ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকা আবাহনীর জয়, চট্টগ্রাম আবাহনীর ড্র

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
  • / ৪১৫ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মঙ্গলবার বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে টিম বিজেএমসিকে। দিনের অপর ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টলার দলটিকে জিততে দেয়েনি শেখ রাসেল। ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় ঢাকা আবাহনী। এ সময় দলটির নাসিরউদ্দিন চৌধুরী গোল করে এগিয়ে নেন আকাশী-নীল জার্সিধারীদের। ৩২ মিনিটের মাথায় সানডে সিজোবার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী। বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় টিম বিজেএমসি। ম্যাচের ৪৯ মিনিটে বিজেএমসির কিংসলে গোল করে ব্যবধান কমান। কিন্তু ৭০ মিনিটে ইমন গোল করে আবাহনীকে এগিয়ে নেন ৩-১ ব্যবধানে। আর ম্যাচের যোগ করা সময়ে এমেকা গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ঢাকা আবাহনী। সমান ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে টিম বিজেএমসি। এদিকে শেখ রাসেলের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চট্টগ্রাম আবাহনী। ১৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে শেখ রাসেল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঢাকা আবাহনীর জয়, চট্টগ্রাম আবাহনীর ড্র

আপলোড টাইম : ১০:২৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মঙ্গলবার বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে টিম বিজেএমসিকে। দিনের অপর ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টলার দলটিকে জিততে দেয়েনি শেখ রাসেল। ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় ঢাকা আবাহনী। এ সময় দলটির নাসিরউদ্দিন চৌধুরী গোল করে এগিয়ে নেন আকাশী-নীল জার্সিধারীদের। ৩২ মিনিটের মাথায় সানডে সিজোবার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী। বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় টিম বিজেএমসি। ম্যাচের ৪৯ মিনিটে বিজেএমসির কিংসলে গোল করে ব্যবধান কমান। কিন্তু ৭০ মিনিটে ইমন গোল করে আবাহনীকে এগিয়ে নেন ৩-১ ব্যবধানে। আর ম্যাচের যোগ করা সময়ে এমেকা গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ঢাকা আবাহনী। সমান ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে টিম বিজেএমসি। এদিকে শেখ রাসেলের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চট্টগ্রাম আবাহনী। ১৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে শেখ রাসেল।