ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে জমির বিরোধে একজনকে পিটিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৫১ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে জমি সংক্রান্ত বিষয়ে দন্দ্বে একজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার খয়েরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনগন তাকে আহত অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। আহত শহীদ (৫০) কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের বদর উদ্দিনের ছেলে। শহীদ অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে আমার জমি মাপার সময় কম হয়, এ জন্য পাশের জমিটাও মাপা হয়। এ সময় জমির মালিক আমজেদ হোসেনের ছেলে খাশিয়ার ও তার ভাই মশিয়ার এবং খাশিয়ারের ছেলে নাহিদ মিলে আমার বিভিন্ন অকাথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায় আমি তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা সাবল ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এ সময় রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় জনগন ছুটে আসে এবং তারা পালিয়ে যায়। এ ব্যাপারে খাসিয়ারের সাথে কথা বলার জন্য মুঠোফোনে যোগযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদের সাথে কথা বললে তিনি বলেন, খয়েরহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে যে ঘটনা ঘটেছে, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে বিষয়টি তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে জমির বিরোধে একজনকে পিটিয়ে জখম

আপলোড টাইম : ১১:৩৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯

জীবননগর অফিস:
জীবননগরে জমি সংক্রান্ত বিষয়ে দন্দ্বে একজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার খয়েরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনগন তাকে আহত অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। আহত শহীদ (৫০) কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের বদর উদ্দিনের ছেলে। শহীদ অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে আমার জমি মাপার সময় কম হয়, এ জন্য পাশের জমিটাও মাপা হয়। এ সময় জমির মালিক আমজেদ হোসেনের ছেলে খাশিয়ার ও তার ভাই মশিয়ার এবং খাশিয়ারের ছেলে নাহিদ মিলে আমার বিভিন্ন অকাথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায় আমি তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা সাবল ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এ সময় রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় জনগন ছুটে আসে এবং তারা পালিয়ে যায়। এ ব্যাপারে খাসিয়ারের সাথে কথা বলার জন্য মুঠোফোনে যোগযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদের সাথে কথা বললে তিনি বলেন, খয়েরহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে যে ঘটনা ঘটেছে, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে বিষয়টি তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।