ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে জমি দখলের মহোৎসব!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
  • / ১৮৯ বার পড়া হয়েছে

দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ১, থানায় অভিযোগ
জীবননগর অফিস:
জীবননগরে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আর এ দোকানঘর ভাড়া নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শামসুজ্জামান ডাবলু নামের একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর পৌর শহরের হাসপাতালের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ডাবলু অভিযোগ করে বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ শফিকুল ইসলামের দোকানঘর ভাড়া নিয়ে ওষুধের ব্যবসা করে আসছি। কয়েক দিন আগে শফিকুল ইসলাম সিঅ্যান্ডবির জমি দখল করে তিনটি ঘর নির্মাণ করেন। সেখান থেকে আমি একটা ঘর ভাড়া নেওয়ার জন্য দুই লাখ টাকা অগ্রিম দিয়েছি এবং মাসিক তিন হাজার টাকা হিসেবে তাঁর নিকট থেকে তিন বছরের জন্য একটি ডিড করে নিয়েছি। হঠাৎ আজ (বৃহস্পতিবার) সকালে দেখি, আমাকে ঘর না দিয়ে অন্য একজনকে ওই ঘর ভাড়া দিয়ে ঘর রং করানো হচ্ছে। আমি ওই ভাড়াটেকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি শফিকুলের নিকট থেকে ভাড়া নিয়েছি। এ ঘটনায় আমি ওই ঘরে তালা মেরে বলি, আমার টাকা ফেরত দিতে হবে, তারপর আমি ঘর ছাড়ব। এ সময় শফিকুল আমার দোকানে এসে বলেন, তাঁর ঘর তিনি যাকে ইচ্ছা তাকে দেবেন। আমি তাঁকে শুধু বলেছি, আমার টাকাটা ফেরত দিন। এ কথা বলতেই তিনি আমাকে মারতে থাকেন।’
এ বিষয়ে শফিকুলের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমি তাঁর নিকট থেকে যে টাকা নিয়েছি, তা ফেরত দেব বলেছি। তারপরও তিনি আমাকে বাজে ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার সঙ্গে কথা বললে তিনি বলেন, দোকান নেওয়াকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, জীবননগর মেইন শহরসহ সড়ক ও জনপথ বিভাগের যেসব জমি আছে, তার বেশির জমিই রয়েছে দখলদারদের কবলে। যেন দখলের মহোৎসবে মেতেছে দখলদারেরা। তাঁরা ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন দোকানদারদের নিকট থেকে দুই লাখ টাকা নিয়ে তাঁদের কাছে দোকান বিক্রি করেছেন বলেও অবিযোগ রয়েছে। দখলদারদের এ দখলের কারণে সড়ক ও জনপথ বিভাগের জমি প্রায় বিলিন হওয়ার পথে। দিন দিন রাস্তার দুই পাশও দখল করছেন তাঁরা। যার ফলে পথচারীসহ গাড়িচালকদের চলাচলের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ‘দোকানঘর ভাড়াকে কেন্দ্র করে হাসপাতালের সামনে যে ঘটনা ঘটেছে, তা আমি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে জমি দখলের মহোৎসব!

আপলোড টাইম : ১০:২০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯

দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ১, থানায় অভিযোগ
জীবননগর অফিস:
জীবননগরে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আর এ দোকানঘর ভাড়া নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শামসুজ্জামান ডাবলু নামের একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর পৌর শহরের হাসপাতালের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ডাবলু অভিযোগ করে বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ শফিকুল ইসলামের দোকানঘর ভাড়া নিয়ে ওষুধের ব্যবসা করে আসছি। কয়েক দিন আগে শফিকুল ইসলাম সিঅ্যান্ডবির জমি দখল করে তিনটি ঘর নির্মাণ করেন। সেখান থেকে আমি একটা ঘর ভাড়া নেওয়ার জন্য দুই লাখ টাকা অগ্রিম দিয়েছি এবং মাসিক তিন হাজার টাকা হিসেবে তাঁর নিকট থেকে তিন বছরের জন্য একটি ডিড করে নিয়েছি। হঠাৎ আজ (বৃহস্পতিবার) সকালে দেখি, আমাকে ঘর না দিয়ে অন্য একজনকে ওই ঘর ভাড়া দিয়ে ঘর রং করানো হচ্ছে। আমি ওই ভাড়াটেকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি শফিকুলের নিকট থেকে ভাড়া নিয়েছি। এ ঘটনায় আমি ওই ঘরে তালা মেরে বলি, আমার টাকা ফেরত দিতে হবে, তারপর আমি ঘর ছাড়ব। এ সময় শফিকুল আমার দোকানে এসে বলেন, তাঁর ঘর তিনি যাকে ইচ্ছা তাকে দেবেন। আমি তাঁকে শুধু বলেছি, আমার টাকাটা ফেরত দিন। এ কথা বলতেই তিনি আমাকে মারতে থাকেন।’
এ বিষয়ে শফিকুলের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমি তাঁর নিকট থেকে যে টাকা নিয়েছি, তা ফেরত দেব বলেছি। তারপরও তিনি আমাকে বাজে ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার সঙ্গে কথা বললে তিনি বলেন, দোকান নেওয়াকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, জীবননগর মেইন শহরসহ সড়ক ও জনপথ বিভাগের যেসব জমি আছে, তার বেশির জমিই রয়েছে দখলদারদের কবলে। যেন দখলের মহোৎসবে মেতেছে দখলদারেরা। তাঁরা ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন দোকানদারদের নিকট থেকে দুই লাখ টাকা নিয়ে তাঁদের কাছে দোকান বিক্রি করেছেন বলেও অবিযোগ রয়েছে। দখলদারদের এ দখলের কারণে সড়ক ও জনপথ বিভাগের জমি প্রায় বিলিন হওয়ার পথে। দিন দিন রাস্তার দুই পাশও দখল করছেন তাঁরা। যার ফলে পথচারীসহ গাড়িচালকদের চলাচলের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ‘দোকানঘর ভাড়াকে কেন্দ্র করে হাসপাতালের সামনে যে ঘটনা ঘটেছে, তা আমি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’