ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে যুবককে অপহরণ, দশ লাখ টাকা মুক্তিপণ দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / ১৫১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পুরন্দরপুর গ্রাম থেকে রাতের আধারে এক যুবককে অপহরণ করা হয়েছে। অপহৃতকে ফিরে পেতে পরিবারের নিকট দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সন্দেহের তীর ছোট ভাইয়ের স্ত্রীর দিকে। ঘটনাটি শনিবার রাতে সংঘটিত হয়েছে। এ ঘটায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের পুরন্দরপুর গ্রামের রবিউল ইসলাম বিশ্বাসের ছোট ছেলে কাজল হোসেন (২২) যশোর এমএম কলেজ এ্যান্ড বিশ্ববিদ্যালয়ে (অনার্স) লেখাপড়া কালে ডলি খাতুন (৩৫) নামের দুই সন্তানের জননীকে বিয়ে করে। পরবর্তীতে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় কাজল তার ওই স্ত্রী তালাক দেয়। তাদের দাম্পত্য জীবন ছিন্ন হওয়ায় বিরোধের সৃষ্টি হয় এবং কাজলকে নানাভাবে হুমকি দিতে থাকে। এদিকে শনিবার রাতে কাজলের বড় ভাই হাসানকে (৩৫) বাড়ি থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত যুবক হাসানের পিতা রবিউল ইসলাম বলেন, আমরা পরিবারের লোকজন প্রতিদিনের মত শনিবার রাতে খাওয়া-দাওয়া করে যার যার ঘরে শুয়ে পড়ি। ওইদিন রাত নয়টার দিকে আমার বড় ছেলে হাসান বাড়ি উঠানে টিউবওয়েলে যায়। কিন্তু ছেলে ঘরে ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি করতে থাকা কালে ভোর চারটার দিকে ফোন আসে তাকে অপহরণ করা হয়েছে। একটি মাঠের ভিতরে শ্যালো মেশিনের ঘরে চোখ বেঁধে রাখা হয়েছে। দশ লাখ টাকা না দিলে তারা আমাকে জবাই করে ফেলবে। ছেলেকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। আল্লাহই জানে ছেলের কপালে কি আছে! আমাদের সন্দেহ আমার ছোট ছেলে কাজলের তালাক দেয়া স্ত্রী ডলি ভাড়া করা সন্ত্রাসী দিয়ে আমার ছেলে হাসানকে অপহরণ করেছে। তালাকের পর থেকে ডলি খাতুন আমাদেরকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় ডলি খাতুনসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ব্যাপারে অনুসন্ধান চলছে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। ঘটনার ব্যাপারে কোন রহস্য আছে কিনা তাও দেখা হচ্ছে। (তথ্যসুত্র-মানবজমিন)

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে যুবককে অপহরণ, দশ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপলোড টাইম : ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পুরন্দরপুর গ্রাম থেকে রাতের আধারে এক যুবককে অপহরণ করা হয়েছে। অপহৃতকে ফিরে পেতে পরিবারের নিকট দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সন্দেহের তীর ছোট ভাইয়ের স্ত্রীর দিকে। ঘটনাটি শনিবার রাতে সংঘটিত হয়েছে। এ ঘটায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের পুরন্দরপুর গ্রামের রবিউল ইসলাম বিশ্বাসের ছোট ছেলে কাজল হোসেন (২২) যশোর এমএম কলেজ এ্যান্ড বিশ্ববিদ্যালয়ে (অনার্স) লেখাপড়া কালে ডলি খাতুন (৩৫) নামের দুই সন্তানের জননীকে বিয়ে করে। পরবর্তীতে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় কাজল তার ওই স্ত্রী তালাক দেয়। তাদের দাম্পত্য জীবন ছিন্ন হওয়ায় বিরোধের সৃষ্টি হয় এবং কাজলকে নানাভাবে হুমকি দিতে থাকে। এদিকে শনিবার রাতে কাজলের বড় ভাই হাসানকে (৩৫) বাড়ি থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত যুবক হাসানের পিতা রবিউল ইসলাম বলেন, আমরা পরিবারের লোকজন প্রতিদিনের মত শনিবার রাতে খাওয়া-দাওয়া করে যার যার ঘরে শুয়ে পড়ি। ওইদিন রাত নয়টার দিকে আমার বড় ছেলে হাসান বাড়ি উঠানে টিউবওয়েলে যায়। কিন্তু ছেলে ঘরে ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি করতে থাকা কালে ভোর চারটার দিকে ফোন আসে তাকে অপহরণ করা হয়েছে। একটি মাঠের ভিতরে শ্যালো মেশিনের ঘরে চোখ বেঁধে রাখা হয়েছে। দশ লাখ টাকা না দিলে তারা আমাকে জবাই করে ফেলবে। ছেলেকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। আল্লাহই জানে ছেলের কপালে কি আছে! আমাদের সন্দেহ আমার ছোট ছেলে কাজলের তালাক দেয়া স্ত্রী ডলি ভাড়া করা সন্ত্রাসী দিয়ে আমার ছেলে হাসানকে অপহরণ করেছে। তালাকের পর থেকে ডলি খাতুন আমাদেরকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় ডলি খাতুনসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ব্যাপারে অনুসন্ধান চলছে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। ঘটনার ব্যাপারে কোন রহস্য আছে কিনা তাও দেখা হচ্ছে। (তথ্যসুত্র-মানবজমিন)