ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

তৃপ্তি-অতৃপ্তি নিয়ে দেশে ফিরলেন সাকিব

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
  • / ৩৫৬ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: আবারো আসরসহ আইপিএলের মোট তিনবার ফাইনালে খেললেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দুইবার (২০১২ ও ২০১৪) কলকাতার হয়ে শিরোপা জিতলেও এবার সেটা সম্ভব হয়ে উঠেলা না। গতকাল রাতে ফাইনাল ম্যাচে শেন ওয়াটসনের ৫৭ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংসের সামনে দাঁড়াতেই পারেনি সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। এবারের আইপিএলের পাঠ চুকিয়ে সেমাবার সাকিব দেশে ফিরেছেন টাইগার। দেশে ফেরার পর তার সঙ্গে কথা বলে গণমাধ্যমকমীরা। আর তাদে শিরোপা হারানো নিয়ে তেমন কোন আক্ষেপ পাওয়া গেলো না। সাংবাদিকে এক প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘ভালই হয়েছে। হয়তো আরেকটু ভালো হতে পারতো। তবে ওভারঅল আশানুরূপ ফলাফল এসেছে।’ দলের সার্বিক পারফরম্যান্সে তৃপ্ত সাকিব নিজেকে নিয়েও তৃপ্ত। তবে অতৃপ্তি শুধু একটি জায়গায়। সেটা বোলিং কিংবা ফিল্ডিংয়ে বা অন্য কোনো অহেতুক বিষয়ে নয়। নিজের ব্যাটিং নিয়ে। অবশ্য তার মতো বিশ্বসেরা অলরাউন্ডারের এমন অনুভূতি হওয়াটাই স্বাভাবিক। ফিফটি হাকানো তো অনেক দূরের কথা। তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৫ রান! গেল ৭ মে হায়দ্রাবাদের ঘরের মাঠে বিরাট কোহলির ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩২ বলে এই সংগ্রহ পেয়েছিলেন। বাকি ১৬ ম্যাচের কোনটিতেই ৩০ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি। ব্যাটিং গড় ২১.৭২। তাই হয়তো তার এমন অতৃপ্তি। সাকিব বলেন, ‘ব্যক্তিগত দিক থেকে সন্তুষ্ট। কিন্তু একটা অতৃপ্তি আছে। সেটা হলো প্রতি ম্যাচেই ভাল শুরুর করার পরেও রানটা বড় করতে পারিনি।’ ব্যাট হাতে ১৭ ম্যাচে ২৩৯ রান করা সাকিব সমান সংখ্যক ম্যাচে বল হাতে পেয়েছেন ১৪টি উইকেট।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

তৃপ্তি-অতৃপ্তি নিয়ে দেশে ফিরলেন সাকিব

আপলোড টাইম : ০৫:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮

খেলাধুলা ডেস্ক: আবারো আসরসহ আইপিএলের মোট তিনবার ফাইনালে খেললেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দুইবার (২০১২ ও ২০১৪) কলকাতার হয়ে শিরোপা জিতলেও এবার সেটা সম্ভব হয়ে উঠেলা না। গতকাল রাতে ফাইনাল ম্যাচে শেন ওয়াটসনের ৫৭ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংসের সামনে দাঁড়াতেই পারেনি সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। এবারের আইপিএলের পাঠ চুকিয়ে সেমাবার সাকিব দেশে ফিরেছেন টাইগার। দেশে ফেরার পর তার সঙ্গে কথা বলে গণমাধ্যমকমীরা। আর তাদে শিরোপা হারানো নিয়ে তেমন কোন আক্ষেপ পাওয়া গেলো না। সাংবাদিকে এক প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘ভালই হয়েছে। হয়তো আরেকটু ভালো হতে পারতো। তবে ওভারঅল আশানুরূপ ফলাফল এসেছে।’ দলের সার্বিক পারফরম্যান্সে তৃপ্ত সাকিব নিজেকে নিয়েও তৃপ্ত। তবে অতৃপ্তি শুধু একটি জায়গায়। সেটা বোলিং কিংবা ফিল্ডিংয়ে বা অন্য কোনো অহেতুক বিষয়ে নয়। নিজের ব্যাটিং নিয়ে। অবশ্য তার মতো বিশ্বসেরা অলরাউন্ডারের এমন অনুভূতি হওয়াটাই স্বাভাবিক। ফিফটি হাকানো তো অনেক দূরের কথা। তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৫ রান! গেল ৭ মে হায়দ্রাবাদের ঘরের মাঠে বিরাট কোহলির ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩২ বলে এই সংগ্রহ পেয়েছিলেন। বাকি ১৬ ম্যাচের কোনটিতেই ৩০ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি। ব্যাটিং গড় ২১.৭২। তাই হয়তো তার এমন অতৃপ্তি। সাকিব বলেন, ‘ব্যক্তিগত দিক থেকে সন্তুষ্ট। কিন্তু একটা অতৃপ্তি আছে। সেটা হলো প্রতি ম্যাচেই ভাল শুরুর করার পরেও রানটা বড় করতে পারিনি।’ ব্যাট হাতে ১৭ ম্যাচে ২৩৯ রান করা সাকিব সমান সংখ্যক ম্যাচে বল হাতে পেয়েছেন ১৪টি উইকেট।