ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

‘ডেঙ্গুকে গুজব না বলি, ডেঙ্গু সত্য এবং তার প্রতিরোধ করি’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • / ২২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ভালাইপুরে গুজব ও ডেঙ্গু প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা
রোকনুজ্জামান রোকন:
‘গুজব প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টায় আলমডাঙ্গার ভালাইপুর বাজারে এ কার্যক্রম চালানো হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের পরিচালনায় সভায় ছেলেধরা গুজব রটনাকারীদের প্রতিহত ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার বলেন, ‘সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিত গুজবে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল একটি মহল। যা প্রমাণের কোনো সুযোগ ছিল না। ফলে সবাই এ বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এখন পদ্মা সেতুতে শিশুর মাথা লাগবে বলে প্রচার চলছে, যা আদৌ সঠিক নয় এবং প্রত্যেকটি প্রচারই একই সূত্রে গাঁথা। যারা দেশে উন্নয়ন, অগ্রগতি চাচ্ছেন না এবং যারা কেবল সরকারকেই বিব্রত করা নয়, আমাদের দেশকে পিছে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, কেবল তাঁরাই এসব গুজব ছড়াচ্ছেন। না হলে আজকের এ বিজ্ঞানের যুগে শিশুর মাথা লাগতে পারে পদ্মা সেতুতে, এটা হতে পারে না। তাই কেউ গুজবে কান দেবেন না।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. কলিমুল্লাহ বলেন, ‘যারা এ সমস্ত গুজব সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের প্রতিহত করতে হবে। একই সঙ্গে গুজবকে কেন্দ্র করে গণপিটুনি, মানুষ হত্যাও বন্ধ করতে হবে। তবে একই সঙ্গে একটি কথা বলা প্রয়োজন, সেটা হলো আমরা ডেঙ্গুকে গুজব না বলি, ডেঙ্গু জ্বরের বিষয়টি সত্য। তাই আসুন এর প্রতিরোধে কাজ করি।’
সচেতনতামূলক সভা শেষে বাজারের বিভিন্ন দোকানপাট, ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বাজার কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, দোকান মালিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

‘ডেঙ্গুকে গুজব না বলি, ডেঙ্গু সত্য এবং তার প্রতিরোধ করি’

আপলোড টাইম : ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯

চুয়াডাঙ্গা ভালাইপুরে গুজব ও ডেঙ্গু প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা
রোকনুজ্জামান রোকন:
‘গুজব প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টায় আলমডাঙ্গার ভালাইপুর বাজারে এ কার্যক্রম চালানো হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের পরিচালনায় সভায় ছেলেধরা গুজব রটনাকারীদের প্রতিহত ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার বলেন, ‘সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিত গুজবে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল একটি মহল। যা প্রমাণের কোনো সুযোগ ছিল না। ফলে সবাই এ বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এখন পদ্মা সেতুতে শিশুর মাথা লাগবে বলে প্রচার চলছে, যা আদৌ সঠিক নয় এবং প্রত্যেকটি প্রচারই একই সূত্রে গাঁথা। যারা দেশে উন্নয়ন, অগ্রগতি চাচ্ছেন না এবং যারা কেবল সরকারকেই বিব্রত করা নয়, আমাদের দেশকে পিছে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, কেবল তাঁরাই এসব গুজব ছড়াচ্ছেন। না হলে আজকের এ বিজ্ঞানের যুগে শিশুর মাথা লাগতে পারে পদ্মা সেতুতে, এটা হতে পারে না। তাই কেউ গুজবে কান দেবেন না।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. কলিমুল্লাহ বলেন, ‘যারা এ সমস্ত গুজব সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের প্রতিহত করতে হবে। একই সঙ্গে গুজবকে কেন্দ্র করে গণপিটুনি, মানুষ হত্যাও বন্ধ করতে হবে। তবে একই সঙ্গে একটি কথা বলা প্রয়োজন, সেটা হলো আমরা ডেঙ্গুকে গুজব না বলি, ডেঙ্গু জ্বরের বিষয়টি সত্য। তাই আসুন এর প্রতিরোধে কাজ করি।’
সচেতনতামূলক সভা শেষে বাজারের বিভিন্ন দোকানপাট, ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বাজার কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, দোকান মালিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।