ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, থানায় মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
  • / ২৪৪ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে জমি কেনাকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসহায় একটি পরিবার বাড়ি ছাড়া হয়ে থানায় একটি মামলা করেছে। জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে কালা গ্রামের পশ্চিমপাড়ার শফিকুল ইসলাম একই গ্রামের আক্কাছের নিকট থেকে ২৪ শতক জমির মধ্যে ৪ শতক জমি ক্রয় করে সেখানে দীর্ঘদিন বসবাস করে আসছেন। গত তিন মাস আগে ওই জমির মধ্যে অন্য মালিক ধোপাখালী গ্রামের আশানের নিকট থেকে কালা গ্রামের সাদেক আলী ৪ শতক জমি ক্রয় করেন। কিন্তু সাদেক যে ৪ শতক জমি ক্রয় করেছেন, তা না নিয়ে তিনি জোরপূর্বক শফিকুলের জমি দখল করতে যান। এ সময় উভয় পরিবারের দ্বন্দ্ব সৃষ্টি হয়। সাদেক আলীর স্ত্রী শফিকুলের স্ত্রীকে মারধর করলে দুই গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ সৃষ্টি হয়। একপর্যায় সাদেক আলী লোকজন নিয়ে শফিকুলের জমি দখল করে তাদের বাড়ি থেকে বের করে দেয়। শফিকুলের স্ত্রী রুপা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমরা জমি কিনেছি চার বছর আগে, সেখানে আমরা বসবাসও করছি। আর সাদেক আলী জমি কিনেছে চার মাস আগে। তারা জোরপূর্বক আমাদের জমি দখল করতে আসে। আমরা এ বিষয়ে গ্রামে একটি সালিশও হয়েছে। তারা গ্রামের সালিশ না মেনেই আমাদের শেষ সম্ভল ভিটাটুকু দখল করতে আসে আমি প্রতিবাদ করলে তারা আমাকে মারধর করে।’
সাদেক আলী বলেন, ‘আমার কেনা জমি তারা আমাকে দখল না দিয়ে আমাকে তারা মারধর করেছে এবং আমার নামে উল্টো অভিযোগ দিয়েছে। আমি কাউকে মারধর করিনি, যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা।’
৫ নম্বর ওর্য়াড মেম্বার ইদবারী বলেন, ‘শফিকুল জমি কিনেছে আগে, আর সাদেক কিনেছে পরে। শফিকুল সেখানে বসবাস করে আসছে, আর সাদেক সেখানে বসবাস করে না। তারপরও আমরা সবাই বসে দুইজনকে পাশাপাশি জমি ভাগ করে দিয়েছি। কিন্তু সাদেক মানতে রাজি নয়। সে জোরপূর্বক জমি দখল করে বসবাস করতে চাই। একপর্যায় উভয়পক্ষই থানায় অভিযোগ করেছে।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কালা গ্রামে জমি নিয়ে যে ঘটনা ঘটেছে, এ বিষয়ে এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, থানায় মামলা

আপলোড টাইম : ০৯:২০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০

জীবননগর অফিস:
জীবননগরে জমি কেনাকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসহায় একটি পরিবার বাড়ি ছাড়া হয়ে থানায় একটি মামলা করেছে। জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে কালা গ্রামের পশ্চিমপাড়ার শফিকুল ইসলাম একই গ্রামের আক্কাছের নিকট থেকে ২৪ শতক জমির মধ্যে ৪ শতক জমি ক্রয় করে সেখানে দীর্ঘদিন বসবাস করে আসছেন। গত তিন মাস আগে ওই জমির মধ্যে অন্য মালিক ধোপাখালী গ্রামের আশানের নিকট থেকে কালা গ্রামের সাদেক আলী ৪ শতক জমি ক্রয় করেন। কিন্তু সাদেক যে ৪ শতক জমি ক্রয় করেছেন, তা না নিয়ে তিনি জোরপূর্বক শফিকুলের জমি দখল করতে যান। এ সময় উভয় পরিবারের দ্বন্দ্ব সৃষ্টি হয়। সাদেক আলীর স্ত্রী শফিকুলের স্ত্রীকে মারধর করলে দুই গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ সৃষ্টি হয়। একপর্যায় সাদেক আলী লোকজন নিয়ে শফিকুলের জমি দখল করে তাদের বাড়ি থেকে বের করে দেয়। শফিকুলের স্ত্রী রুপা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমরা জমি কিনেছি চার বছর আগে, সেখানে আমরা বসবাসও করছি। আর সাদেক আলী জমি কিনেছে চার মাস আগে। তারা জোরপূর্বক আমাদের জমি দখল করতে আসে। আমরা এ বিষয়ে গ্রামে একটি সালিশও হয়েছে। তারা গ্রামের সালিশ না মেনেই আমাদের শেষ সম্ভল ভিটাটুকু দখল করতে আসে আমি প্রতিবাদ করলে তারা আমাকে মারধর করে।’
সাদেক আলী বলেন, ‘আমার কেনা জমি তারা আমাকে দখল না দিয়ে আমাকে তারা মারধর করেছে এবং আমার নামে উল্টো অভিযোগ দিয়েছে। আমি কাউকে মারধর করিনি, যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা।’
৫ নম্বর ওর্য়াড মেম্বার ইদবারী বলেন, ‘শফিকুল জমি কিনেছে আগে, আর সাদেক কিনেছে পরে। শফিকুল সেখানে বসবাস করে আসছে, আর সাদেক সেখানে বসবাস করে না। তারপরও আমরা সবাই বসে দুইজনকে পাশাপাশি জমি ভাগ করে দিয়েছি। কিন্তু সাদেক মানতে রাজি নয়। সে জোরপূর্বক জমি দখল করে বসবাস করতে চাই। একপর্যায় উভয়পক্ষই থানায় অভিযোগ করেছে।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কালা গ্রামে জমি নিয়ে যে ঘটনা ঘটেছে, এ বিষয়ে এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।