ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহে ছাত্রলীগের সাবেক তিন নেতা কারাগারে!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • / ২১৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার তাঁরা আদালতে আত্মসমর্পন করে জামিন নিতে গেলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার চানপাড়ার আনসার আলীর ছেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা ফিরোজকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খুন করে। এ ঘটনার মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করে। মামলায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আব্বাস ও জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল আলম বাকীকে জড়িয়ে চার্জশিট প্রদান করা হয়।
এদিকে, ছাত্রলীগের সাবেক নেতাদেন নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পায়রা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আহসান হাবীব রানা, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম টিটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চরেশ পোদ্দার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, সহসভাপতি এম এ জলিল, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, আব্দুল মালেক প্রমুখ। বক্তারা সাবেক ছাত্রলীগের নেতা খাইরুল ইসলাম, আব্দুল্লাহ আব্বাস ও আওয়ামী লীগের নেতা নাজমুল আলম বাকীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝিনাইদহে ছাত্রলীগের সাবেক তিন নেতা কারাগারে!

আপলোড টাইম : ১০:৩১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার তাঁরা আদালতে আত্মসমর্পন করে জামিন নিতে গেলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার চানপাড়ার আনসার আলীর ছেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা ফিরোজকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খুন করে। এ ঘটনার মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করে। মামলায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আব্বাস ও জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল আলম বাকীকে জড়িয়ে চার্জশিট প্রদান করা হয়।
এদিকে, ছাত্রলীগের সাবেক নেতাদেন নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পায়রা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আহসান হাবীব রানা, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম টিটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চরেশ পোদ্দার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, সহসভাপতি এম এ জলিল, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, আব্দুল মালেক প্রমুখ। বক্তারা সাবেক ছাত্রলীগের নেতা খাইরুল ইসলাম, আব্দুল্লাহ আব্বাস ও আওয়ামী লীগের নেতা নাজমুল আলম বাকীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।