ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দফায় দফায় সংঘর্ষ : দুই নারীসহ আহত-৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৬২ বার পড়া হয়েছে

মাখালডাঙ্গায় বাড়ি নির্মাণ ও গরুর খুটি পোতাকে কেন্দ্র করে
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের পৈতৃক জমিতে বাড়ি নির্মাণ ও গরুর খুটি পোতাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের হামলায় দুই নারীসহ তিনজন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে প্রথম দফায় সংঘর্ষ হলেও পরে ঘন্টা খানেক পরে আবার পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার মাসুদ রানার স্ত্রী লতিফা খাতুন (২৫) ও তার শাশুড়ি হাওয়া খাতুন (৬০)। অপর পক্ষের একই এলাকার মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে আব্দুর রব বিশ্বাস (৫৫)।
আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, মাখালডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার মৃত মুলুক চাঁদের ছেলে মাদার আলী বিশ্বাস নিজের ৭ কাঠা জমি ৪ মেয়ে ও ৬ ছেলেদের মাঝে ভাগভাগি না করে ৩৫ বছর আগে মারা যায়। বেশ কয়েকদিন আগে মৃত মাদার আলী বিশ্বাসের মেজো ছেলে আব্দুর রব ওই জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতি নেয়। এই নিয়ে ৬ ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই নিয়ে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রথম দফায় সংঘর্ষ হয়। এতে হাওয়া খাতুন ও লতিফা খাতুন গুরুত্বর জখম হয়।
তারা এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন, এই জমিতে গরুর খুটি পোতা ও বাড়ি করাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর ২টার দিকে আমাদের বাড়ি আব্দুর রবের ছেলে আব্বাস, ইউনুস আলীর দুই ছেলে জাহাঙ্গীর ও আসাবুল হক খোকা এবং খোকার ছেলে শাকিল আমাদের বাশ দিয়ে পিটিয়ে ও মাটিতে ফেলে পা দিয়ে দলিয়ে মারধর করেছে। আমাদের জামা কাপড় ও ছিড়ে দেয়।
এদিকে অপরপক্ষের আহত আব্দুর রব বিশ্বাস পাল্টাপাল্টি অভিযোগ করে বলেন, ওই জমিতে রকিবের ছেলে নবাব বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। এই নিয়ে দুপুর ২টা দিকে উভয়পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘন্টা খানেক পর মিমাংসার জন্য রশিদের ছেলে মাসুদ আমাকে ডেকে সাইকেলযোগে নিয়ে যায়। সেখানে গিয়ে মাসুদ, নবাব, রেজাউল, রাজিব, রাশেদুলসহ কয়েকজন আমাকে মিমাংসার কথা বলে বেধড়ক মারপিট করে। এই নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
সদর থানার এসআই হুমায়ুন বলেন, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তিনি আরও বলেন, জমিজমা নিয়ে মঙ্গলবার দুপুরে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছে। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরকম পরিস্থিতি না ঘটে এই জন্য আমরা সতর্ক রয়েছি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি থানায়। অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায় এই কর্মকর্তা। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত একপক্ষ থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দফায় দফায় সংঘর্ষ : দুই নারীসহ আহত-৩

আপলোড টাইম : ১১:৩০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯

মাখালডাঙ্গায় বাড়ি নির্মাণ ও গরুর খুটি পোতাকে কেন্দ্র করে
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের পৈতৃক জমিতে বাড়ি নির্মাণ ও গরুর খুটি পোতাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের হামলায় দুই নারীসহ তিনজন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে প্রথম দফায় সংঘর্ষ হলেও পরে ঘন্টা খানেক পরে আবার পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার মাসুদ রানার স্ত্রী লতিফা খাতুন (২৫) ও তার শাশুড়ি হাওয়া খাতুন (৬০)। অপর পক্ষের একই এলাকার মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে আব্দুর রব বিশ্বাস (৫৫)।
আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, মাখালডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার মৃত মুলুক চাঁদের ছেলে মাদার আলী বিশ্বাস নিজের ৭ কাঠা জমি ৪ মেয়ে ও ৬ ছেলেদের মাঝে ভাগভাগি না করে ৩৫ বছর আগে মারা যায়। বেশ কয়েকদিন আগে মৃত মাদার আলী বিশ্বাসের মেজো ছেলে আব্দুর রব ওই জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতি নেয়। এই নিয়ে ৬ ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই নিয়ে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রথম দফায় সংঘর্ষ হয়। এতে হাওয়া খাতুন ও লতিফা খাতুন গুরুত্বর জখম হয়।
তারা এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন, এই জমিতে গরুর খুটি পোতা ও বাড়ি করাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর ২টার দিকে আমাদের বাড়ি আব্দুর রবের ছেলে আব্বাস, ইউনুস আলীর দুই ছেলে জাহাঙ্গীর ও আসাবুল হক খোকা এবং খোকার ছেলে শাকিল আমাদের বাশ দিয়ে পিটিয়ে ও মাটিতে ফেলে পা দিয়ে দলিয়ে মারধর করেছে। আমাদের জামা কাপড় ও ছিড়ে দেয়।
এদিকে অপরপক্ষের আহত আব্দুর রব বিশ্বাস পাল্টাপাল্টি অভিযোগ করে বলেন, ওই জমিতে রকিবের ছেলে নবাব বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। এই নিয়ে দুপুর ২টা দিকে উভয়পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘন্টা খানেক পর মিমাংসার জন্য রশিদের ছেলে মাসুদ আমাকে ডেকে সাইকেলযোগে নিয়ে যায়। সেখানে গিয়ে মাসুদ, নবাব, রেজাউল, রাজিব, রাশেদুলসহ কয়েকজন আমাকে মিমাংসার কথা বলে বেধড়ক মারপিট করে। এই নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
সদর থানার এসআই হুমায়ুন বলেন, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তিনি আরও বলেন, জমিজমা নিয়ে মঙ্গলবার দুপুরে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছে। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরকম পরিস্থিতি না ঘটে এই জন্য আমরা সতর্ক রয়েছি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি থানায়। অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায় এই কর্মকর্তা। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত একপক্ষ থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।