ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জাজাই তা-ব, বিশ্ব রেকর্ড আফগানিস্তানের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৯৯ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: অবিশ্বাস্য এক ইনিংস খেললেন আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই। আফগানিস্তানের স্কোর ২৭৮। এর মধ্যে ১৬২ রানই জাজাই’র। ৬২ বলে ১৬২ রান। ১৬টি ছক্কা আর ১১টি চারে সাজানো তার ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে কি বিধ্বংসী ইনিংসই না খেললেন জাজাই। সেই সঙ্গে আফগানিস্তান ক্রিকেটকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চের ১৭২ রানই তাই রেকর্ড হিসেবে টিকে রইল। কিন্তু তার দলের রেকর্ডটা টিকল না। দলীয় সর্বোচ্চ স্কোর এতোদিন ছিল অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কার মাটিতে ২০১৬ সালে ২৬৩ রান তুলেছিল তারা। সে রেকর্ড মুছে গেছে দেরাদুনে। ২০ তম ওভারের প্রথম বলটাই ডিপ এক্সট্রা কভার দিয়ে সীমানার বাইরে আছড়ে ফেলেছেন মোহাম্মদ নবী। সে ছক্কাতেই আফগানিস্তানের স্কোর ২৬৭ হলো। সে ওভারে আরেক ছক্কা ও চারে আফগানিস্তানের স্কোর দাঁড়াল ২৭৮। এর মাঝে জাজাইয়ের একার সংগ্রহই ১৬২।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জাজাই তা-ব, বিশ্ব রেকর্ড আফগানিস্তানের

আপলোড টাইম : ০৯:১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯

খেলাধুলা ডেস্ক: অবিশ্বাস্য এক ইনিংস খেললেন আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই। আফগানিস্তানের স্কোর ২৭৮। এর মধ্যে ১৬২ রানই জাজাই’র। ৬২ বলে ১৬২ রান। ১৬টি ছক্কা আর ১১টি চারে সাজানো তার ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে কি বিধ্বংসী ইনিংসই না খেললেন জাজাই। সেই সঙ্গে আফগানিস্তান ক্রিকেটকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চের ১৭২ রানই তাই রেকর্ড হিসেবে টিকে রইল। কিন্তু তার দলের রেকর্ডটা টিকল না। দলীয় সর্বোচ্চ স্কোর এতোদিন ছিল অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কার মাটিতে ২০১৬ সালে ২৬৩ রান তুলেছিল তারা। সে রেকর্ড মুছে গেছে দেরাদুনে। ২০ তম ওভারের প্রথম বলটাই ডিপ এক্সট্রা কভার দিয়ে সীমানার বাইরে আছড়ে ফেলেছেন মোহাম্মদ নবী। সে ছক্কাতেই আফগানিস্তানের স্কোর ২৬৭ হলো। সে ওভারে আরেক ছক্কা ও চারে আফগানিস্তানের স্কোর দাঁড়াল ২৭৮। এর মাঝে জাজাইয়ের একার সংগ্রহই ১৬২।