ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • / ২৮৬ বার পড়া হয়েছে

শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহন
জীবননগর অফিস:
নিরাপদ সড়কের দাবিতে ও সড়ক দুর্ঘটনায় জুঁই নিহতের প্রতিবাদে জীবননগরে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জীবননগর মনোহরপুর হাইস্কুলের সামনের নিরাপদ সড়ক ও দুর্ঘটনায় জুই নিহত হওয়ার প্রতিবাদে মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচিতে জীবননগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী মারিয়া খাতুন ও জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আকিমুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আজ দেশের রাজপথগুলো মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। শিক্ষার্থীরাই এর প্রধান শিকার। মৃত্যুমুক্ত রাজপথ ও সড়কের দাবি জানান তারা। এছাড়াও মানববন্ধনে শিক্ষার্থীরা লাগামহীন সড়ক দুর্ঘটনারোধে প্রশাসন ও সরকারের কার্যকর ভূমিকার দাবিতে বলেন ‘পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয় নিরাপদ সড়ক চাই’ স্কুলের সামনে জেব্রাক্রসিং, স্প্রিড ব্রেকার ও মনোহরপুর মোড়ে রোড ডিভাইডার স্থাপনসহ কার্যকারী পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। এতে স্কুল-কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, গত (২৫ মার্চ) বিকালে একটি বেপরোয়া গতির ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ম শ্রেণীর স্কুলছাত্রী জুঁই নিহত হয় এবং গত ২০০০ থেকে ২০১৯ পর্যন্ত মনোহরপুর মোড় থেকে মনোহরপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩৮টি সড়ক দুর্ঘটনা ঘটে এতে প্রায়। ১০০ জনেরও অধিক প্রাণহানী ঘটনা ঘটেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

আপলোড টাইম : ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯

শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহন
জীবননগর অফিস:
নিরাপদ সড়কের দাবিতে ও সড়ক দুর্ঘটনায় জুঁই নিহতের প্রতিবাদে জীবননগরে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জীবননগর মনোহরপুর হাইস্কুলের সামনের নিরাপদ সড়ক ও দুর্ঘটনায় জুই নিহত হওয়ার প্রতিবাদে মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচিতে জীবননগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী মারিয়া খাতুন ও জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আকিমুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আজ দেশের রাজপথগুলো মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। শিক্ষার্থীরাই এর প্রধান শিকার। মৃত্যুমুক্ত রাজপথ ও সড়কের দাবি জানান তারা। এছাড়াও মানববন্ধনে শিক্ষার্থীরা লাগামহীন সড়ক দুর্ঘটনারোধে প্রশাসন ও সরকারের কার্যকর ভূমিকার দাবিতে বলেন ‘পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয় নিরাপদ সড়ক চাই’ স্কুলের সামনে জেব্রাক্রসিং, স্প্রিড ব্রেকার ও মনোহরপুর মোড়ে রোড ডিভাইডার স্থাপনসহ কার্যকারী পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। এতে স্কুল-কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, গত (২৫ মার্চ) বিকালে একটি বেপরোয়া গতির ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ম শ্রেণীর স্কুলছাত্রী জুঁই নিহত হয় এবং গত ২০০০ থেকে ২০১৯ পর্যন্ত মনোহরপুর মোড় থেকে মনোহরপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩৮টি সড়ক দুর্ঘটনা ঘটে এতে প্রায়। ১০০ জনেরও অধিক প্রাণহানী ঘটনা ঘটেছে।