ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনজীবন অতিষ্ঠ ৮দিনে ৮২ শিশু ডায়রিয়ায় আক্রান্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭
  • / ৩২৬ বার পড়া হয়েছে

15826825_1714163548897679_4884770316745871004_n

জীবননগর অফিস: প্রতি বছরের ন্যায় এবছরেও জীবননগরে শীতের তাপমাত্রা বেশি হওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এেিদক শীতের তাপমাত্রা অতিরিক্ত হওয়ায় ৮দিনে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা  ৮২জন শিশু ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ব্যাপারে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদের সাথে কথা বললে তিনি বলেন এ বছরের প্রথম থেকেই শীতের তাপমাত্র একটু বেশি হওয়ায় এই শীতের আবহাওয়ায় ডায়রিয়া জনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। শুধু শিশুরাই নয় শিশুদের পাশাপাশি বয়স্করাও অনেকে ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তবে এখন ও পর্যন্ত তেমন কোন গুরুত্বপূর্ণ ঘটনা দেখা দেয়নি। যে সমস্থ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল তারা সবাই সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। এদিকে ডায়রিয়া জনিত রোগে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগ করে বলেন হাসপাতালে বর্তমানে মোটা মোটি চিকিৎসা উন্নত হলেও ডায়রিয়া বিভাগে তেমন কোন উন্নতি হয়নি। একটি রুমে মাত্র তিনটি বেড আছে সেগুলোও তেমন কোন পরিস্কার নেই। যার ফলে এখানে এক রুমে শিশু রোগী ভর্তি হলে অন্য রোগীদের হাসপাতালের বারান্দায় ফ্লোরে থাকতে হয়। হাসপাতালে একটি খাওয়ার স্যালাইন ছাড়া সমস্থ কিছু বাইরে থেকে কিনে আনতে হয়। এদিকে হাসপাতালের ডায়রিয়া বিভাগ পরিস্কারসহ রুম বাড়ানো জন্য সকলে কতৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনজীবন অতিষ্ঠ ৮দিনে ৮২ শিশু ডায়রিয়ায় আক্রান্ত

আপলোড টাইম : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭

15826825_1714163548897679_4884770316745871004_n

জীবননগর অফিস: প্রতি বছরের ন্যায় এবছরেও জীবননগরে শীতের তাপমাত্রা বেশি হওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এেিদক শীতের তাপমাত্রা অতিরিক্ত হওয়ায় ৮দিনে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা  ৮২জন শিশু ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ব্যাপারে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদের সাথে কথা বললে তিনি বলেন এ বছরের প্রথম থেকেই শীতের তাপমাত্র একটু বেশি হওয়ায় এই শীতের আবহাওয়ায় ডায়রিয়া জনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। শুধু শিশুরাই নয় শিশুদের পাশাপাশি বয়স্করাও অনেকে ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তবে এখন ও পর্যন্ত তেমন কোন গুরুত্বপূর্ণ ঘটনা দেখা দেয়নি। যে সমস্থ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল তারা সবাই সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। এদিকে ডায়রিয়া জনিত রোগে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগ করে বলেন হাসপাতালে বর্তমানে মোটা মোটি চিকিৎসা উন্নত হলেও ডায়রিয়া বিভাগে তেমন কোন উন্নতি হয়নি। একটি রুমে মাত্র তিনটি বেড আছে সেগুলোও তেমন কোন পরিস্কার নেই। যার ফলে এখানে এক রুমে শিশু রোগী ভর্তি হলে অন্য রোগীদের হাসপাতালের বারান্দায় ফ্লোরে থাকতে হয়। হাসপাতালে একটি খাওয়ার স্যালাইন ছাড়া সমস্থ কিছু বাইরে থেকে কিনে আনতে হয়। এদিকে হাসপাতালের ডায়রিয়া বিভাগ পরিস্কারসহ রুম বাড়ানো জন্য সকলে কতৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন।