ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহে হত্যা মামলার আসামী খুন : আটক ১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
  • / ২৫৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামে মনিরুল ইসলাম (৩৭) নামে এক ট্রাক ড্রাইভারকে কুপিয়ে হত্যা করেছে দূরর্বৃত্তরা। একটি হত্যা মামলার আসামী মনিরুল ওই গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা নাজির উদ্দীন বিশ্বাসের ছেলে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি যাদবপুর গ্রামের বদর উদ্দীনের ছেলে। প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, রাতে যাদবপুর বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় কিছু পরিচিত যুবক তাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরুল ইসলাম মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, রক্তক্ষরণ জনিত কারণে অনেক আগেই রোগীর মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর থানার এস আই শিকদার মনিরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নামে হত্যা ও ডাকাতি মামলা আছে। ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পিতা নাজির মন্ডল বাদি হয়ে শুক্রবার সকালে ৭ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নিহত মনিরুল আশাদুল হত্যা মামলার প্রধান আসামী ছিল। হত্যার জের ধরে পাল্টা এই খুনের ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, আমরা মোটিভ ও ক্লু উদ্ধারের চেষ্টা করছি। একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে শুক্রবার দুপুরে লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝিনাইদহে হত্যা মামলার আসামী খুন : আটক ১

আপলোড টাইম : ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামে মনিরুল ইসলাম (৩৭) নামে এক ট্রাক ড্রাইভারকে কুপিয়ে হত্যা করেছে দূরর্বৃত্তরা। একটি হত্যা মামলার আসামী মনিরুল ওই গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা নাজির উদ্দীন বিশ্বাসের ছেলে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি যাদবপুর গ্রামের বদর উদ্দীনের ছেলে। প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, রাতে যাদবপুর বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় কিছু পরিচিত যুবক তাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরুল ইসলাম মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, রক্তক্ষরণ জনিত কারণে অনেক আগেই রোগীর মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর থানার এস আই শিকদার মনিরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নামে হত্যা ও ডাকাতি মামলা আছে। ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পিতা নাজির মন্ডল বাদি হয়ে শুক্রবার সকালে ৭ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নিহত মনিরুল আশাদুল হত্যা মামলার প্রধান আসামী ছিল। হত্যার জের ধরে পাল্টা এই খুনের ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, আমরা মোটিভ ও ক্লু উদ্ধারের চেষ্টা করছি। একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে শুক্রবার দুপুরে লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।