ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগর রায়পুরে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন এসপি জাহিদুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
  • / ২১৭ বার পড়া হয়েছে

জিএ মামুন, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত, গরিব-দুঃখী, অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল ও প্রতিবন্ধী নারী-পুরুষের মধ্যে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় রায়পুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ কেন মানুষকে কম্বল দিচ্ছে, সাংবাদিকরা আমার কাছে প্রায়ই প্রশ্ন করেন। সাধারণ মানুষ মনে করেন পুলিশের কাজ হচ্ছে চোর-ডাকাত ধরা। যেমন ঢাকা শহরের মানুষ আর তেমন গরীব নেই। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে থেকে কিছু মানুষ গরীব আছে গ্রামাঞ্চলে অর্থাৎ আমি যদি গরীব মানুষের কম্বল দিই, তাহলে সে একটু আরামে ঘুমাবে। মানুষ যখন রাত জেগে থাকে, তার মাথায় তখন একটু দুষ্টু চিন্তা, বুদ্ধি আসবে ক্রাইম, চুরি, ডাকাতি, ছিনতাই করি। আমরা গবেষণা করে দেখেছি, মানুষ রাতে জেগে থাকলে ক্রাইমের দিকে ধাবিত হয়। মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু রাসেল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও জীবননগরের রায়পুর ইউনিয়নের কৃতী সন্তান জাহাঙ্গীর আলম, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মির্জা, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ওরফে শাহিনুর মাস্টার ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাজ্জাদ বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক শাহ্, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, রায়পুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফরিদুল ইসলাম, জীবননগর থানার এসআই (ডিএসবি) বজলুর রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, জীবননগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, হাসাদহ প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক আল- আমিন, মহাসিন আলী বকুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলমের পিতা জুড়ো মণ্ডল, রায়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলম মাস্টার, সোহেল মাহমুদ সবুজ মির্জা, জিয়া প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগর রায়পুরে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন এসপি জাহিদুল ইসলাম

আপলোড টাইম : ১০:০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০

জিএ মামুন, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত, গরিব-দুঃখী, অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল ও প্রতিবন্ধী নারী-পুরুষের মধ্যে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় রায়পুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ কেন মানুষকে কম্বল দিচ্ছে, সাংবাদিকরা আমার কাছে প্রায়ই প্রশ্ন করেন। সাধারণ মানুষ মনে করেন পুলিশের কাজ হচ্ছে চোর-ডাকাত ধরা। যেমন ঢাকা শহরের মানুষ আর তেমন গরীব নেই। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে থেকে কিছু মানুষ গরীব আছে গ্রামাঞ্চলে অর্থাৎ আমি যদি গরীব মানুষের কম্বল দিই, তাহলে সে একটু আরামে ঘুমাবে। মানুষ যখন রাত জেগে থাকে, তার মাথায় তখন একটু দুষ্টু চিন্তা, বুদ্ধি আসবে ক্রাইম, চুরি, ডাকাতি, ছিনতাই করি। আমরা গবেষণা করে দেখেছি, মানুষ রাতে জেগে থাকলে ক্রাইমের দিকে ধাবিত হয়। মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু রাসেল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও জীবননগরের রায়পুর ইউনিয়নের কৃতী সন্তান জাহাঙ্গীর আলম, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মির্জা, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ওরফে শাহিনুর মাস্টার ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাজ্জাদ বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক শাহ্, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, রায়পুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফরিদুল ইসলাম, জীবননগর থানার এসআই (ডিএসবি) বজলুর রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, জীবননগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, হাসাদহ প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক আল- আমিন, মহাসিন আলী বকুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলমের পিতা জুড়ো মণ্ডল, রায়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলম মাস্টার, সোহেল মাহমুদ সবুজ মির্জা, জিয়া প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ।