ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবনগর হরিহরনগরে জমিজমাকে কেন্দ্র করে প্রতিবেশীর অত্যাচার প্রতিবন্ধী স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম : হতবাক এলাকাবাসী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • / ২৮৬ বার পড়া হয়েছে

DSC01985জীবননগর অফিস: জীবননগরে জমি জমাকে কেন্দ্র করে প্রতিবন্ধী স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে ।জানা গেছে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের স্কুল পাড়ার প্রতিবন্ধী জাকির হোসেন(৩৮)ও প্রতিবন্ধী সকিনা বেগম(২৯) পিটিয়ে জখম করেছে একই গ্রামের ইনাদুল ও তার স্ত্রী ফতে ।প্রত্যাক্ষদর্শী থেকে জানা গেছে গত বৃহসপ্রতিবার রাতে প্রতিবন্ধী জাকির হোসেনের বাড়িতে ইনাদুলের  কলের পানি যাওয়ায় নিষেদ করলে ইনাদুল ও তার স্ত্রী ফতে মিলে তাদের স্বামী স্ত্রীকে মারধর করে এক পর্যায় ইনাদুলের বাঁশের আঘাতে প্রতিবন্ধী জাকির হোসেন ও সকিনা আহত হয় ।আহত অবস্থার এলাকার সাধারন জনগন তাদের দুই জনকে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন । এ ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান জাকির ও সকিনা দুই জন প্রতিবন্ধী তারা দির্ঘ দিন ভিক্ষা করতেন গত কয়েক বছর আগে জাকির হোসেনকে সরকারী ভাবে আর্থিক অনুদান প্রদান সহ একটি বসত ঘর নির্মান করে দেওয়ায় জাকির এখন আর ভিক্ষা না করে ছাগল ,হাঁস ,মুরগি পালন করে নিজেদের সংসার চালান তা ছাড়া জাকির এবং ইনাদুল দুই জন ভাইরা ভাই জাকির প্রতিবন্ধী হওয়ায় তার শ্বশুর তাকে আড়াই কাটা জমি লিখে দিয়ে যান ,সেই থেকেই জাকির হরিহরনগর গ্রামে বসবাস করে ,ইনাদুল ও তার স্ত্রী ফতে প্রাই তাদের উপরে অত্যাচার করে থাকে ।এ বাপারে স্থানীয় ওর্য়াড মেম্বার আরজামের সাথে কথা বললে তিনি বলেন প্রতিবন্ধী জাকির এবং তার স্ত্রী সকিনাকে যে পিটিয়ে আহত করেছে এ বিষয়টি আমি শুনেছি । এ ব্যাপারে ইনাদুলের সাথে কথা বলার জন্য চেষ্ঠা করলে তিনি কথা বলতে রাজি হয়নি পরবর্তীতে তিনার ছেলে ইসরাফিলের সাথে কথা বললে  তিনি বলেন তাদের মেরেছে যখন তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম ।এদিকে প্রতিবন্ধী স্বামী স্ত্রীর উপরে হামলা করায় এলাকার সাধারন মানুষ হতবাক হয়ে পড়েছেন । তাই এলাকাবাসী সহ সুশিল সমাজের সকলে প্রশাসন সহ উর্দ্ধতন কর্মকর্তাদের আশুহস্তক্ষেপ কামনা করছে যারা এ ধরনের কর্মকান্ড করেছে তাদের দৃষ্ঠন্তমূলক শাস্তির দাবি করেছেন ।##

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবনগর হরিহরনগরে জমিজমাকে কেন্দ্র করে প্রতিবেশীর অত্যাচার প্রতিবন্ধী স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম : হতবাক এলাকাবাসী

আপলোড টাইম : ০৭:৪২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭

DSC01985জীবননগর অফিস: জীবননগরে জমি জমাকে কেন্দ্র করে প্রতিবন্ধী স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে ।জানা গেছে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের স্কুল পাড়ার প্রতিবন্ধী জাকির হোসেন(৩৮)ও প্রতিবন্ধী সকিনা বেগম(২৯) পিটিয়ে জখম করেছে একই গ্রামের ইনাদুল ও তার স্ত্রী ফতে ।প্রত্যাক্ষদর্শী থেকে জানা গেছে গত বৃহসপ্রতিবার রাতে প্রতিবন্ধী জাকির হোসেনের বাড়িতে ইনাদুলের  কলের পানি যাওয়ায় নিষেদ করলে ইনাদুল ও তার স্ত্রী ফতে মিলে তাদের স্বামী স্ত্রীকে মারধর করে এক পর্যায় ইনাদুলের বাঁশের আঘাতে প্রতিবন্ধী জাকির হোসেন ও সকিনা আহত হয় ।আহত অবস্থার এলাকার সাধারন জনগন তাদের দুই জনকে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন । এ ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান জাকির ও সকিনা দুই জন প্রতিবন্ধী তারা দির্ঘ দিন ভিক্ষা করতেন গত কয়েক বছর আগে জাকির হোসেনকে সরকারী ভাবে আর্থিক অনুদান প্রদান সহ একটি বসত ঘর নির্মান করে দেওয়ায় জাকির এখন আর ভিক্ষা না করে ছাগল ,হাঁস ,মুরগি পালন করে নিজেদের সংসার চালান তা ছাড়া জাকির এবং ইনাদুল দুই জন ভাইরা ভাই জাকির প্রতিবন্ধী হওয়ায় তার শ্বশুর তাকে আড়াই কাটা জমি লিখে দিয়ে যান ,সেই থেকেই জাকির হরিহরনগর গ্রামে বসবাস করে ,ইনাদুল ও তার স্ত্রী ফতে প্রাই তাদের উপরে অত্যাচার করে থাকে ।এ বাপারে স্থানীয় ওর্য়াড মেম্বার আরজামের সাথে কথা বললে তিনি বলেন প্রতিবন্ধী জাকির এবং তার স্ত্রী সকিনাকে যে পিটিয়ে আহত করেছে এ বিষয়টি আমি শুনেছি । এ ব্যাপারে ইনাদুলের সাথে কথা বলার জন্য চেষ্ঠা করলে তিনি কথা বলতে রাজি হয়নি পরবর্তীতে তিনার ছেলে ইসরাফিলের সাথে কথা বললে  তিনি বলেন তাদের মেরেছে যখন তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম ।এদিকে প্রতিবন্ধী স্বামী স্ত্রীর উপরে হামলা করায় এলাকার সাধারন মানুষ হতবাক হয়ে পড়েছেন । তাই এলাকাবাসী সহ সুশিল সমাজের সকলে প্রশাসন সহ উর্দ্ধতন কর্মকর্তাদের আশুহস্তক্ষেপ কামনা করছে যারা এ ধরনের কর্মকান্ড করেছে তাদের দৃষ্ঠন্তমূলক শাস্তির দাবি করেছেন ।##