ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে বাসের ধাক্কায় যাত্রী নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
  • / ২০১ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে চলন্ত বাসের ধাক্কায় আশরাফ আলী (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সন্তোষপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলি মহেশপুর উপজেলার গুড়দাহ গ্রামের আনছার আলীর ছেলে।
জানা যায়, সোমবার দুপুরে আশরাফ আলী অবৈধ পরিবহন আলমসাধুযোগে সন্তোষপুর বাজার থেকে নিজ গ্রামে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস আলমসাধুকে ধাক্কা দিলে আশরাফ ছিটকে রাস্তার ওপর পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুজ্জামান রুবেল বলেন, আশরাফ আলীর মাথায় গুরুতর আঘাত লাগায় হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে বাসের ধাক্কায় যাত্রী নিহত

আপলোড টাইম : ১০:২৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯

জীবননগর অফিস:
জীবননগরে চলন্ত বাসের ধাক্কায় আশরাফ আলী (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সন্তোষপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলি মহেশপুর উপজেলার গুড়দাহ গ্রামের আনছার আলীর ছেলে।
জানা যায়, সোমবার দুপুরে আশরাফ আলী অবৈধ পরিবহন আলমসাধুযোগে সন্তোষপুর বাজার থেকে নিজ গ্রামে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস আলমসাধুকে ধাক্কা দিলে আশরাফ ছিটকে রাস্তার ওপর পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুজ্জামান রুবেল বলেন, আশরাফ আলীর মাথায় গুরুতর আঘাত লাগায় হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।