ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হলে সবাইকে বই পড়তে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৪৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
  • / ২৯৩ বার পড়া হয়েছে

মেহেরপুরে বই মেলা উদ্বোধনকালে অধ্যাপক ফরহাদ হোসেন এমপি
মেহেরপুর অফিস: সংস্কৃতি মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকালে ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন। উদ্বোধনকালে এমপি বলেন, বই মেলা হলে মানুষের বই কেনা ও পড়ার আগ্রহ বাড়ে। তিনি আরো বলেন, জ্ঞানভিত্তিক একটি সমাজ গড়তে হলে বই পড়তে হবে। বই পড়তে হলে বই মেলার কোন বিকল্প নেই।পরে মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম সোলায়মান আলী, গ্রন্থাগারের প্রতিনিধি খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখা প্রকাশন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতির প্রচার সম্পাদক মশিউর রহমান প্রমূখ। মেলায় মোট ৩১টি ষ্টল স্থান পেয়েছে।
এর আগে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা বই মেলা ২০১৮ উদ্যাপন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ দিন রবিবার সকাল সড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম, রকিবুল হাসান ও সহকারী কমিশনার মহিদুল হক, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি ফরিদ হোসেন, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা র‌্যালিতে অংশগ্রহন করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হলে সবাইকে বই পড়তে হবে

আপলোড টাইম : ০৫:৪৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮

মেহেরপুরে বই মেলা উদ্বোধনকালে অধ্যাপক ফরহাদ হোসেন এমপি
মেহেরপুর অফিস: সংস্কৃতি মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকালে ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন। উদ্বোধনকালে এমপি বলেন, বই মেলা হলে মানুষের বই কেনা ও পড়ার আগ্রহ বাড়ে। তিনি আরো বলেন, জ্ঞানভিত্তিক একটি সমাজ গড়তে হলে বই পড়তে হবে। বই পড়তে হলে বই মেলার কোন বিকল্প নেই।পরে মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম সোলায়মান আলী, গ্রন্থাগারের প্রতিনিধি খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখা প্রকাশন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতির প্রচার সম্পাদক মশিউর রহমান প্রমূখ। মেলায় মোট ৩১টি ষ্টল স্থান পেয়েছে।
এর আগে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা বই মেলা ২০১৮ উদ্যাপন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ দিন রবিবার সকাল সড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম, রকিবুল হাসান ও সহকারী কমিশনার মহিদুল হক, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি ফরিদ হোসেন, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা র‌্যালিতে অংশগ্রহন করে।