ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জমির মুসুরিতে বিষ দিয়ে তছরুপ : থানায় মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
  • / ৩৪৮ বার পড়া হয়েছে

দামুড়হুদার বুইচিতলায় শত্রুতামূলক প্রায় সাড়ে ৫ বিঘা
কার্পাসডাঙ্গা/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলার রুমমহল মাঠের প্রায় সাড়ে ৫ বিঘা জমির মুসুরির ফসল পূর্ব শত্রুতার জের ধরে ঘাস মারা বিষ দিয়ে পুরো ফসল পুড়িয়ে দিয়েছে একটি পক্ষ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় ৬ জনের নামে মামলা দায়ের করেছে ফসলের মালিক আব্দুর রহিম। জানা গেছে, গত শুক্রবার রাতে বুইচিতলা গ্রামে মৃত আ. হামিদের ছেলে আ. রহিমের সাড়ে ৫ বিঘা জমির মুসুরির গাছে ঘাস মারা বিষ দিয়ে জমির সব গাছ মেরে নষ্ট করেছে। ইতপূর্বেও বেশ কয়েকবার রহিম গংয়ের ফসল ঘাস মারা বিষ দিয়ে পুড়িয়ে দেয় প্রতিপক্ষরা। স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় কয়েকবার সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। যার মামলা চলমান রয়েছে। ফসল নষ্ট করার জন্য আ. রহিম গতকাল দামুড়হুদা থানায় বুইচিতলা গ্রামের মৃত মো. লালু গাইনের ছেলে আশাদুল, তৌমুর, রায়হান, মো. বজলুর রহমানের ছেলে মিজান, রায়হানের ছেলে আকাশ ও আশাদুলের ছেলে রায়হানের নামে মামলা করেছেন। বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী ব্যক্তিসহ সচেতন মহল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জমির মুসুরিতে বিষ দিয়ে তছরুপ : থানায় মামলা

আপলোড টাইম : ১০:২৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮

দামুড়হুদার বুইচিতলায় শত্রুতামূলক প্রায় সাড়ে ৫ বিঘা
কার্পাসডাঙ্গা/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলার রুমমহল মাঠের প্রায় সাড়ে ৫ বিঘা জমির মুসুরির ফসল পূর্ব শত্রুতার জের ধরে ঘাস মারা বিষ দিয়ে পুরো ফসল পুড়িয়ে দিয়েছে একটি পক্ষ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় ৬ জনের নামে মামলা দায়ের করেছে ফসলের মালিক আব্দুর রহিম। জানা গেছে, গত শুক্রবার রাতে বুইচিতলা গ্রামে মৃত আ. হামিদের ছেলে আ. রহিমের সাড়ে ৫ বিঘা জমির মুসুরির গাছে ঘাস মারা বিষ দিয়ে জমির সব গাছ মেরে নষ্ট করেছে। ইতপূর্বেও বেশ কয়েকবার রহিম গংয়ের ফসল ঘাস মারা বিষ দিয়ে পুড়িয়ে দেয় প্রতিপক্ষরা। স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় কয়েকবার সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। যার মামলা চলমান রয়েছে। ফসল নষ্ট করার জন্য আ. রহিম গতকাল দামুড়হুদা থানায় বুইচিতলা গ্রামের মৃত মো. লালু গাইনের ছেলে আশাদুল, তৌমুর, রায়হান, মো. বজলুর রহমানের ছেলে মিজান, রায়হানের ছেলে আকাশ ও আশাদুলের ছেলে রায়হানের নামে মামলা করেছেন। বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী ব্যক্তিসহ সচেতন মহল।