ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগর সুটিয়া গ্রামে সরকরী রাস্তার জমির উপরে জোরপুর্বক ঘর নির্মান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬
  • / ৩৪২ বার পড়া হয়েছে

rfg

জীবননগর (বাঁকা)প্রতিনিধি: জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে  সরকারী রাস্তার জমিতে জোরপুর্বক ঘর নির্মান করায় এলাকার সাধারন মানুষ হতাস অবশেষে এলকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের। জানা গেছে গত বুধবার সকালে জীবননগর উপজেলা বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের দক্ষিন পড়ার মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে লিটন মন্ডল ও আলম মন্ডল মিলে সুটিয়া দক্ষিন পাড়ায় জোরপুর্বক ভাবে সরকারী রাস্তার জমিতে বসত বাড়ি নির্মান করেছে। এ ব্যাপারে লিটন মন্ডলের সাথে কথা বললে তিনি বলেন যে জমিতে আমি বাড়ি করছি এই জমিটা সম্পন্ন আমার যদি এই জমি সরকারী রাস্তার মধ্যে পড়ে তা হলে আমি জমি ছেড়ে দেব। এদিকে এলকাবাসী থেকে জানা গেছে তারা জমি না মেপেই সরকারী রাস্তার জমিতে  পাকা ইমারত তৈরি করছে ঘর তৈরি করার পরে কিভাবে সে জমি ছাড়বে তাই এলকাবাসীসহ সকলে মিলে ওর্য়াড মেম্বরের স্বাক্ষর নিয়ে অবৈধ ভাবে এ রাস্তার উপরে ঘর তৈরি করার প্রতিবাদে  জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ওর্য়াড মেম্বর মহির সাথে ০১৭৬২৫৬০৮৭৭কথা বলার জন্য চেষ্টা করা হলে পরবতীর্তে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগর সুটিয়া গ্রামে সরকরী রাস্তার জমির উপরে জোরপুর্বক ঘর নির্মান

আপলোড টাইম : ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬

rfg

জীবননগর (বাঁকা)প্রতিনিধি: জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে  সরকারী রাস্তার জমিতে জোরপুর্বক ঘর নির্মান করায় এলাকার সাধারন মানুষ হতাস অবশেষে এলকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের। জানা গেছে গত বুধবার সকালে জীবননগর উপজেলা বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের দক্ষিন পড়ার মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে লিটন মন্ডল ও আলম মন্ডল মিলে সুটিয়া দক্ষিন পাড়ায় জোরপুর্বক ভাবে সরকারী রাস্তার জমিতে বসত বাড়ি নির্মান করেছে। এ ব্যাপারে লিটন মন্ডলের সাথে কথা বললে তিনি বলেন যে জমিতে আমি বাড়ি করছি এই জমিটা সম্পন্ন আমার যদি এই জমি সরকারী রাস্তার মধ্যে পড়ে তা হলে আমি জমি ছেড়ে দেব। এদিকে এলকাবাসী থেকে জানা গেছে তারা জমি না মেপেই সরকারী রাস্তার জমিতে  পাকা ইমারত তৈরি করছে ঘর তৈরি করার পরে কিভাবে সে জমি ছাড়বে তাই এলকাবাসীসহ সকলে মিলে ওর্য়াড মেম্বরের স্বাক্ষর নিয়ে অবৈধ ভাবে এ রাস্তার উপরে ঘর তৈরি করার প্রতিবাদে  জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ওর্য়াড মেম্বর মহির সাথে ০১৭৬২৫৬০৮৭৭কথা বলার জন্য চেষ্টা করা হলে পরবতীর্তে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।