ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে পুর্বশত্রতার জেরে কৃষকের মাল্টা বাগান কেটে সাবাড়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • / ৪৮৫ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে রাতের আধারে পুর্বশত্রতার জের ধরে দুর্বত্তরা কৃষকের ১বিঘা জমির মাল্টা বাগান কেটে সাবাড় করে দিয়েছে। গত সোমবার গভীর রাতে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবারর সকালে মৃত আনসার আলী বিশ্বাসের ছেলে কৃষক শ্যামল হক বিশ্বাসের নিজের মাল্টা বাগানে গেলে দেখেন তাঁর ১৪ বিঘা জমির মাল্টা বাগানের এক বিঘারও বেশী ফলজ গাছ দুবৃত্তরা কেটে ফেলে রেখে গেছে।
জানা যায়, গত সোমবার সন্ধার পরে বাগান পরিচর্যা শেষে নিজ বাড়িতে চলে যান। সকালে মাল্টা বাগানে এসে এ দৃশ্য দেখতে পান মাল্টা বাগানের মালিক। এক বিঘা মাল্টা বাগানের ফলজ বৃক্ষ কেটে ফেলায় কৃষক শ্যামলের লক্ষ্যাধীক টাকার ক্ষতি হয়েছে।
আন্দুলবাড়িয়া ইউনিয়ন ব্লক সুপার ভাইজার রাকিব হোসেন বলেন, কুলতলা মাঠে মাল্টা চাষী শ্যামলের জমির প্রায় ১বিঘা জমির মাল্টাগাছ কেটে দিয়েছে এটা আমি শুনেছি। তবে বিষয়টি উদ্ধতর্ন কতৃপক্ষকে জানিয়ে কৃষক শ্যামলকে সার্বিক সহযোগীতা করা হবে ।
আন্দুলবাড়িয়া ইউপি সদস্য মাফি বলেন, কৃষক শ্যামল একজন সফল কৃষক সে মাল্টা, কুলসহ সবধরনের চাষাবাদ করে থাকে। তার জমির মাল্টাগাছ কাটার বিষয়টা আসলে খুব দুঃখ জনক। যারা এ ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাতের আধারে মাল্টা বাগান কাটার বিষয়ে থানায় এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মাল্টা চাষী শ্যামলের জমির মাল্টা গাছ কাটাই এলাকার চাষীদের মধ্যে আতস্ক বিরাজ করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে পুর্বশত্রতার জেরে কৃষকের মাল্টা বাগান কেটে সাবাড়

আপলোড টাইম : ০৯:২৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০

জীবননগর অফিস:
জীবননগরে রাতের আধারে পুর্বশত্রতার জের ধরে দুর্বত্তরা কৃষকের ১বিঘা জমির মাল্টা বাগান কেটে সাবাড় করে দিয়েছে। গত সোমবার গভীর রাতে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবারর সকালে মৃত আনসার আলী বিশ্বাসের ছেলে কৃষক শ্যামল হক বিশ্বাসের নিজের মাল্টা বাগানে গেলে দেখেন তাঁর ১৪ বিঘা জমির মাল্টা বাগানের এক বিঘারও বেশী ফলজ গাছ দুবৃত্তরা কেটে ফেলে রেখে গেছে।
জানা যায়, গত সোমবার সন্ধার পরে বাগান পরিচর্যা শেষে নিজ বাড়িতে চলে যান। সকালে মাল্টা বাগানে এসে এ দৃশ্য দেখতে পান মাল্টা বাগানের মালিক। এক বিঘা মাল্টা বাগানের ফলজ বৃক্ষ কেটে ফেলায় কৃষক শ্যামলের লক্ষ্যাধীক টাকার ক্ষতি হয়েছে।
আন্দুলবাড়িয়া ইউনিয়ন ব্লক সুপার ভাইজার রাকিব হোসেন বলেন, কুলতলা মাঠে মাল্টা চাষী শ্যামলের জমির প্রায় ১বিঘা জমির মাল্টাগাছ কেটে দিয়েছে এটা আমি শুনেছি। তবে বিষয়টি উদ্ধতর্ন কতৃপক্ষকে জানিয়ে কৃষক শ্যামলকে সার্বিক সহযোগীতা করা হবে ।
আন্দুলবাড়িয়া ইউপি সদস্য মাফি বলেন, কৃষক শ্যামল একজন সফল কৃষক সে মাল্টা, কুলসহ সবধরনের চাষাবাদ করে থাকে। তার জমির মাল্টাগাছ কাটার বিষয়টা আসলে খুব দুঃখ জনক। যারা এ ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাতের আধারে মাল্টা বাগান কাটার বিষয়ে থানায় এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মাল্টা চাষী শ্যামলের জমির মাল্টা গাছ কাটাই এলাকার চাষীদের মধ্যে আতস্ক বিরাজ করছে।