ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

তেড়ে আসলি তাড়িয়ে ঘরে তুলে দিতিও আমরা জানি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৩৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮
  • / ৩৫৮ বার পড়া হয়েছে

দামুড়হুদায় ১৪ দলীয় ঐক্যজোটের কর্মী সমাবেশে হুইপ ছেলুন
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা বিরোধী শক্তি আজও দমন করা সম্ভব হয়নি। তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এখন সময় সকলে এক হয়ে তাদের প্রতিহত করার। ঐক্যবদ্ধ না হলে অত্যাচারিত হতে হবে। ওদের মনে করিয়ে দিতে হবে- তেড়ে আসলি তাড়িয়ে ঘরে তুলে দিতিও আমরা জানি। বেশি বাড়াবাড়ি করা যাবে না। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ১৪ দলীয় ঐক্যজোটের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
গতকাল সোমবার বিকাল ৪টায় দামুড়হুদা উপজেলা ডাক বাংলো চত্ত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন বলেন, ‘পিতার স্বপ্ন পূরণে ও দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। আর এভাবেই দেশ যখন এগিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ দু’বেলা দু’মুঠো ভাত খাচ্ছে, শান্তিতে ঘুমাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’
নেতা কর্মীদের উদ্দেশ্যে জেলা আ.লীগ সভাপতি বলেন, ‘বাস্তবতাকে স্কীকার করতে হবে। বাস্তবতা মেনে নিয়ে তা মোকাবেলার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
বিএনপিকে উদ্দেশ্য করে হুইপ ছেলুন বলেন, ‘ষড়যন্ত্র করে আর কী করবেন; আন্দোলনে নামেন। শুধু প্রেসক্লাবের সামনে দাড়িয়ে গলা ফাটালেই হবে না; মাঠে নামতে হবে। জনগণের মাথায় রাইফেল ধরে ক্ষমতায় এসেছিলেন। ২১ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে বহু অত্যাচার ভোগ করেছি। এসি গাড়ি-বাড়িতে বসে আন্দোলন হয় না; মশার কামড়ও খেতে হয়। মনে রাখবেন শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে; আসেন মাঠে আসেন।’
কর্মী সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, মোশাররফ হোসেন মিয়া, নজরুল মল্লিক, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা ওয়ার্কাস পার্টি নেতা সৈয়দ মজনুর রহমান, জেলা সাম্যবাদী দল (এম.এল) সাধারণ সম্পাদক আলাউদ্দীন ওমর, জেলা জাসদের প্রচার সম্পাদক লাবলুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, দামুড়হুদা থানা ওয়ার্কাস পার্টির সভাপতি মাসুম বিল্লাহ, দামুড়হুদা উপজেলা সাম্যবাদী দল নেতা আব্দুস সামাদ, জীবননগর থানা আ.লীগ’র সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জীবননগর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দীন, জেলা যুবলীগ আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, মিরাজুল ইসলাম মিরাজ, ফয়সাল প্রমূখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

তেড়ে আসলি তাড়িয়ে ঘরে তুলে দিতিও আমরা জানি

আপলোড টাইম : ০৬:৩৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮

দামুড়হুদায় ১৪ দলীয় ঐক্যজোটের কর্মী সমাবেশে হুইপ ছেলুন
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা বিরোধী শক্তি আজও দমন করা সম্ভব হয়নি। তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এখন সময় সকলে এক হয়ে তাদের প্রতিহত করার। ঐক্যবদ্ধ না হলে অত্যাচারিত হতে হবে। ওদের মনে করিয়ে দিতে হবে- তেড়ে আসলি তাড়িয়ে ঘরে তুলে দিতিও আমরা জানি। বেশি বাড়াবাড়ি করা যাবে না। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ১৪ দলীয় ঐক্যজোটের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
গতকাল সোমবার বিকাল ৪টায় দামুড়হুদা উপজেলা ডাক বাংলো চত্ত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন বলেন, ‘পিতার স্বপ্ন পূরণে ও দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। আর এভাবেই দেশ যখন এগিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ দু’বেলা দু’মুঠো ভাত খাচ্ছে, শান্তিতে ঘুমাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’
নেতা কর্মীদের উদ্দেশ্যে জেলা আ.লীগ সভাপতি বলেন, ‘বাস্তবতাকে স্কীকার করতে হবে। বাস্তবতা মেনে নিয়ে তা মোকাবেলার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
বিএনপিকে উদ্দেশ্য করে হুইপ ছেলুন বলেন, ‘ষড়যন্ত্র করে আর কী করবেন; আন্দোলনে নামেন। শুধু প্রেসক্লাবের সামনে দাড়িয়ে গলা ফাটালেই হবে না; মাঠে নামতে হবে। জনগণের মাথায় রাইফেল ধরে ক্ষমতায় এসেছিলেন। ২১ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে বহু অত্যাচার ভোগ করেছি। এসি গাড়ি-বাড়িতে বসে আন্দোলন হয় না; মশার কামড়ও খেতে হয়। মনে রাখবেন শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে; আসেন মাঠে আসেন।’
কর্মী সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, মোশাররফ হোসেন মিয়া, নজরুল মল্লিক, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা ওয়ার্কাস পার্টি নেতা সৈয়দ মজনুর রহমান, জেলা সাম্যবাদী দল (এম.এল) সাধারণ সম্পাদক আলাউদ্দীন ওমর, জেলা জাসদের প্রচার সম্পাদক লাবলুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, দামুড়হুদা থানা ওয়ার্কাস পার্টির সভাপতি মাসুম বিল্লাহ, দামুড়হুদা উপজেলা সাম্যবাদী দল নেতা আব্দুস সামাদ, জীবননগর থানা আ.লীগ’র সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জীবননগর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দীন, জেলা যুবলীগ আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, মিরাজুল ইসলাম মিরাজ, ফয়সাল প্রমূখ।