ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১০১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ রনি ইসলাম (২২) নামের এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে ট্রাফিক পুলিশ। গত বৃহস্পতিবার বেলা একটার দিকে শহরের হামদহ মোড় এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ তাঁকে আটক করা হয়। আটক রনি ঝিনাইদহ সদর উপজেলার মীরের হুদা গ্রামের আবু তালেবের ছেলে।
ঝিনাইদহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের হামদহ মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্ট চলাকালে সন্দেহজনক মনে হওয়ায় রনি ইসলামকে দাড় করানো হয়। তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলে পুলিশের স্টিকার লাগানো ছিলো। তাকে দাড় কড়ালে সে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন এবং মোটরসাইকেলটি পুলিশের (সরকারি) বলে জানান। তাঁর কথাবার্তায় সন্দেহে হওয়ায় তাকে ট্রাফিক অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথার সত্যতা পাওয়া যায়নি। এমনকি পজ মেশিনের সাহায্যে গাড়ির কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, গাড়ির নম্বরের সঙ্গে ইঞ্জিনের নম্বরের কোনো মিল নেই এবং তিনি নিজেও পুলিশ সদস্য নন। ফলে দুপুরেই তার বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয় এবং মোটরসাইকেলটি চোরাই হিসেবে জব্দ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক

আপলোড টাইম : ১০:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১

প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ রনি ইসলাম (২২) নামের এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে ট্রাফিক পুলিশ। গত বৃহস্পতিবার বেলা একটার দিকে শহরের হামদহ মোড় এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ তাঁকে আটক করা হয়। আটক রনি ঝিনাইদহ সদর উপজেলার মীরের হুদা গ্রামের আবু তালেবের ছেলে।
ঝিনাইদহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের হামদহ মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্ট চলাকালে সন্দেহজনক মনে হওয়ায় রনি ইসলামকে দাড় করানো হয়। তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলে পুলিশের স্টিকার লাগানো ছিলো। তাকে দাড় কড়ালে সে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন এবং মোটরসাইকেলটি পুলিশের (সরকারি) বলে জানান। তাঁর কথাবার্তায় সন্দেহে হওয়ায় তাকে ট্রাফিক অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথার সত্যতা পাওয়া যায়নি। এমনকি পজ মেশিনের সাহায্যে গাড়ির কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, গাড়ির নম্বরের সঙ্গে ইঞ্জিনের নম্বরের কোনো মিল নেই এবং তিনি নিজেও পুলিশ সদস্য নন। ফলে দুপুরেই তার বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয় এবং মোটরসাইকেলটি চোরাই হিসেবে জব্দ করা হয়।