ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
  • / ৩৬০ বার পড়া হয়েছে

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ শ্লোগানে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে
সমীকরণ প্রতিবেদন:
‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এসব কর্মসূচি পালিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে (১৬-২০ এপ্রিল) স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয় হতে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খাইরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, বিএমএ সেক্রেটারী ডা. আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. খাইরুল আলম বলেন, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও বেশি আন্তরিক হতে হবে। সেবা নিতে এসে রোগী ও রোগীর স্বজনরা যেন বিড়ম্বনার শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, অন্যান্য জেলার তুলনায় এ জেলার মানুষ অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। তাই সেবা নিতে আসা রোগীদের সাধ্যমত সেবা প্রদান করার পরও ঝুঁকি না কমলে তবেই অন্যত্র রেফার্ড করার পরামর্শ দেন। তিনি স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, খাদ্য ও মা-শিশু মৃত্যুর হার কমাতে চিকিৎসক ও মাঠকর্মীদের আরও জোরালো প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্বাস্থ্য সেবা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা সাইফ ফেরদৌস, ডা. পারভীন আক্তার, ডা. মুর্তুজা আরেফিন, ডা. রাগিব সাহরিয়ার, ডা. সৌরভ হোসেন, ডা. নাজমুল হক, ইন্সপেক্টর নিজাম উদ্দিন, পরিবার কল্যাণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, স্বাস্থ্য সহকারী মন্জু চৌধুরি, স্বাস্থ্য সহকারী মাহবুবুল হক, স্বাস্থ্য সহকারী আনিছুর রহমান, কেয়ার বাংলাদেশ এর স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা আব্দুস শুকুর প্রমুখ।
জীবননগর:
জীবননগরে স্বাস্থ্য সেবা সপ্তাহের দ্বিতীয় দিনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনসালটেন্ট ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা সপ্তাহের দ্বিতীয় দিনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, ডা. মাহমুদা খাতুন, ক্লিনিক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা লতিফা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন এসআই আনিসুর রহমান।
আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্যাগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য রালি অনুষ্ঠিত হয়েছে। “সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার” শ্লোগানে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। গতকাল বুধবার সকাল ১০ টায় এ র‌্যালি বের হয়। উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে বের হয়ে আন্দুলবাড়ীয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বর ঘুরে এসে শেষ হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন আন্দুলবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. কানাই লাল দাস। র‌্যালিতে অংশ নেন সূধী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎক, অভিভাবক ও ছাত্রীরা।
ঝিনাইদহ:


‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল বুধবার সকালে সদর হাসপাতাল চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে নার্সিং ইনষ্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. সেলিনা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা বিএম’র সাধারণ সম্পাদক ডা. দুলাল কৃষ্ণ চক্রবর্তী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. জাহিদ আহম্মেদ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আইয়ুব আলী, ডা. মোকাররম হোসেন, ডা. রেজা সেকেন্দার, জেলা ক্রীড়া সম্পাদক জীবন কুমার বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। এসময় বক্তারা, সমাজের সর্বস্তরের মানুষের স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আপলোড টাইম : ১০:২৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ শ্লোগানে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে
সমীকরণ প্রতিবেদন:
‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এসব কর্মসূচি পালিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে (১৬-২০ এপ্রিল) স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয় হতে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খাইরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, বিএমএ সেক্রেটারী ডা. আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. খাইরুল আলম বলেন, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও বেশি আন্তরিক হতে হবে। সেবা নিতে এসে রোগী ও রোগীর স্বজনরা যেন বিড়ম্বনার শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, অন্যান্য জেলার তুলনায় এ জেলার মানুষ অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। তাই সেবা নিতে আসা রোগীদের সাধ্যমত সেবা প্রদান করার পরও ঝুঁকি না কমলে তবেই অন্যত্র রেফার্ড করার পরামর্শ দেন। তিনি স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, খাদ্য ও মা-শিশু মৃত্যুর হার কমাতে চিকিৎসক ও মাঠকর্মীদের আরও জোরালো প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্বাস্থ্য সেবা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা সাইফ ফেরদৌস, ডা. পারভীন আক্তার, ডা. মুর্তুজা আরেফিন, ডা. রাগিব সাহরিয়ার, ডা. সৌরভ হোসেন, ডা. নাজমুল হক, ইন্সপেক্টর নিজাম উদ্দিন, পরিবার কল্যাণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, স্বাস্থ্য সহকারী মন্জু চৌধুরি, স্বাস্থ্য সহকারী মাহবুবুল হক, স্বাস্থ্য সহকারী আনিছুর রহমান, কেয়ার বাংলাদেশ এর স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা আব্দুস শুকুর প্রমুখ।
জীবননগর:
জীবননগরে স্বাস্থ্য সেবা সপ্তাহের দ্বিতীয় দিনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনসালটেন্ট ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা সপ্তাহের দ্বিতীয় দিনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, ডা. মাহমুদা খাতুন, ক্লিনিক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা লতিফা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন এসআই আনিসুর রহমান।
আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্যাগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য রালি অনুষ্ঠিত হয়েছে। “সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার” শ্লোগানে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। গতকাল বুধবার সকাল ১০ টায় এ র‌্যালি বের হয়। উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে বের হয়ে আন্দুলবাড়ীয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বর ঘুরে এসে শেষ হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন আন্দুলবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. কানাই লাল দাস। র‌্যালিতে অংশ নেন সূধী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎক, অভিভাবক ও ছাত্রীরা।
ঝিনাইদহ:


‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল বুধবার সকালে সদর হাসপাতাল চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে নার্সিং ইনষ্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. সেলিনা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা বিএম’র সাধারণ সম্পাদক ডা. দুলাল কৃষ্ণ চক্রবর্তী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. জাহিদ আহম্মেদ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আইয়ুব আলী, ডা. মোকাররম হোসেন, ডা. রেজা সেকেন্দার, জেলা ক্রীড়া সম্পাদক জীবন কুমার বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। এসময় বক্তারা, সমাজের সর্বস্তরের মানুষের স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।