ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে গাছের ডালচাপায় কৃষকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
  • / ১৬০ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ভেঙে যাওয়া গাছের ডালচাপায় ফারুক হোসেন (৪৫) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ফারুক একই গ্রামের মাঝপাড়ার আবুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফারুক বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি কাঠের জন্য শুকনা ডাল কাটতে গাছে ওঠেন। এ সময় ঝড়ে ভেঙে ঝুলে থাকা অন্য একটি বড় ডাল তাঁর শরীরের ওপরে পড়ে। এতে তিনি গাছের ওপরেই চাপা পড়ে নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় গাছ থেকে নিহত ফারুকের মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের নিকট হস্তান্তর করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে গাছের ডালচাপায় কৃষকের মৃত্যু

আপলোড টাইম : ০৯:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০

জীবননগর অফিস:
জীবননগরে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ভেঙে যাওয়া গাছের ডালচাপায় ফারুক হোসেন (৪৫) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ফারুক একই গ্রামের মাঝপাড়ার আবুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফারুক বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি কাঠের জন্য শুকনা ডাল কাটতে গাছে ওঠেন। এ সময় ঝড়ে ভেঙে ঝুলে থাকা অন্য একটি বড় ডাল তাঁর শরীরের ওপরে পড়ে। এতে তিনি গাছের ওপরেই চাপা পড়ে নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় গাছ থেকে নিহত ফারুকের মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের নিকট হস্তান্তর করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।