ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহ পৌর মেয়র মিণ্টু করোনায় আক্রান্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • / ১৪০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
করোনায় আক্রান্ত হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টু। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন যাবত সাইদুল করিম মিণ্টুর করোনার উপসর্গ দেখা দিচ্ছিল। গত রোববার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। কুষ্টিয়া ল্যাবে পাঠানো নমুনায় রোববার রাতেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
তথ্য নিয়ে জানা গেছে, করোনার শুরু থেকে ঝিনাইদহে ফ্রন্ট লাইনে থেকে কাজ করে যাচ্ছিলেন তিনি। ব্যক্তিগত, পৌরসভার পক্ষ থেকে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছিলেন। এছাড়াও করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে নিয়মিত খাদ্য-সহায়তা পৌঁছে দেওয়া, শহরবাসীকে সচেতন রাখতে নিয়মিত মাইকিং, বাইসাইকেলযোগে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ করোনা মোকাবিলায় সচেতনতামূলক কাজ করে যাচ্ছিলেন মিণ্টু। এদিকে, মেয়র সাইদুল করিম মিণ্টু করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি নিজেই তাঁর ফেসবুক স্ট্যাটাসে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। তিনি অনুরোধ করে পৌরবাসীকে বলেন, ‘আমি আবারও বলছি, আপনারা আশা করি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। জরুরি প্রয়োজনেও মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করুন। করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই আমি আপনাদের মঙ্গলের জন্য দিন-রাত কাজ করে গেছি। কিন্তু তারপরও মনে হচ্ছে কিছুই করতে পারলাম না। নিজের কাছে নিজেকেই তাই অপরাধী মনে হচ্ছে। তারপরও সাধ্যানুযায়ী এই মুহূর্তে ঘরে থেকেও আমি আপনাদের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করব। সারা দেশের ন্যায় ঝিনাইদহেও আক্রান্তের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে এবং প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমাদের সবাইকে এখন আরও সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতন হউন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝিনাইদহ পৌর মেয়র মিণ্টু করোনায় আক্রান্ত

আপলোড টাইম : ১০:৩১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

ঝিনাইদহ অফিস:
করোনায় আক্রান্ত হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টু। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন যাবত সাইদুল করিম মিণ্টুর করোনার উপসর্গ দেখা দিচ্ছিল। গত রোববার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। কুষ্টিয়া ল্যাবে পাঠানো নমুনায় রোববার রাতেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
তথ্য নিয়ে জানা গেছে, করোনার শুরু থেকে ঝিনাইদহে ফ্রন্ট লাইনে থেকে কাজ করে যাচ্ছিলেন তিনি। ব্যক্তিগত, পৌরসভার পক্ষ থেকে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছিলেন। এছাড়াও করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে নিয়মিত খাদ্য-সহায়তা পৌঁছে দেওয়া, শহরবাসীকে সচেতন রাখতে নিয়মিত মাইকিং, বাইসাইকেলযোগে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ করোনা মোকাবিলায় সচেতনতামূলক কাজ করে যাচ্ছিলেন মিণ্টু। এদিকে, মেয়র সাইদুল করিম মিণ্টু করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি নিজেই তাঁর ফেসবুক স্ট্যাটাসে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। তিনি অনুরোধ করে পৌরবাসীকে বলেন, ‘আমি আবারও বলছি, আপনারা আশা করি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। জরুরি প্রয়োজনেও মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করুন। করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই আমি আপনাদের মঙ্গলের জন্য দিন-রাত কাজ করে গেছি। কিন্তু তারপরও মনে হচ্ছে কিছুই করতে পারলাম না। নিজের কাছে নিজেকেই তাই অপরাধী মনে হচ্ছে। তারপরও সাধ্যানুযায়ী এই মুহূর্তে ঘরে থেকেও আমি আপনাদের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করব। সারা দেশের ন্যায় ঝিনাইদহেও আক্রান্তের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে এবং প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমাদের সবাইকে এখন আরও সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতন হউন।’