ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুলছাত্র!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • / ১৭৫ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে বিদ্যালয়ের সামনে ইটভাটার ট্রাক্টর উল্টে আহত হয়েছেন এক ট্রাক্টরচালক। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে শাওন নামের এক স্কুলছাত্র। গতকাল বুধবার বেলা ১টার সময় উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই ট্রাক্টরটি উল্টে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিভিএম ইটভাটার ট্রাক্টরগুলো মাটি আনার জন্য বেপরোয়া গতিতে বিদ্যালয়ের সামনে দিয়ে চলাচল করে। এ যান যাঁরা চালাচ্ছেন, তাঁরা সবাই অদক্ষ ড্রাইভার। যার কারণে প্রতিদিনই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গতকাল দুপুরের দিকে এ রাস্তায় বেপরোয়া গতিতে দুটি ট্রাক্টর প্রতিযোগিতা করলে একটি ট্রাক্টর উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় স্কুল থেকে বের হয়ে বড়ি যাওয়ার সময় এক স্কুলছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। তবে ট্রাক্টরের ড্রাইভার আহত হয়েছেন।
এ বিষয়ে এক স্কুলছাত্রের অভিভাবক বলেন, স্কুলটি মেইন রাস্তার পাশে প্রতিষ্ঠিত। তারপরও স্কুলে কোনো প্রাচীর নেই। যদি সরকারিভাবে প্রাচীর দেওয়ার ব্যবস্থা করা হয়, তা হলে শিক্ষার্থীরা স্কুলের ভেতর নিরাপদে খেলাধুলা করতে পারত।
এ বিষয়ে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন বলেন, ‘কয়েক দিন ধরে এ রাস্তা দিয়ে ইটভাটার গাড়িগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে। স্কুলে কোনো প্রাচীর না থাকায় শিক্ষার্থীরা স্কুলের পাশের মাঠে খেলাধুলা করতে যায়। ফলে যেকোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রাচীরের বিষয়টি আমরা কতৃপক্ষকে জানিয়েছি। আশা করি, শিগগিরই স্কুলে প্রাচীর নির্মাণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুলছাত্র!

আপলোড টাইম : ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০

জীবননগর অফিস:
জীবননগরে বিদ্যালয়ের সামনে ইটভাটার ট্রাক্টর উল্টে আহত হয়েছেন এক ট্রাক্টরচালক। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে শাওন নামের এক স্কুলছাত্র। গতকাল বুধবার বেলা ১টার সময় উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই ট্রাক্টরটি উল্টে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিভিএম ইটভাটার ট্রাক্টরগুলো মাটি আনার জন্য বেপরোয়া গতিতে বিদ্যালয়ের সামনে দিয়ে চলাচল করে। এ যান যাঁরা চালাচ্ছেন, তাঁরা সবাই অদক্ষ ড্রাইভার। যার কারণে প্রতিদিনই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গতকাল দুপুরের দিকে এ রাস্তায় বেপরোয়া গতিতে দুটি ট্রাক্টর প্রতিযোগিতা করলে একটি ট্রাক্টর উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় স্কুল থেকে বের হয়ে বড়ি যাওয়ার সময় এক স্কুলছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। তবে ট্রাক্টরের ড্রাইভার আহত হয়েছেন।
এ বিষয়ে এক স্কুলছাত্রের অভিভাবক বলেন, স্কুলটি মেইন রাস্তার পাশে প্রতিষ্ঠিত। তারপরও স্কুলে কোনো প্রাচীর নেই। যদি সরকারিভাবে প্রাচীর দেওয়ার ব্যবস্থা করা হয়, তা হলে শিক্ষার্থীরা স্কুলের ভেতর নিরাপদে খেলাধুলা করতে পারত।
এ বিষয়ে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন বলেন, ‘কয়েক দিন ধরে এ রাস্তা দিয়ে ইটভাটার গাড়িগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে। স্কুলে কোনো প্রাচীর না থাকায় শিক্ষার্থীরা স্কুলের পাশের মাঠে খেলাধুলা করতে যায়। ফলে যেকোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রাচীরের বিষয়টি আমরা কতৃপক্ষকে জানিয়েছি। আশা করি, শিগগিরই স্কুলে প্রাচীর নির্মাণ করা হবে।’