়েকবার হোটেল থেকে অনৈতিক কাজের সময় কয়েকজনকে আটকও করে স্থানীয়রা। দামুড়হুদার দর্শনা হল্ট স্টেশন সংলগ্ন বহুল আলোচিত আবাসিক হোটেল রিয়াদে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েনের নির্দেশে এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই লাভলু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। পুলিশ আবাসিক হোটেলের প্রধান গেটের সামনে গিয়ে বিভ্রান্তিতে পড়ে যায় বাইরে থেকে তালাবদ্ধ দেখে। আবাসিক হোটেলের পাশেই রয়েছে একই মালিকের রিয়াদ খাবার হোটেল। পরে খাবার হোটেলের সামনে যায় পুলিশ। এসময় অভিযানের জন্য পুলিশ আবাসিক হোটেলের গেইট খুলতে বললে, হোটেল মালিক শাহিন তার খাবার হোটেলের ভিতর দিয়ে সুড়ঙ্গ পা পথে আবাসিক হোটেলের মধ্যে নিয়ে যায়। যে পথটি পুলিশেরও অজানা ছিলো। অভিযান শেষে অবশ্য কাউকে না পেয়ে ওই গোপন পা রাস্তা দিয়ে বের হয়ে আসে পুলিশ।
এদিকে, অভিযানের খবর পেয়ে সাংবাদিক দায়িত্ব পালনের জন্য খাবার হোটেলে গিয়ে হোটেল মালিক শাহিনের ছোট ভাই তুহিনকে এ অভিযানের বিষয়ে জিজ্ঞাসা করলে তুহিন বলেন, পুলিশ এসেছিলো, চলে গেছে। খাবার হোটেলের ভিতর দিয়ে আবাসিক হোটেলে প্রবেশের রাস্তার কথাও অস্বীকার করেন তিনি। সাংবাদিকের সাথে এ মিথ্যা ও বিভ্রান্তিমুলক কথা বলার কারণে সন্দেহের সৃষ্টি হয়েছে সাংবাদিক ও স্থানীয় জনগনের মধ্যে।
স্থানীয় জনগণ ও পুলিশের ধারণা, পুলিশ যখন আবাসিক হোটেলের মেইন গেটে যায়, ঠিক তখনই চতুর হোটেল ব্যবসায়ী শাহিন পুলিশের উপস্থিতি টের পেয়ে খাবার হোটেলের ভিতর ওই গোপন রাস্তা দিয়ে অপকর্মকারীদের বের করে দিয়েছে। এছাড়া জনশ্রুতি রয়েছে, বিভিন্ন ধরনের অনৈতিক কাজের জন্য রিয়াদ আবাসিক হোটেল উপযুক্ত স্থান। স্থানীয়রা জানায়, রিয়াদ আবাসিক হোটেলে বিগত দিনে এ ধরনের অনৈতিক কাজের সময় হাতেনাতে কয়েকজন আটকও হয়েছে। তবুও টাকার গরম দেখিয়ে সবাইকে ম্যানেজ করে থাকে হোটেল মালিক শাহিন ও তার ভাই তুহিন।