ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে পুলিশ সুপারের হস্তক্ষেপে বন্ধ হলো টোল আদায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • / ২৩৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার কোনো স্থানেই অবৈধভাবে টোল আদায় করতে দেওয়া হবে না : এসপি জাহিদ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের হস্তক্ষেপে বন্ধ হলো জীবননগর পৌর শহরের হাসপাতালের সামনে অবৈধভাবে টোল আদায়। গত শুক্রবার রাতে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশ সুপারকে বিষয়টি জানালে গতকাল শনিবার এ টোল আদায় বন্ধ করেন তিনি।
স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ জীবননগর পৌর শহরের বিভিন্ন স্থানে রাস্তার ওপর গাড়ি থামিয়ে লাঠি হাতে করে অবৈধভাবে টোল আদায় করে আসছিলেন ক্ষমতাসীন দলের কিছু লোক। তাঁদের দৌরাত্ম্যে স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ কৃষকেরা তাঁদের কাছে এক প্রকার জিম্মি হয়ে পড়েছিলেন। গত শুক্রবার রাতে স্থানীয় ব্যবসায়ী ও সুধীমহল চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে বিষয়টি অবগত করলে তিনি সঙ্গে সঙ্গে টোল আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তাঁর নির্দেশে গতকাল শনিবার অবৈধভাবে এ টোল আদায় বন্ধ করে দিয়েছে জীবননগর থানার পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, জীবননগর শহরের গুরুত্বপূর্ণ স্থান এ হাসপাতাল রোড, সেখানেও ভোর থেকে গভীর রাত পর্যন্ত টোল আদায় করা হয়। এ জন্য অনেক সময় রোগীদের চিকিৎসাসেবা নিতে যাওয়ার পথেও পড়তে হয় চরম বিপাকে। তা ছাড়া প্রতি রোববার ও বুধবার হাটবারে জীবননগর শহরের দত্তনগর রোড, কালীগঞ্জ রোডসহ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধানচাষিদের নিকট থেকে নেওয়া হয় টোল। না দিলে তাঁদের মারধর করা হয়। যার ফলে কৃষকদের ধান বিক্রি করতে এসে চরম বিপাকে পড়তে হচ্ছে।
আফাজ উদ্দিন নামের এক কৃষক অভিযোগ করে বলেন, ‘সারা জীবন ধান চাষ করে আসছি, আর জীবননগরেও অনেক বছর যাবৎ ধান বিক্রি করার জন্য আসছি। কিন্তু কোনো দিন কৃষকদের কাছ থেকে কেউ টোল নেয়নি। কিন্তু বর্তমানে বাজারে কোনো কিছু আনলেই আগে টোল দিতে হচ্ছে। তাহলে আমরা কৃষকেরা কার কাছে যাব।’
এদিকে, পুলিশ সুপারের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও কৃষকেরা।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, শুধু জীবননগর শহর নয়, চুয়াডাঙ্গার কোনো স্থানেই কেউ অবৈধভাবে টোল আদায় করতে পারবে না। যারা রাস্তায় গাড়ি থামিয়ে টোল আদায় করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে পুলিশ সুপারের হস্তক্ষেপে বন্ধ হলো টোল আদায়

আপলোড টাইম : ০৯:৫০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯

চুয়াডাঙ্গার কোনো স্থানেই অবৈধভাবে টোল আদায় করতে দেওয়া হবে না : এসপি জাহিদ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের হস্তক্ষেপে বন্ধ হলো জীবননগর পৌর শহরের হাসপাতালের সামনে অবৈধভাবে টোল আদায়। গত শুক্রবার রাতে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশ সুপারকে বিষয়টি জানালে গতকাল শনিবার এ টোল আদায় বন্ধ করেন তিনি।
স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ জীবননগর পৌর শহরের বিভিন্ন স্থানে রাস্তার ওপর গাড়ি থামিয়ে লাঠি হাতে করে অবৈধভাবে টোল আদায় করে আসছিলেন ক্ষমতাসীন দলের কিছু লোক। তাঁদের দৌরাত্ম্যে স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ কৃষকেরা তাঁদের কাছে এক প্রকার জিম্মি হয়ে পড়েছিলেন। গত শুক্রবার রাতে স্থানীয় ব্যবসায়ী ও সুধীমহল চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে বিষয়টি অবগত করলে তিনি সঙ্গে সঙ্গে টোল আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তাঁর নির্দেশে গতকাল শনিবার অবৈধভাবে এ টোল আদায় বন্ধ করে দিয়েছে জীবননগর থানার পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, জীবননগর শহরের গুরুত্বপূর্ণ স্থান এ হাসপাতাল রোড, সেখানেও ভোর থেকে গভীর রাত পর্যন্ত টোল আদায় করা হয়। এ জন্য অনেক সময় রোগীদের চিকিৎসাসেবা নিতে যাওয়ার পথেও পড়তে হয় চরম বিপাকে। তা ছাড়া প্রতি রোববার ও বুধবার হাটবারে জীবননগর শহরের দত্তনগর রোড, কালীগঞ্জ রোডসহ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধানচাষিদের নিকট থেকে নেওয়া হয় টোল। না দিলে তাঁদের মারধর করা হয়। যার ফলে কৃষকদের ধান বিক্রি করতে এসে চরম বিপাকে পড়তে হচ্ছে।
আফাজ উদ্দিন নামের এক কৃষক অভিযোগ করে বলেন, ‘সারা জীবন ধান চাষ করে আসছি, আর জীবননগরেও অনেক বছর যাবৎ ধান বিক্রি করার জন্য আসছি। কিন্তু কোনো দিন কৃষকদের কাছ থেকে কেউ টোল নেয়নি। কিন্তু বর্তমানে বাজারে কোনো কিছু আনলেই আগে টোল দিতে হচ্ছে। তাহলে আমরা কৃষকেরা কার কাছে যাব।’
এদিকে, পুলিশ সুপারের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও কৃষকেরা।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, শুধু জীবননগর শহর নয়, চুয়াডাঙ্গার কোনো স্থানেই কেউ অবৈধভাবে টোল আদায় করতে পারবে না। যারা রাস্তায় গাড়ি থামিয়ে টোল আদায় করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।