ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ট্রাকে মিলল ৪ শ বোতল ফেনসিডিল, আটক ২

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
  • / ৩৮১ বার পড়া হয়েছে

জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানকালে পুলিশসহ আহত ৪
জীবননগর অফিস:
জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৪ শ বোতল ফেনসিডিল, ট্রাকসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তিরা হলেন কোটচাঁদপুর উপজেলার বেনপাড়ার খোকনের ছেলে ট্রাকচালক ইমন (৩৫) ও একই উপজেলার বলোহরপুর গ্রামের হযরত আলীর ছেলে ফাহিম (১৭)।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সন্তোষপুর মোড়ে জীবননগর থানার পুলিশের একটি টহল দল ডিউটি করছিল। এ সময় তারা সন্তোষপুর মোড় থেকে আন্দুলবাড়ীয়াগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪১৮৬) থামিয়ে তল্লাশি করতে গেলে ট্রাকটি দ্রুতবেগে পালিয়ে যায়। এ সময় জীবননগর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) ফোর্স নিয়ে ট্রাকটি ধাওয়া করেন। পরে কোটচাঁদপুর বলুহর মোড়ে ফেনসিডিলবহনকারী ট্রাকটির গাছের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রাকে থাকা চালক ও হেলপার মারাত্মকভাবে আহত হন। এ সময় ট্রাক থেকে তাঁদের উদ্ধারের সময় এসআই নাহিরুল ও একজন পুলিশ কনস্টেবলও আহত হন। পরে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় আসামিদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ট্রাকচালক ইমন (৩২) মারাত্মক জখম হওয়ায় তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে ৪ শ বোতল ফেনসিডিল। এ বিষয়ে জীবননগর থানায় ট্রাকের হেলপার ও ট্রাকচালকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ট্রাকে মিলল ৪ শ বোতল ফেনসিডিল, আটক ২

আপলোড টাইম : ১০:৩৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯

জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানকালে পুলিশসহ আহত ৪
জীবননগর অফিস:
জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৪ শ বোতল ফেনসিডিল, ট্রাকসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তিরা হলেন কোটচাঁদপুর উপজেলার বেনপাড়ার খোকনের ছেলে ট্রাকচালক ইমন (৩৫) ও একই উপজেলার বলোহরপুর গ্রামের হযরত আলীর ছেলে ফাহিম (১৭)।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সন্তোষপুর মোড়ে জীবননগর থানার পুলিশের একটি টহল দল ডিউটি করছিল। এ সময় তারা সন্তোষপুর মোড় থেকে আন্দুলবাড়ীয়াগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪১৮৬) থামিয়ে তল্লাশি করতে গেলে ট্রাকটি দ্রুতবেগে পালিয়ে যায়। এ সময় জীবননগর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) ফোর্স নিয়ে ট্রাকটি ধাওয়া করেন। পরে কোটচাঁদপুর বলুহর মোড়ে ফেনসিডিলবহনকারী ট্রাকটির গাছের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রাকে থাকা চালক ও হেলপার মারাত্মকভাবে আহত হন। এ সময় ট্রাক থেকে তাঁদের উদ্ধারের সময় এসআই নাহিরুল ও একজন পুলিশ কনস্টেবলও আহত হন। পরে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় আসামিদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ট্রাকচালক ইমন (৩২) মারাত্মক জখম হওয়ায় তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে ৪ শ বোতল ফেনসিডিল। এ বিষয়ে জীবননগর থানায় ট্রাকের হেলপার ও ট্রাকচালকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।