ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পিটানোর অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
  • / ১৮৬ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে উপজেলার আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষক আবুল হাসেমের বিরুদ্ধে। গত বুধবার উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই স্কুলছাত্রের পিতা ওই শিক্ষকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, উপজেলার লক্ষীপুর ব্রিজপাড়ার শাহ আলমের ছেলে আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম নাইম (১২) স্কুলে স্কুলড্রেস পরে না যাওয়ায় ওই বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষক আবুল হাসেম তাকে পিটিয়ে আহত করেন এবং শিক্ষার্থীদের সামনে তার গায়ের জামা ছিঁড়ে দেন। এ ব্যাপারে শিক্ষক আবুল হাসেম বলেন, ‘স্কুলে শিক্ষার্থীরা ড্রেস পরে না আসার জন্য আমরা পদক্ষেপ নিয়েছিলাম যে সব শিক্ষার্থীর জন্য স্কুলড্রেস বাধ্যতামূলক। ওই ছেলে স্কুলে স্কুলড্রেস পরে না আসায় তাকে শুধু একটু ধমক দিয়েছিলাম। তা ছাড়া তাকে মারধর কিংবা জামা ছিঁড়ে দেওয়ার যে বিষয়টি বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।’
আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন বলেন, ‘ছাত্রকে পিটিয়ে আহত করা ও জামা ছেঁড়ার বিষয়টি আমি জানি না। এমনকি এ বিষয়ে কোনো শিক্ষার্থী আমার কাছে কোনো অভিযোগ দেয়নি। যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।’
জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্বীনেশ চন্দ্র পাল বলেন, ‘আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পেটানোর যে অভিযোগ উঠেছে, এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের জানান, ওই বিদ্যালয়ের ধর্মশিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পেটানোর যে অভিযোগ উঠেছে, এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পিটানোর অভিযোগ

আপলোড টাইম : ১০:২০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯

জীবননগর অফিস:
জীবননগরে ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে উপজেলার আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষক আবুল হাসেমের বিরুদ্ধে। গত বুধবার উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই স্কুলছাত্রের পিতা ওই শিক্ষকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, উপজেলার লক্ষীপুর ব্রিজপাড়ার শাহ আলমের ছেলে আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম নাইম (১২) স্কুলে স্কুলড্রেস পরে না যাওয়ায় ওই বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষক আবুল হাসেম তাকে পিটিয়ে আহত করেন এবং শিক্ষার্থীদের সামনে তার গায়ের জামা ছিঁড়ে দেন। এ ব্যাপারে শিক্ষক আবুল হাসেম বলেন, ‘স্কুলে শিক্ষার্থীরা ড্রেস পরে না আসার জন্য আমরা পদক্ষেপ নিয়েছিলাম যে সব শিক্ষার্থীর জন্য স্কুলড্রেস বাধ্যতামূলক। ওই ছেলে স্কুলে স্কুলড্রেস পরে না আসায় তাকে শুধু একটু ধমক দিয়েছিলাম। তা ছাড়া তাকে মারধর কিংবা জামা ছিঁড়ে দেওয়ার যে বিষয়টি বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।’
আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন বলেন, ‘ছাত্রকে পিটিয়ে আহত করা ও জামা ছেঁড়ার বিষয়টি আমি জানি না। এমনকি এ বিষয়ে কোনো শিক্ষার্থী আমার কাছে কোনো অভিযোগ দেয়নি। যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।’
জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্বীনেশ চন্দ্র পাল বলেন, ‘আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পেটানোর যে অভিযোগ উঠেছে, এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের জানান, ওই বিদ্যালয়ের ধর্মশিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পেটানোর যে অভিযোগ উঠেছে, এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।