ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহে বেসরকারি শিক্ষকদের প্রতীকী অনশন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • / ২২১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। গতকাল বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি। সকাল ১০টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলে দুপুর পর্যন্ত। শিক্ষক নেতা মুহা. আব্দুল মোমিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শাখার সভাপতি মহিউদ্দিন মনিরুজ্জামান, আলমগীর হোসেন, মাসুদ করিম, মিজানুর রহমান, মিঠু মালিতা, জালাল উদ্দিন, ইয়াকুব আলী, ইসাহাক আলী, নাজমুল হক, আব্দুর রাজ্জাক, আলী আকবর, মনীন্দ্র বিশ্বাস, আব্দুল হালিম, রেজাউল করিম, কৃপা সিন্ধু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমলাতান্ত্রিক জটিলতার ফলে অন্যায়ভাবে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে শতকরা ১০ টাকা কর্তন করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ অমানবিক প্রজ্ঞাপন বাতিল করতে হবে। এ ছাড়াও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া, অবসর সুবিধা বোর্ড ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান তাঁরা। কর্মসূচিতে জেলা ও উপজেলার বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝিনাইদহে বেসরকারি শিক্ষকদের প্রতীকী অনশন

আপলোড টাইম : ১০:০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯

ঝিনাইদহ অফিস:
পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। গতকাল বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি। সকাল ১০টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলে দুপুর পর্যন্ত। শিক্ষক নেতা মুহা. আব্দুল মোমিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শাখার সভাপতি মহিউদ্দিন মনিরুজ্জামান, আলমগীর হোসেন, মাসুদ করিম, মিজানুর রহমান, মিঠু মালিতা, জালাল উদ্দিন, ইয়াকুব আলী, ইসাহাক আলী, নাজমুল হক, আব্দুর রাজ্জাক, আলী আকবর, মনীন্দ্র বিশ্বাস, আব্দুল হালিম, রেজাউল করিম, কৃপা সিন্ধু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমলাতান্ত্রিক জটিলতার ফলে অন্যায়ভাবে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে শতকরা ১০ টাকা কর্তন করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ অমানবিক প্রজ্ঞাপন বাতিল করতে হবে। এ ছাড়াও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া, অবসর সুবিধা বোর্ড ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান তাঁরা। কর্মসূচিতে জেলা ও উপজেলার বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।