ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

থানায় তলব করা হতে পারে আদিত্য চোপড়াকে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
  • / ১৯০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পেছনে পেশাগত কোনো শত্রুতা রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। ইতোমধ্যে এ বিষয়ে প্রায় ১৪ জনের জবানবন্দি নিয়েছে মুম্বাই পুলিশ। এদিকে সুশান্তের মৃত্যুর ঘটনায় যশরাজ ফিল্মসের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়াকে জবানবন্দির জন্য থানায় তলব করা হতে পারে। এবিপি লাইভ এই তথ্য জানিয়েছে। এর আগে ইন্ডিয়া টুডে জানায়, যশরাজ ফিল্মসের কাছ থেকে সুশান্তের সঙ্গে চুক্তির কাগজ চেয়েছে মুম্বাই পুলিশ। এই অভিনেতার সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির ঠিক কী ধরনের চুক্তি ছিল তা খতিয়ে দেখতেই কাগজগুলো চাওয়া হয়েছে।
যশরাজ ফিল্মসের তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সুশান্ত। এর মধ্যে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ও ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। কিন্তু ‘পানি’ নামে তৃতীয় সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। সিনেমাটির জন্য সুশান্ত কয়েকমাস প্রস্তুতিও নিয়েছিলেন। জানা যায়, এই সিনেমার জন্য সঞ্জয় লীলা বানসালির ‘রাম লীলা’ ও যশরাজ ফিল্মসের ‘বেফিকর’ সিনেমা ছেড়ে দিয়েছিলেন সুশান্ত। সুশান্তের আত্মহত্যার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার ভক্তরা। পেশাগত দিক থেকে নানা চাপে সুশান্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন তারা। অভিযোগ উঠেছে নির্মাতা করণ, সঞ্জয় লীলা বানসালি, একতা কাপুর, অভিনেতা সালমান খান, প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের বিরুদ্ধে। এরপরই সুশান্তের আত্মহত্যার পেছনে কোনো পেশাগত কারণ রয়েছে কিনা তা তদন্ত করার নির্দেশ দেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

থানায় তলব করা হতে পারে আদিত্য চোপড়াকে

আপলোড টাইম : ০৯:০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পেছনে পেশাগত কোনো শত্রুতা রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। ইতোমধ্যে এ বিষয়ে প্রায় ১৪ জনের জবানবন্দি নিয়েছে মুম্বাই পুলিশ। এদিকে সুশান্তের মৃত্যুর ঘটনায় যশরাজ ফিল্মসের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়াকে জবানবন্দির জন্য থানায় তলব করা হতে পারে। এবিপি লাইভ এই তথ্য জানিয়েছে। এর আগে ইন্ডিয়া টুডে জানায়, যশরাজ ফিল্মসের কাছ থেকে সুশান্তের সঙ্গে চুক্তির কাগজ চেয়েছে মুম্বাই পুলিশ। এই অভিনেতার সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির ঠিক কী ধরনের চুক্তি ছিল তা খতিয়ে দেখতেই কাগজগুলো চাওয়া হয়েছে।
যশরাজ ফিল্মসের তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সুশান্ত। এর মধ্যে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ও ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। কিন্তু ‘পানি’ নামে তৃতীয় সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। সিনেমাটির জন্য সুশান্ত কয়েকমাস প্রস্তুতিও নিয়েছিলেন। জানা যায়, এই সিনেমার জন্য সঞ্জয় লীলা বানসালির ‘রাম লীলা’ ও যশরাজ ফিল্মসের ‘বেফিকর’ সিনেমা ছেড়ে দিয়েছিলেন সুশান্ত। সুশান্তের আত্মহত্যার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার ভক্তরা। পেশাগত দিক থেকে নানা চাপে সুশান্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন তারা। অভিযোগ উঠেছে নির্মাতা করণ, সঞ্জয় লীলা বানসালি, একতা কাপুর, অভিনেতা সালমান খান, প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের বিরুদ্ধে। এরপরই সুশান্তের আত্মহত্যার পেছনে কোনো পেশাগত কারণ রয়েছে কিনা তা তদন্ত করার নির্দেশ দেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।